আর্থিক সংকট কাটাতে রবিবার সূর্যপুজো করলে কি ফল মিলবে?
প্রথমে গুরু, গণেশ, বিষ্ণু, শিবের উপাসনা করার পরেই শুরু করুন সূর্য মন্ত্র জপ করতে হয়। এই ভাবে সূর্দেবের উপাসনা করলে দেবতা আপনার প্রতি সন্তুষ্ট হবেন।
জ্যোতিষ অনুসারে, রাশিফলে অশুভ অবস্থানে থাকা সূর্য আপনার কাজে ব্যাহত করতে পারে। তাই, রবিবারকে ছুটি হিসাবে বিবেচনা করা হলেও রবিবার কিছু ব্যবস্থা নেওয়া উচিত। অশুভ অবস্থাকে কাটাতে রাশি মেনে রবিবার সূর্য মন্ত্র পাঠ করুন। সৃষ্টির সমস্ত শক্তির উৎস হলো সূর্য। তার কিরণেই আলোকিত হয় সমগ্র জীবজগৎ। সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর মধ্যে অন্যতম হলেন সূর্যদেব। সূর্যদেব হলেন মহর্ষি কশ্যপ ও অদিতির পুত্র। মহা বিশ্বের কোন দেবতাকে খালি চোখে সামনে কখনো দেখা না গেলেও কিন্তু সূর্য দেবকে আমরা আকাশের দিকে তাকালেই রোজ দেখতে পাই। সপ্তাহের ৭ দিনের মধ্যে রবিবারটা বিশেষ করে রাখা হয় সূর্য দেবতার পূজার জন্য।
যে কোনো মাঙ্গলিক কার্য্যে কিংবা যে কোনো দেবতার পূজোর সময় পঞ্চদেবতার পুজো দিতে হয়। হিন্দুদের এই পঞ্চদেবতা তথা পাঁচজন দেবতার অন্যতম একজন হলো সূর্যদেব। শাস্ত্রে কথিত আছে , শনিদেবের পিতা হলেন সূর্য দেব। কিন্তু তার সঙ্গে তিনি যমরাজ ও যমুনা দেবীর পিতাও বটে। হিন্দু শাস্ত্র মতে, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবতা হিসাবে সূর্যদেবকে মান্য ও পূজা করা হয়। আবার সৃষ্টির সমস্ত শক্তির উৎস বলে মনে করা হয় সূর্যদেবকে। রবিবার এটি আপনার কাজকে সহজ করে তোলে এবং সমস্যাগুলি কাটিয়ে ওঠে। রবিবারে খুব হালকা লাল বা হলুদ বা কমলা রঙের জামা কাপড় পড়লে শুভ ফল দেয়।
সপ্তাহান্তে সূর্যদেব এবং মাতঙ্গীদেবীর আরাধনা করলে ভাল ফল পাবেন। জীবনে চলার পথে অত্যন্ত আত্মবিশ্বাস বাড়বে এবং জীবনে সন্মান লাভ করবেন।তাই রবিবার সূর্যদেবের আরাধনা করা উচিত। সূর্যদেবের আশীর্বাদ পেতে প্রতি রবিবার স্নানের পর পাঠ করুন সূর্য প্রণাম মন্ত্র—
”ওঁ ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহিঃ তন্নঃ সূর্যঃ প্রচোদয়াৎ।” প্রথমে গায়ত্রী মন্ত্র আওড়ে সূর্যপ্রণাম মন্ত্র উচ্চারণ করুন।
প্রণাম-– ”ওঁ জবাকুসুমসংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্। ধ্বান্ত্যারিং সর্বপাপঘ্নং প্রণতোঽস্মি দিবাকরম্॥”
রবিবার অশুভ শক্তি থেকে রক্ষা পেতে ও রাশি অনুযায়ী ত্রুটিগুলি মেটাতে যে যে প্রতিকার করা দরকার, সেগুলি একঝলকে দেখে নিন…
১. রবিবার অবশ্যই সূর্য দেবতার পূজা করতে হবে
২. এই দিনে শিবলিঙ্গে তামার পাত্র দিয়ে জল অর্পণ করুন, কালো তিল দান করুন। অবশ্যই শিবের অনুগ্রহে উপকৃত হবেন
৩. রবিবার, মাছেদের ময়দার ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে বড় মাছগুলি এড়ানো যায়। এই প্রতিকারটি বক্তব্য থেকে মুক্তি পাবে।
৪. রবিবার দুধ ও গুড় মিশ্রিত ভাত খান।
৫. রবিবার লাল কাপড়ে বাঁধা গম এবং গুড় দান করুন।
৬. রবিবার তুলসীতে জল অর্পণ করুন এবং ১১বার প্রদক্ষিণ করুন। ‘ওম নমো ভাগবতে বাসুদেবায় মন্ত্র’ জপ করুন।
আরও পড়ুন: বাড়িতে অশান্তি, কর্মক্ষেত্রে পদে পদে বাধা! এক টুকরো ফটকিরিই পাল্টে দেবে আপনার জীবন