Mahashivratri 2023: আজ মহাশিবরাত্রির ব্রত রেখেছেন? ভুলেও এই ৫ ফুল নিবেদন করবেন না
Pujavidhi and Importance: এ দিনে ভগবান বিষ্ণু ও ব্রহ্মা মন্ত্র উচ্চারণ করে শিবলিঙ্গের জলাভিষেক করেছিলেন। তাই এদিন শিবলিঙ্গের জলাভিষেক করলে লাভবান হোন ভক্তরা।
শুভ ও বিরল যোগ নিয়ে আজ থেকে শুরু মহাশিবরাত্রি উত্সব। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এদিন শিবরাত্রি পালত হচ্ছে ১৮ ফেব্রুয়ারি থেকে। শনিবার। পুজোর নিশীথ কাল রয়েছে রাত ১২টা ৯ মিনিট থেকে ১২টা ৫৯ মিনিট পর্যন্ত। ব্রত ভঙ্গের তারিখ পড়েছে ১৯ ফেব্রুয়ারি রবিবার। সেদিন সকাল ৬টা ৫০ মিনিট থেকে দুপুর ৩টে ২৬ মিনিটের মধ্যে উপবাস ভঙ্গ করতে পারবেন ভক্তরা। এদিন পড়েছে শনি প্রদোষকালও। ফলে এই শুভ যোগের জেরে ভক্তদের পুত্রপ্রাপ্তি ও সুখবৃষ্টির আশীর্বাদ প্রাপ্ত হোন। যারা সন্তান সুখ পাননি, বা সন্তানের আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন, তাঁরা এদিন শিবের পুজো করলে সেই সুখ থেকে বঞ্চিত হবেন না। এছাড়া ভাল স্বামী পাওয়ার আশায় প্রতিবছর মহিলারা শিবরাত্রি পালন করে থাকেন।
ধর্মীয় গ্রন্থ ও শাস্ত্র অনুসারে, প্রতি মাসের চতুর্দশী তিথি ভগবান শিবকে উৎসর্গ করা হয়। শিবপুরাণ অনুসারে, মহাশিবরাত্রির শুভ তিথিতে শিবলিঙ্গের আর্বিভাব হয়েছিল ও এ দিনে ভগবান বিষ্ণু ও ব্রহ্মা মন্ত্র উচ্চারণ করে শিবলিঙ্গের জলাভিষেক করেছিলেন। তাই এদিন শিবলিঙ্গের জলাভিষেক করলে লাভবান হোন ভক্তরা। এদিন ভগবান শিবের বিশেষ পূজা-অর্চনা, উপবাস, জপ, মন্ত্রপাঠ ইত্যাদি পালন করার রীতি প্রাচীনকাল থেকেই চলে আসছে। পৌরাণিক কাহিনি অনুসারে মহাশিবরাত্রি উৎসবের পিছনে রয়েছে দুই ধরনের প্রচলিত গল্প। এই তিথিতে ভগবান শিব ও দেবী পার্বতীর বিয়ে হয় ও দ্বিতীয়ত, এই তিথিতে মহেশ্বর শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন। এই দিন সমস্ত নিয়ম মেনে ভক্তি ভরে শিবের আরাধনা করলে সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।
শিবরাত্রির দিন ব্রত পালন করা বেশ কঠিন বলে মনে করা হয়। রয়েছে বেশ কিছু রীতি-রেওয়াজও। মনে করা হয় শিবরাত্রির দিন শিবের মাথায় নির্দিষ্ট ও পবিত্র ফুল অর্পন করলে সন্তুষ্ট ও খুশি হোন মহেশ্বর। তাই এদিন নির্দিষ্ট ফুল ছাড়া অন্য কোনও ফুল অর্পন করবেন না। আর যদি দিয়ে থাকেন, তাহলে উল্টো প্রতিক্রিয়া পেয়ে থাকতে পারেন।
শিবরাত্রির দিন উপবাস করে শিবলিঙ্গের মাথায় জল, দুধ ঢালার সময় তুলসী পাতা অর্পন করা চলে না। এছাড়া পুজো করার সময় হলুদ ব্যবহার ও শঙ্খ বাজানো এড়িয়ে চলুন। শিবরাত্রির দিন ধুতুরা, আকন্দ ফুল অত্য়ন্ত শুভ বলে মনে করা হয়। শিবের পুজো করা সময় কোন কোন ফুল একেবারেই নিবেদন করবেন না, তা জেনে নিন…
– কেতকী, করবী, পদ্ম, চম্পা ও কেওড়া।
শিবের আরাধনায় বেলপাতা, বেল গাছের ফুল ব্যবহার করতে পারবেন। তবে জল ঢালার সময় কখনও শঙ্খ দিয়ে জল ঢালবেন না। এছাড়া শিবলিঙ্গে দুধ, জল বা মধু জল ঢালতে পারেন, নারকেল জল দিয়ে শিবের পুজো এড়িয়ে চলুন।