Zubeen Garg: বিশ্বকাপের উদ্বোধনে ৪০ মিনিটের অনুষ্ঠান, জুবিনের জন্য বিশেষ শ্রদ্ধা
ICC Women’s ODI World Cup: টুর্নামেন্টের উদ্বোধন গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। ৩০ সেপ্টেম্বর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলবেন হরমনপ্রীত কৌররা। তাঁদের মাঠে নামার আগে উদ্বোধনী অনুষ্ঠানও হবে। গাইবেন শ্রেয়া ঘোষালের মতো শিল্পী।

দেশে শোকের আবহ। সদ্য সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। অসমের এই গায়ক দেশ এবং বিশ্বেও জনপ্রিয় ছিলেন। তাঁর মৃত্য়ুতে সঙ্গীত জগতে শোকের ছায়া। শুধু তাই নয়, সারা দেশেই আলোচনা। তেমনই অসমে তাঁকে ঘিরে আবেগের বন্য়া। সামনেই ঘরের মাঠে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধন গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। ৩০ সেপ্টেম্বর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলবেন হরমনপ্রীত কৌররা। তাঁদের মাঠে নামার আগে উদ্বোধনী অনুষ্ঠানও হবে। গাইবেন শ্রেয়া ঘোষালের মতো শিল্পী। এই অনুষ্ঠানে ৪০ মিনিট রাখা হচ্ছে শুধুমাত্র প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা জানাতে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, অসম ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্যোগেই এই বিশেষ অনুষ্ঠান। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘জুবিনের মৃত্যুতে শোক এবং খুবই কষ্টের পরিস্থিতি অসমে। পরিস্থিতির কথা মাথায় রেখে এবং একজন ব্যক্তি হিসেবে জুবিনের যে শ্রদ্ধাপ্রাপ্য তাঁর জন্যই অসম ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। বিশ্বকাপের উদ্বোধনেই এই অনুষ্ঠান হবে। জুবিনকে শ্রদ্ধা জানানো হবে।’
বোর্ড সভাপতি দেবজিৎ সইকিয়া আরও যোগ করেন, ‘জুবিনের জন্য ৪০ মিনিটের এই অনুষ্ঠান হবে। কোনও সঙ্গীতশিল্পীকে এত বড় মাপের শ্রদ্ধা জানানো হয়নি এর আগে।’ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে আগেই জানানো হয়েছিল, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়া ঘোষাল গাইবেন। তবে তাঁর অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হচ্ছে। ম্যাচের ইনিংস বিরতিতে হবে শ্রেয়ার অনুষ্ঠান।
