রোনাল্ডো অনেক পিছনে, ইনস্টায় ঘোষণা পেলের

পেলের ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখা 'Leading Goal Scorer of All Time (1,283)'

রোনাল্ডো অনেক পিছনে, ইনস্টায় ঘোষণা পেলের
রোনাল্ডো টপকে যেতেই পেলের ডজ। ছবি-পেলের ইনস্টাগ্রাম
Follow Us:
| Updated on: Jan 05, 2021 | 1:38 PM

TV9 বাংলা ডিজিটাল: রোনাল্ডো টপকে যেতেই পেলের ডজ। নিজের কেরিয়ারে ক’টি গোল করেছেন তিনি? ভক্ত থেকে পরিসংখ্যানবিদ সবাইকে যেন ডজ দিলেন ফুটবল সম্রাট। নিজের কেরিয়ারের গোলসংখ্যা নিয়ে এ বার আসরে নামলেন স্বয়ং পেলে। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কেরিয়ারের গোলসংখ্যা আপডেট করলেন পেলে।

পেলের ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখা ‘Leading Goal Scorer of All Time (1,283)’। অর্থাৎ নিজের ফুটবল কেরিয়ারে ১২৮৩ গোল করেছেন ফুটবল সম্রাট। নিজেই জানালেন সেই কথা। গতকাল পেলের ৭৫৭ গোলের রেকর্ড ভেঙেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সর্বাধিক গোলদাতা যোশেপ বিকানের (৭৫৯) থেকে একধাপ দূরে সিআর সেভেন।

আরও খবর:টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রাহুল

পেলেকে রোনাল্ডো ছাপিয়ে যেতেই সোশ্যাল মিডিয়া জুড়ে পেলে ভক্তদের ট্রল করতে থাকেন রোনাল্ডো ভক্তরা। তবে জল্পনা বাড়িয়ে আসরে নামেন স্বয়ং ফুটবলসম্রাট। রোনাল্ডোকে নিয়ে হইচই শুরু হতেই নিজের কেরিয়ারের মোট গোলসংখ্যা ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন পেলে। বুঝিয়ে দিলেন, ক্লাব আর দেশ মিলিয়ে গোল করার নিরীখে রোনাল্ডোর থেকে তিনি অনেক এগিয়ে। তাঁকে ছোঁয়া মুশকিলই নেহি, না মুমকিন হ্যায়!