Gautam Gambhir: বুমরার সঙ্গে দীর্ঘ আলোচনার পর নির্বাচক প্রধানের কাছে ছুটলেন গম্ভীর, সিডনিতে বড় চমকের অপেক্ষা!

Jan 02, 2025 | 3:13 PM

IND vs AUS, BGT: সিডনি টেস্টের আগের দিন দীর্ঘক্ষণ জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) সঙ্গে কথা বলেন গম্ভীর। তাঁর সঙ্গে লম্বা আলোচনার পর গৌতম পৌঁছে যান নির্বাচক প্রধানের কাছে। এ বার তা হলে কি সিডনি টেস্টে বড় চমক অপেক্ষা করছে?

Gautam Gambhir: বুমরার সঙ্গে দীর্ঘ আলোচনার পর নির্বাচক প্রধানের কাছে ছুটলেন গম্ভীর, সিডনিতে বড় চমকের অপেক্ষা!
Gautam Gambhir: বুমরার সঙ্গে দীর্ঘ আলোচনার পর নির্বাচক প্রধানের কাছে ছুটলেন গম্ভীর, সিডনিতে বড় চমকের অপেক্ষা!
Image Credit source: Darrian Traynor/Getty Images

Follow Us

কলকাতা: সিডনি টেস্টের আগে যেন রেগে লাল ভারতীয় টিমের (Team India) হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর প্রতি কথায় সেটাই ফুটে উঠছে। রোহিত শর্মা শেষ টেস্টে খেলবেন কিনা, তা নিয়ে পরিষ্কার কিছু জানাননি। প্রেস কনফারেন্সে কেন রোহিত আসেননি, সেই প্রশ্ন আসতে তিনি বিরক্তির সুরে জানান, হেড কোচ সেখানে হাজির, এটাই তো তাঁর মনে হয় যথেষ্ট। এ সবের পরও গম্ভীরকে নিয়ে আলোচনা থামছে না। সিডনি টেস্টের আগের দিন দীর্ঘক্ষণ জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) সঙ্গে কথা বলেন গম্ভীর। তাঁর সঙ্গে লম্বা আলোচনার পর গৌতম পৌঁছে যান নির্বাচক প্রধানের কাছে। এ বার তা হলে কি সিডনি টেস্টে বড় চমক অপেক্ষা করছে?

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, সিডনিতে অনুশীলনের ফাঁকে জসপ্রীত বুমরার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় গৌতম গম্ভীরকে। যে সময় তাঁরা দু’জন কথা বলছিলেন, তখন বিরাট কোহলি, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাডেজাদের ওয়ার্ম আপ করতে দেখা যায় এবং ফুটবল খেলতে দেখা যায়। পাশাপাশি শুভমন গিল ও ওয়াশিংটন সুন্দরকে দেখা যায় ফিল্ডিং করতে।

বুমরার সঙ্গে কথা বলার পর গৌতম হাজির হন নির্বাচক প্রধান অজিত আগরকরের কাছে। এরপরই ক্রিকেট মহলে বলাবলি হচ্ছে যে, হয়তো সিডনি টেস্টে রোহিত শর্মা বাদ পড়তে পারেন। এবং সেক্ষেত্রে বর্ডার গাভাসকর ট্রফির পারথ টেস্টের মতো ভারতীয় টিমের নেতৃত্ব দিতে দেখা যাবে জসপ্রীত বুমরাকে। কোন সমীকরণে আগামিকাল সিডনিতে নামবে টিম ইন্ডিয়া, এ বার সেটাই দেখার অপেক্ষা।

এই খবরটিও পড়ুন

 

Next Article