KL Rahul: ঘুমপাড়ানি ব্যাটিং, গুজরাটের বিরুদ্ধে অবাক হারের ব্যাখ্যা নেই রাহুলের কাছে
LSG vs GT, IPL 2023: লখনউয়ে এই অবাক হারের পিছনে আঙুল উঠছে দলের অধিনায়ক লোকেশ রাহুলের দিকে। দলের ক্যাপ্টেনের কাছে এই হারের কোনও ব্যাখ্যা আদৌ আছে?

লখনউ : হাতের মুঠোয় থাকা ম্যাচ বিপক্ষ টিম নাকের ডগা থেকে বের করে নিয়ে গিয়েছে (IPL 2023)। শেষ ওভারে ১২ রানের প্রয়োজন ছিল। উল্টে পরপর চার বলে চার উইকেট খুইয়ে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৭ রানে হেরেছে লখনউ সুপার জায়ান্টস (LSG vs GT)। শেষ ওভারের দ্বিতীয় বলে মোহিত শর্মাকে ফেরান রাহুলকে। তাঁর ৬১ বলে ৬৮ রানের ইনিংস শেষমেশ দলের কোনও কাজে লাগেনি। লখনউয়ে এই অবাক হারের পিছনে আঙুল উঠছে দলের অধিনায়ক লোকেশ রাহুলের দিকে। দলের ক্যাপ্টেনের কাছে এই হারের কোনও ব্যাখ্যা আদৌ আছে? একেবারেই নেই। ব্যাখ্যা দিতেই পারলেন না কেএল। উল্টে বলে দিলেন, “কীভাবে কী হল, আমি নিজেই বুঝে উঠতে পারলাম না।” বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
অথচ গুজরাটের বিরুদ্ধে স্বল্প লক্ষ্য পেয়েছিল লখনউ। ২০ ওভারে ৬ উইকেট খুইয়ে ১৩৫ রান তোলে গুজরাট। কাইল মেয়ার্সের সঙ্গে জুটি বেঁধে পাওয়ার প্লে ওভারে ৫৩ রান তুলে ফেলেন রাহুল। এরপর ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে জুটি বাঁধেন। জুটিতে ওঠে ৫১ রান। একটা সময় ৩০ বলে ৩৩ রানের প্রয়োজন ছিল। সেখান থেকেও ম্যাচ জিততে পারেনি লখনউ। কারণ রাহুলের মন্থর ব্যাটিং। দাঁড়িয়ে দাঁড়িয়ে বল নষ্ট করেছেন। শেষ ওভারে আউট হয়ে যান। লখনউ থমকে যায় ১২৮ রানে।
অবিশ্বাস্য হারের পর হতাশ রাহুল বলেন, “আমি জানি না কিভাবে এটা ঘটল। কিন্তু এটা ঘটেছে। কোথায় ভুল হয়েছে তা আমি আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারছি না। আমরা আজ ২ পয়েন্ট হারিয়েছি। এটাই ক্রিকেট। ভেবেছিলাম আমরা বল হাতে দুরন্ত। ১৩৫ রান মানে ওভার প্রতি ১০ রান। আমরা ভাল শুরু করেছিলাম। ওদের বোলিং অসামান্য ছিল। তারপরই কী যে ঘটে গেল!” এদিন টি-২০তে ৭০০০ রানের মাইলস্টোন ছুঁয়েছেন রাহুল। ভারতীয় ব্যাটারদের মধ্যে যা দ্রুততম। ১৯৭টি ইনিংস লেগেছে তাঁর। বিরাট কোহলি এই মাইলফলক ছুঁতে নিয়েছেন ২১২টি ইনিংস।





