India vs Sri Lanka: গোলাপি বল টেস্টে কুলদীপের বদলি অক্ষর, কিন্তু কেন?

১২ মার্চ বেঙ্গালুরুতে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দ্বিতীয় টেস্ট। গোলাপি বল টেস্টে ফিরছেন ভারতীয় অল-রাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel)।

India vs Sri Lanka: গোলাপি বল টেস্টে কুলদীপের বদলি অক্ষর, কিন্তু কেন?
India vs Sri Lanka: গোলাপি বল টেস্টে কুলদীপের বদলি অক্ষর, কিন্তু কেন?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2022 | 6:31 PM

নয়াদিল্লি: মিশন মোহালি কমপ্লিট। এ বার টিম ইন্ডিয়ার (Team India) লক্ষ্য বেঙ্গালুরুতে হতে চলা গোলাপি বল টেস্টেও শ্রীলঙ্কাকে (Sri Lanka) হারানো। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দাপুটে জয় পেয়েছে রোহিত শর্মার ভারত (India)। এক ইনিংস ও ২২২ রানে দিমুখ করুণারত্নের লঙ্কাকে হারিয়েছেন বিরাটরা। জাডেজা-অশ্বিনের দাপটে একেবারে কুপোকাত হয়ে গিয়েছিল লঙ্কান ক্রিকেটাররা। প্রথম ইনিংসে তো শ্রীলঙ্কার ১১জন প্লেয়ার মিলে ভারতীয় তারকা অল-রাউন্ডার রবীন্দ্র জাডেজার একার রান (১৭৫*) তুলতে পারেননি। প্রথম ইনিংসে পথুম নিসঙ্কার (৬১*) লড়াইয়ে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে থেমেছিল ১৭৪ রানে। আর দ্বিতীয় ইনিংসে নিরোশান ডিকওয়েলা (৫১*) এবং ধনঞ্জয় ডি সিলভার (৩০) দৌলতে ১৭৮ রান তোলে শ্রীলঙ্কা। অশ্বিন-জাডেজা দু’জন মিলে ১৫টি উইকেট নিয়েছিলেন।

১২ মার্চ বেঙ্গালুরুতে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দ্বিতীয় টেস্ট। গোলাপি বল টেস্টে ফিরছেন ভারতীয় অল-রাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel)। ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের জায়গা নিতে চলেছেন অক্ষর। চোটের কারণে প্রথমে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ পড়েন অক্ষর। তারপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে করোনা আক্রান্ত হয়েছিলেন অক্ষর। এর পর শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করার সময় জানানো হয়েছিল, করোনা আক্রান্ত হওয়ার পর রিহ্যাবের শেষ পর্যায়ে রয়েছেন অক্ষর। তবে দ্বিতীয় টেস্টের আগে বিসিসিআইয়ের এক সূত্র জানাচ্ছে, কুলদীপের বদলি হিসেবে দ্বিতীয় টেস্টে দলে আশার জন্য তৈরি অক্ষর। সংবাদসংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের ওই নিকট সূত্র জানিয়েছে, অক্ষরই ছিল টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। ও রিহ্যাবের মধ্যে দিয়ে যাচ্ছিল বলে কুলদীপকে ব্যাক আপ হিসেবে রাখা হয়েছিল। তিনি আরও জানান, অক্ষর এখন দরে ফেরার জন্য ফিট এবং তাই কুলদীপকে দল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। উল্লেখ্য প্রথম টেস্টে খেলার সুযোগ পাননি চায়নাম্যান বোলার। কুলদীপ যাদব ২০২১ সালের ফেব্রুয়ারিতে শেষ বার টেস্ট ম্যাচে খেলেছিলেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইতে টেস্ট অভিষেক হয়েছিল অক্ষর প্যাটেলের। ২০২১ সালের ৩ ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ে টেস্টের পর অক্ষর আর কোনও ম্যাচে খেলেননি। অক্ষর এখনও পর্যন্ত দেশের হয়ে পাঁচটি টেস্ট খেলেছেন এবং ৩৬টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: Indian Cricket: বিরাট-রোহিতদের জার্সির সামনে এ বার থাকছে কে?

আরও পড়ুন: Virat Kohli: ১০০তম টেস্টে পুষ্পা সেলিব্রেশনে মগ্ন কোহলি, দেখুন ভিডিও

আরও পড়ুন: IPL 2022 KKR Fixtures: এক নজরে দেখে নিন আসন্ন আইপিএলে কেকেআরের সূচি