Women’s Ashes : থ্রিলার ম্যাচে অস্ট্রেলিয়া ‘বধ’, অ্যাসেজে আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

অ্যাসেজে দ্বিতীয় টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড। বাকি রয়েছে একটি টি-২০ এবং তিনটি ওডিআই ম্যাচ।

Women's Ashes : থ্রিলার ম্যাচে অস্ট্রেলিয়া 'বধ', অ্যাসেজে আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 3:41 PM

লন্ডন : পুরুষদের পাশাপাশি ইংল্যান্ডে চলছে মেয়েদের অল ফরম্যাট অ্যাসেজ সিরিজ (Women’s Ashes)। টেস্ট ম্যাচের হারের পর প্রথম টি-২০ ম্যাচেও হেরে বসেছিল ইংল্যান্ড। বুধবার ছিল সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। শেষ ওভারে অজি অলরাউন্ডার এলিস পেরি জোড়া ছক্কা হাঁকালেও ম্যাচ জিততে পারেনি অস্ট্রেলিয়া। কেনিংটন ওভালে হাই স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩ রানে হারিয়ে অ্যাসেজে প্রথম জয় পেয়েছে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট টিম। একইসঙ্গে অ্যাসেজে লড়াইয়ে টিকে রইল ইংল্যান্ড (England vs Australia)। ইংলিশ ওপেনার ড্যানিয়েল ওয়েট এদিন ৪৬ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন। লোয়ার অর্ডারে অজি অলরাউন্ডার এলিস পেরি অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন। TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।

টস জিতেছিলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যালিসা হিলি। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হিলি। সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার পক্ষে যায়নি। ড্যানিয়েল ওয়েট ও সোফিয়া ডাঙ্কলে ইংল্যান্ডকে ভালো সূচনা দেন। ওপেনিং জুটিতে ওঠে ৫৪ রান। ম্যাচের সপ্তম ওভারে অস্ট্রেলিয়াকে ব্রে থ্রু দেন ডার্সি ব্রাউন। তাহলিয়া ম্যাকগ্রার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডাঙ্কলে। ১৯ বলে ২৩ রান করেন ডাঙ্কলে। ওয়েট এবং ন্যাট সিবার ব্রান্ট দলের স্কোর এগিয়ে নিয়ে যান। ৩৬ বলে হাফ সেঞ্চুরির পর ৭৬ রান করে ফেরেন ওয়েট। ইংল্যান্ড তোলে ৯ উইকেট হারিয়ে ১৮৬ রান।

রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়েছিল। বেথ মুনি ও অ্যালিসা হিলি আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। পাওয়ার প্লে ওভারে অস্ট্রেলিয়ার বোর্ডে ওঠে ৫৮ রান। সপ্তম ওভারে ভাঙে ওপেনিং জুটি। হিলি ফেরার পরপরই ফেরেন ম্যাকগ্রা। শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২০ রান। পরপর দুটি ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূরণ করলেও ম্যাচটি ৩ রানে হেরে যায় অজিরা।

অ্যাসেজ সিরিজ এখন অস্ট্রেলিয়ার পক্ষে। বাকি রয়েছে একটি টি-২০ এবং তিনটি ওডিআই ম্যাচ। ৮ জুলাই তৃতীয় টি-২০ ম্যাচ খেলা হবে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।