Astro Tips: নখ দাঁতে কেটে চিবোন? এটা করলে পড়ে গ্রহের কুদৃষ্টি প্রভাব, শীঘ্রই হন সাবধান!
ভাল করে মনে করলে মাথায় আসবে, আপনিও হয়তো এমন বেশ কয়েকজন মানুষকে চেনেন, যারা দাঁত দিয়ে নখ চিবোন। এই বদ অভ্যাস ত্যাগ না করলে একদিকে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে, পাশাপাশি এর ফলে বহু ব্যক্তির জীবনও যেন ৩৬০ ডিগ্রি ঘুরে যায়।

রাস্তাঘাটে চলাফেরার পথে অনেক মানুষকে দেখা যায় দাঁত দিয়ে নখ কেটে চিবোতে। ভাল করে মনে করলে মাথায় আসবে, আপনিও হয়তো এমন বেশ কয়েকজন মানুষকে চেনেন, যারা দাঁত দিয়ে নখ চিবোন। এই বদ অভ্যাস ত্যাগ না করলে একদিকে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে, পাশাপাশি এর ফলে বহু ব্যক্তির জীবনও যেন ৩৬০ ডিগ্রি ঘুরে যায়। আরও ভাল করে বললে যারা নখ দাঁতে কেটে চিবোন, তাদের জীবনে গ্রহের বেশ প্রভাব পড়ে। এ বিষয়ে জ্যোতিষশাস্ত্রে কী উঠে আসছে? জেনে নিন বিস্তারিত।
জ্যোতিষশাস্ত্র মতে, যে সকল ব্যক্তি দাঁত দিয়ে নখ চিবিয়ে খান, তাদের কুণ্ডলীতে শনির দোষ তৈরি হয়। আর যে ব্যক্তির কুণ্ডলীতে একবার শনির দোষ তৈরি হয়, তার উপর শনির কুদৃষ্টিও পড়ে। আসলে জ্যোতিষশাস্ত্রে, শনিকে নখ এবং হাড়ের গ্রহ হিসেবে ধরা হয়। যার ফলে যে ব্যক্তি দাঁত দিয়ে নখ চিবোন, সেই ব্যক্তির জীবনে শনি গ্রহের খারাপ প্রভাব পড়ে যায়।
এ ছাড়া জ্যোতিষীদের মতে, নখ চিবোলে শনির কুদৃষ্টির পাশাপাশি রাহু এবং কেতুর স্থান খারাপ হতে পারে। আর রাহু-কেতুর স্থানে প্রভাব পড়লে সেই ব্যক্তির জীবনে একের পর এক খারাপ সময় চারিদিক থেকে ধেয়ে আসে। এই পরিস্থিতিতে সেই ব্যক্তিকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
উল্লেখ্য, জ্যোতিষশাস্ত্র মতে, নখ চিবিয়ে খেলে সূর্যের ক্ষতি হয়। যার ফলে কেরিয়ার এবং ব্যবসায় ক্ষতি হয়। একইসঙ্গে এমন কাজ যারা করেন, লক্ষ্মী দেবী তাদের উপর অসন্তুষ্ট হন। সেই সময় তৈরি হয় আর্থিক সমস্যা।
বিশেষ দ্রষ্টব্য – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
