Ranji Trophy: টিমকে বাসচাপা দিলেন… তামিলনাড়ু কোচের উপর রেগে অগ্নিশর্মা কার্তিক!

Ranji Trophy 2024, Dinesh Karthik: ম্যাচ হারের পর সুলক্ষণ বলেছেন, 'আমি সরাসরি কথা বলতে ভালোবাসি। বলা উচিত, আমরা সেমিফাইনালের প্রথম দিনই সকাল ৯টায় ম্যাচটা হেরে গিয়েছিলাম। কোচ হিসেবে, মুম্বইকর হিসেবে আমি জানতাম, এই পিচ কেমন হতে পারে। টসে জিতেছিলাম আমরা। আগে ফিল্ডিং করা উচিত ছিল। কিন্তু ক্যাপ্টেনের ভাবনা অন্য রকম ছিল। সাই কিশোর বস। আমি শুধু মাত্র আমার ভাবনা, ধারণা দিতে পারি।'

Ranji Trophy: টিমকে বাসচাপা দিলেন... তামিলনাড়ু কোচের উপর রেগে অগ্নিশর্মা কার্তিক!
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2024 | 1:40 PM

কলকাতা: এমনও হয়? হয় নিশ্চয়ই, না হলে রঞ্জি সেমিফাইনালে হারের পর কেন ক্যাপ্টেনকে কাঠগড়ায় দাঁড় করাবেন কোচ? তিন দিনে টিমের হারের জন্য দায়ী করবেন? ঘটনা হল, রঞ্জি সেমিফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে নেমেছিল তামিলনাড়ু। তিন দিনে ম্যাচ জিতে ফাইনালে উঠে পড়েছে অজিঙ্ক রাহানের টিম। আর তার পরই তামিলনাড়ু কোচ হারের যাবতীয় দায় চাপিয়ে দিয়েছেন ক্যাপ্টেনের উপর। এ নিয়ে যখন চরম বিতর্ক চলছে, তখন সাই কিশোরের পাশে দাঁড়ালেন দীনেশ কার্তিক। কোচ সুলক্ষণ কুলকার্নির কাণ্ড দেখে রেগে অগ্নিশর্মা কার্তিক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ম্যাচ হারের পর সুলক্ষণ বলেছেন, ‘আমি সরাসরি কথা বলতে ভালোবাসি। বলা উচিত, আমরা সেমিফাইনালের প্রথম দিনই সকাল ৯টায় ম্যাচটা হেরে গিয়েছিলাম। কোচ হিসেবে, মুম্বইকর হিসেবে আমি জানতাম, এই পিচ কেমন হতে পারে। টসে জিতেছিলাম আমরা। আগে ফিল্ডিং করা উচিত ছিল। কিন্তু ক্যাপ্টেনের ভাবনা অন্য রকম ছিল। সাই কিশোর বস। আমি শুধু মাত্র আমার ভাবনা, ধারণা দিতে পারি।’ সুলক্ষণের এই সমালোচনা গভীর প্রভাব তৈরি করেছে ভারতীয় ক্রিকেটে। ৭ বছর পর রঞ্জি ট্রফির সেমিফাইনালে টিম উঠেছে। ফাইনালে যেতে না পারার আক্ষেপ থাকতে পারে। কিন্তু হারের সব দায় ক্যাপ্টেনের উপর চাপিয়ে দিতে এর আগে কখনও দেখা যায়নি।

এতেই চটেছেন কার্তিক। সাই কিশোর একা খেলতে নামেননি। ক্রিকেটের মতো টিমগেমে কী করে তামিলনাড়ু কোচ সরাসরি দায়ী করতে পারেন ক্যাপ্টেনকে, তা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। কার্তিক বলেছেন, ‘এটা একেবারে মেনে নেওয়া যায় না। বিশেষ করে কোচের তরফে এমন অভিযোগ খুব হতাশাজনক। ৭ বছর পর টিমকে সেমিফাইনালে তুলেছে যে ক্যাপ্টেন, তার পাশে না থেকে, এই সাফল্যকে নতুন দিগন্ত হিসেবে না ধরে কোচ কিন্তু ক্যাপ্টেন আর টিমকে বাসের তলায় ফেলে দিয়েছেন।’