AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saurabh Netravalkar: বিশ্বকাপে হঠাৎ বিপাকে সৌরভ নেত্রভালকর, অফিসে চাই বাড়তি ছুটি; মেইলে লিখলেন…

T20 World Cup 2024: ১৯ জুন টি-২০ বিশ্বকাপের সুপার এইটে আমেরিকার ম্যাচ। এই পরিস্থিতিতে আমেরিকার ক্রিকেটার সৌরভ নেত্রভালকর (Saurabh Netravalkar) বেশ চাপে পড়েছেন। আসলে বিশ্বকাপে সৌরভ নেত্রভালকর খেলতে এসেছেন ল্যাপটপ বগলদাবা করে।

Saurabh Netravalkar: বিশ্বকাপে হঠাৎ বিপাকে সৌরভ নেত্রভালকর, অফিসে চাই বাড়তি ছুটি; মেইলে লিখলেন...
Saurabh Netravalkar: বিশ্বকাপে হঠাৎ বিপাকে সৌরভ নেত্রভালকর, অফিসে চাই বাড়তি ছুটি; মেইলে লিখলেন...Image Credit: X
| Updated on: Jun 17, 2024 | 5:34 PM
Share

কলকাতা: অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপের সুপার এইটের টিকিট পেয়েছে আমেরিকা (USA)। মার্কিনি শিবিরে যে কারণে খুশির হাওয়া বইছে। ১৯ জুন টি-২০ বিশ্বকাপের সুপার এইটে আমেরিকার ম্যাচ। এই পরিস্থিতিতে আমেরিকার ক্রিকেটার সৌরভ নেত্রভালকর (Saurabh Netravalkar) বেশ চাপে পড়েছেন। আসলে বিশ্বকাপে সৌরভ নেত্রভালকর খেলতে এসেছেন ল্যাপটপ বগলদাবা করে। তিনি Oracle কোম্পানিতে একজন AI ইঞ্জিনিয়ারের কাজ করেন। এমনও হয়েছে, যেদিন ম্যাচ খেলেছে আমেরিকা সেদিন টিম হোটেলে ফেরার পর অফিসের কাজও করেছেন সৌরভ। এ বার আমেরিকা সুপার এইটে উঠতেই বাড়তি ছুটি চেয়ে অফিসে ইমেইল পাঠিয়েছেন সৌরভ।

Oracle কোম্পানি তাঁদের তারকার পাশে রয়েছে। এর আগে বিশ্বকাপে সৌরভের ভালো পারফরম্যান্স দেখে তাঁর কোম্পানি পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া সাইট X এ। ভারতীয় বংশোদ্ভূত সৌরভ নেত্রভালকর ২২ গজে যেমন দাপুটে পারফরম্যান্স দেখান, তেমনই অফিসের কাজেও ফাঁকি দেন না। যার ফলে দল সুপার এইটের লড়াইয়ে উঠতেই অফিসের কাছে বাড়তি ছুটি চেয়ে মেইল করেছেন।

মুম্বইয়ে জন্ম হওয়া বাঁ-হাতি বোলার সৌরভ নেত্রভালকর ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘আমরা সুপার এইটের যোগ্যতা অর্জন করার পর অফিসে জানিয়েছি আমার আরও কিছুদিন ছুটি লাগবে। এখন আমার অফিসের সকলে ম্যাচগুলো দেখছে। ওরা খুব সমর্থনও করে। আমি আমার ক্রিকেট সূচি জানতাম, সেই অনুযায়ী আমার ম্যানেজারকে জানিয়েছিলাম।’

এ বারের টি-২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার সৌরভ নেত্রভালকর তিন ম্যাচ খেলে ৪টি উইকেট নিয়েছেন। এ বার দেখার সুপার এইটে তিনি কেমন পারফর্ম করেন।