দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন আজহার

আজহারের সেক্রেটারি বলেছিলেন, 'গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল ঠিকই, তবে ওঁর কোনও ক্ষতি হয়নি। গাড়িতে থাকা একজনের সামান্য চোট লেগেছে।'

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন আজহার
কান ঘেঁষে বাঁচলেন আজহার। ছবি সৌজন্যে - টুইটার (আজহার)
Follow Us:
| Updated on: Dec 30, 2020 | 6:27 PM

TV9 বাংলা ডিজিটাল– বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন মহম্মদ আজহারউদ্দিন (Azharuddin)। পরিবারের সঙ্গে রণথম্বোর যাচ্ছিলেন আজহার। সুরওয়ালের কাছে লালসোত-কোটা হাইওয়েতে তাঁর গাড়ি গিয়ে ধাক্কা মারে একটি দোকানে। গাড়ি তুবড়ে গেলেও আজহারের কোনও ক্ষতি হয়নি (unhurt)।

আজহার পরে টুইটারে লিখেছেন, ‘আমার গাড়ি একটা দুর্ঘটনার (car accident) কবলে পড়লেও আমার ক্ষতি হয়নি। যাঁরা ওই খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তাঁদের জানাই, আমি ভালো আছি।’

আরও পড়ুন – সিডনি টেস্টের জন্য টিমে ওয়ার্নার

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে লোকজন জড়ো হয়ে যান। পুলিশও পৌঁছে যায়। তাঁরা আজহারকে চিনতে পারেন। সঙ্গে সঙ্গে অন্য গাড়িতে করে কাছাকাছি একটি হোটেলে নিয়ে গিয়ে তোলা হয় তাঁকে ও তাঁর পরিবারকে। ঘটনার পরই আজহারের সেক্রেটারি বলেছিলেন, ‘গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল ঠিকই, তবে ওঁর কোনও ক্ষতি হয়নি। গাড়িতে থাকা একজনের সামান্য চোট লেগেছে।’