AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Cricket Team: পাকিস্তানের ক্ষতে নুন! ভারতের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলন বাতিল

India vs Pakistan, Asia Cup 2025: পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে হাত না মিলিয়ে ড্রেসিংরুমে ঢুকে দরজা বন্ধ করে দেন সূর্যকুমার যাদবরা। পাকিস্তান টিমের নানা অভিযোগ ছিল। আইসিসিকে অবধি মেইল করেছিল তারা। কিন্তু পাকিস্তানের ছেলেমানুষীকে পাত্তা দেয়নি আইসিসি। রবিবারের ম্যাচের আগেও সাংবাদিক সম্মেলন বাতিল করল পাকিস্তান ক্রিকেট টিম।

Pakistan Cricket Team: পাকিস্তানের ক্ষতে নুন! ভারতের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলন বাতিল
Image Credit: PTI
| Updated on: Sep 20, 2025 | 5:54 PM
Share

এশিয়া কাপে এই নিয়ে দ্বিতীয় বার। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলন করল না পাকিস্তান ক্রিকেট টিম। তাদের তরফে এর কারণ জানানো হয়নি। তবে কারণ আন্দাজ করতে অসুবিধা হওয়ার কথা নয়। গ্রুপের ম্যাচে ভারতের কাছে হারের পাশাপাশি আরও কড়া জবাব পেয়েছে পাকিস্তান ক্রিকেট টিম। টসের সময় পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি। তেমনই ম্যাচ জিতিয়ে পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে হাত না মিলিয়ে ড্রেসিংরুমে ঢুকে দরজা বন্ধ করে দেন সূর্যকুমার যাদবরা। পাকিস্তান টিমের নানা অভিযোগ ছিল। আইসিসিকে অবধি মেইল করেছিল তারা। কিন্তু পাকিস্তানের ছেলেমানুষীকে পাত্তা দেয়নি আইসিসি। রবিবারের ম্যাচের আগেও সাংবাদিক সম্মেলন বাতিল করল পাকিস্তান ক্রিকেট টিম।

গ্রুপে ভারতের বিরুদ্ধে ম্যাচে টসের সময় সূর্যকুমার যাদব হাত না মেলানোয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের দিকে তোপ দেগেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর তারা আইসিসিকে চিঠি লিখে দাবি জানায় অ্যান্ডি পাইক্রফ্টকে এশিয়া কাপ থেকে সরানোর জন্য়। কাজ না হওয়ায় দ্বিতীয় মেইল করে পাক ক্রিকেট বোর্ড। আরব আমির শাহির বিরুদ্ধে মরণ বাঁচণ ম্যাচের আগেও সাংবাদিক সম্মেলন বাতিল করেছিল পাকিস্তান টিম। তাতেও অবশ্য আইসিসি তাদের দাবি মেনে নেয়নি। আরব আমির শাহি ম্যাচে এক ঘণ্টা দেরি করে মাঠে আসে পাকিস্তান টিম। ম্যাচ এক ঘণ্টা দেরিতে শুরু হয়। সেই ম্যাচেও দায়িত্বে ছিলেন অ্যান্ডি পাইক্রফ্টই।

সুপার ফোর পর্বে ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তানের ক্ষতে যেন নুনের ছিটে। এই ম্যাচেও রেফারি হিসেবে দায়িত্বে থাকছেন অ্যান্ডি পাইক্রফ্ট। মনে করা হচ্ছে এই সিদ্ধান্তেই নাখুশ পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের নির্দেশেই টিম সাংবাদিক সম্মেলন বাতিল করেছে বলে অনুমান। ম্যাচ রেফারিকে নিয়ে তাদের যে দাবি ছিল তা যে পাত্তা দিচ্ছে না আইসিসি, তা পরিষ্কার। ফলে মেজাজ দেখানোর এই পন্থাই খুঁজে নিয়েছে পাক টিম!