CWCQ 2023, West Indies: পাঁচ বছর আগেই দেওয়াল লিখন পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি!

World Cup 2023 Qualifier: গত বিশ্বকাপেও কোনও রকমে যোগ্যতা অর্জন করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ বছর আগেই যেন দেশের ক্রিকেটের এই দেওয়াল লিখন পড়েছিলেন। একটি সাক্ষাৎকারে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বিশপ বলেন...

CWCQ 2023, West Indies: পাঁচ বছর আগেই দেওয়াল লিখন পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি!
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2023 | 12:09 AM

মুম্বই: একটা সময় পেস বোলার শব্দ শুনলেই, প্রথম যে দেশের কথা মনে পড়ত, নিঃসন্দেহে ওয়েস্ট ইন্ডিজ। ঠিক একই ভাবে, বিধ্বংসী ব্যাটিং বললেও। টি-টোয়েন্টি ক্রিকেটে রমরমা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের। পাওয়ার হিটিং তাঁদের চেয়ে ভালো কে পারেন! এখনও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ক্যারিবিয়ান ক্রিকেটারদের রমরমা। কিন্তু দেশের ক্রিকেট! ওয়ান ডে ফরম্যাটে দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন। টি-টোয়েন্টি ক্রিকেটেও দু-বার খেতাব জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। লজ্জার হলেও সত্যি, আসন্ন ওয়ান ডে বিশ্বকাপে নেই ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই হবে টুর্নামেন্ট। এর দেওয়াল লিখন যেন অনেক আগেই পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বিশপ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে যোগ্যতা অর্জন পর্বে নেমেছিল তারা। কোনওকমে গ্রুপ পর্বের বাধা টপকে সুপার সিক্সে ওঠে ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্সের অন্য দুই শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে ৪ পয়েন্ট করে নিয়ে এসেছিল। সুপার সিক্স পর্বে দুটি জয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের প্রবল সম্বাবনা রয়েছে জিম্বাবোয়ের। সুপার সিক্সের প্রথম ম্যাচ হেরেই দৌড় থেকে ছিটকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এর সতর্কবার্তা ছিল যেন অনেক আগেই।

গত বিশ্বকাপেও কোনও রকমে যোগ্যতা অর্জন করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ বছর আগেই যেন দেশের ক্রিকেটের এই দেওয়াল লিখন পড়েছিলেন। একটি সাক্ষাৎকারে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বিশপ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এখন হয়তো মনে হচ্ছে, হঠাৎ এমন হল। কিন্তু ওদের কাছে অনেক আগেই সুযোগ ছিল ভুল শুধরানোর।’

গত বিশ্বকাপ হয়েছিল ইংল্যান্ডে। যোগ্যতা অর্জন পর্বে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্কটল্যান্ডকে ডিএলএসে মাত্র ৫ রানে হারিয়ে ইংল্যান্ডের টিকিট নিশ্চিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটাই মনে করিয়ে দিলেন বিশপ। বলছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ২০১৮ সালে কোনওরকমে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল। সেটাই কিন্তু সতর্কবার্তা ছিল। এর মাঝে শুধরে নেওয়ার জন্য চার বছর ছিল। কিন্তু সেটা হয়নি। আরও ভালো পরিকাঠামো প্রয়োজন। কাদের নিয়ে শক্তিশালী দল গড়া যাবে, সেই সঠিক ক্রিকেটারদের বেছে নিতে হবে। যাদের বেছে নেওয়া হচ্ছে, পর্যাপ্ত সুযোগ দিতে হবে। সংক্ষিপ্ত সময়ে পরিবর্তনে কোনও লাভ হয় না। বিষয়টা কিন্তু কোনও রকেট সায়েন্স নয়।’