Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravichandran Ashwin, Ashes: ক্রিকেটীয় স্পিরিটের দোহাই দেবেন না, অশ্বিনের ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ বার্তা

Ashes, ENG vs AUS, Lord's: শ্বিনের সময়ে বেশির ভাগই তাঁর খেলোয়াড়চিত মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অশ্বিনের অবশ্য পরিষ্কার অবস্থান ছিল, তিনি নিয়মের বাইরে কিছু করেননি।

Ravichandran Ashwin, Ashes: ক্রিকেটীয় স্পিরিটের দোহাই দেবেন না, অশ্বিনের 'লাউড অ্যান্ড ক্লিয়ার' বার্তা
Image Credit source: twitter
Follow Us:
| Updated on: Jul 03, 2023 | 2:23 AM

অ্যাসেজ সিরিজের দ্বিতীয় ম্যাচেও জিতেছে অস্ট্রেলিয়া। লর্ডস টেস্টের শেষ দিন জমজমাট পরিস্থিতি। সঙ্গী বিতর্কও। জনি বেয়ারস্টোর আউট নিয়ে নানা মুনির নানা মত। মাঠের ঝামেলা পৌঁছেছে লর্ডসের লং রুম পর্যন্তও। অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের কাছে ক্ষমা চেয়েছে এমসিসি। বেয়ারস্টোর আউট নিয়ে বেশির ভাগই স্পিরিট অব গেমের উদাহরণ টেনে অ্যালেক্স ক্যারি এবং অজি ক্রিকেট দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলছে। যা দেখে বেজায় ক্ষুব্ধ এক নম্বর টেস্ট বোলার রবিচন্দ্রন অশ্বিন। সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ বার্তা দিয়েছেন ভারতের এই তারকা অফস্পিনার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

লর্ডস টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৭১ রান। ম্যাচের চতুর্থ দিন মাত্র ৪৫ রানে ৪ উইকেট হারালেও দারুণ কামব্যাক করে ইংল্যান্ড। বেন ডাকেট এবং বেন স্টোকস জুটির সৌজন্যে ইংল্যান্ড শিবিরে জয়ের আশা ছিল। বেন ডাকেট ফেরায় কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড শিবির। তবে আরও একটা মহাকাব্যিক ইনিংস খেলেন বেন স্টোকস। যদিও দলকে জেতানোর জন্য তা যথেষ্ঠ ছিল না। ৫২তম ওভারে জনি বেয়ারস্টো আউট না হলে, হয়তো পরিস্থিতি অন্য হতেই পারত। শেষ অবধি ৪৩ রানে লর্ডস টেস্ট জিতে ২-০ এগিয়ে যায় অস্ট্রেলিয়া। কিন্তু বেয়ারস্টোর আউট নিয়ে ব্যাপক বিতর্ক।

ক্যামেরন গ্রিনের স্লো বাউন্সার ডাক করেন বেয়ারস্টো। বল ডেড হয়ে গিয়েছে ধরে নিয়ে ক্রিজের বাইরে বেরিয়েছিলেন বেয়ারস্টো। অ্যালেক্স ক্যারি ওয়ান বাউন্স বল ধরে উইকেটে মারেন। মাঠের আম্পায়ার সিদ্ধান্ত রেফার করেন তৃতীয় আম্পায়ারকে। তিনি রিপ্লে দেখে আউট দেন। যদিও বেয়ারস্টো কিংবা ইংল্যান্ড শিবির খুশি ছিল না। মাঠ ছাড়ার সময় অজি ক্রিকেটারদের প্রতারকও বলেন বেয়ারস্টো।

ঘটনার আঁচ পৌঁছয় লর্ডসের লং রুম পর্যন্ত। ড্রেসিংরুমে ঢোকার সময় অজি ক্রিকেটারদের বিদ্রুপ করেন ইংল্যান্ড সমর্থকরা। উসমান খোয়াজার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। এই ঘটনার জেরে অজি টিমের কাছে ক্ষমা চেয়েছে এমসিসি। বেয়ারস্টোর আউটকে যারা ক্রিকেটীয় স্পিরিটের বিরুদ্ধ বলছেন, তাদের তুলোধনা করতে ছাড়লেন না ভারতের তারকা অলরাউন্ডার অশ্বিন। তাঁর লাউড অ্যান্ড ক্লিয়ার বার্তা, ‘একটা বিষয় পরিষ্কার বুঝতে হবে। কিপার এতটা সতর্ক থাকত না, যদি না সে আগে থেকে ব্যাটারের সেই প্যাটার্ন বুঝে থাকে। কিপার কিংবা তার সতীর্থরা নিশ্চয়ই দেখেছে, ব্যাটার বারবার ক্রিজ ছেড়ে এতটা বেরিয়ে যাচ্ছে।’ এরপরই অ্যালেক্স ক্যারির বুদ্ধিমত্তার প্রশংসায় অশ্বিন বলেন, ‘আমাদের উচিত কিপারের বুদ্ধিমত্তার প্রশংসা করা। এটিকে স্পিরিট অফ ক্রিকেট, অখেলোয়াড়চিত মনোভাবের দোহাই না দেওয়াই শ্রেয়।’

নিয়মে থাকলেও এর আগে মানকাডিং নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অশ্বিন। পরবর্তীতে আইসিসি সেটাকে রান আউটের নিয়মে ফেলে। অশ্বিনের সময়ে বেশির ভাগই তাঁর খেলোয়াড়চিত মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অশ্বিনের অবশ্য পরিষ্কার অবস্থান ছিল, তিনি নিয়মের বাইরে কিছু করেননি। বেয়ারস্টোর আউট বিতর্কেও অ্যালেক্স ক্যারির পাশে দাঁড়িয়ে এই বার্তাই দিলেন।

'বাবা কি কার‌ও একার হয়', শ্রীরাম নিয়ে কল্যাণের বড় কথা
'বাবা কি কার‌ও একার হয়', শ্রীরাম নিয়ে কল্যাণের বড় কথা
'দরকার পড়লে আসল অস্ত্র তুলব', রণংদেহী মেজাজে অগ্নিমিত্রা পাল
'দরকার পড়লে আসল অস্ত্র তুলব', রণংদেহী মেজাজে অগ্নিমিত্রা পাল
ওয়াকফ সম্পত্তি কী, বোঝালেন রুদ্রনীল
ওয়াকফ সম্পত্তি কী, বোঝালেন রুদ্রনীল
ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন
'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন
কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু
কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু
'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!