Asia Cup Commentary : এশিয়া কাপের কমেন্ট্রি প্যানেলে দেশের একঝাঁক প্রাক্তনী, কারা রয়েছেন?
২০২৩ এশিয়া কাপ শুরু হবে ৩০ অগস্ট থেকে। ফাইনাল ম্যাচ ১৭ সেপ্টেম্বর। এই এশীয় টুর্নামেন্টে কারা কারা ধারাভাষ্য দেবেন সেই তালিকাও সামনে এসেছে।
কলকাতা : এশিয়া কাপ (Asia Cup 2023) শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে এই টুর্নামেন্টকে। ৬ দলের এই টুর্নামেন্টের জন্য ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হাইব্রিড মডেলে চারটি ম্যাচ পাকিস্তানে এবং বাকি ৯টি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। ভারত-পাকিস্তানের ম্যাচটি রয়েছে ২ সেপ্টেম্বর। একই সঙ্গে টুর্নামেন্ট শুরুর আগেই ঘোষণা করা হয়েছে ক্রিকেট বিশ্বের বেশ কিছু বড় নাম, যাঁরা নিজেদের কণ্ঠে এশিয়া কাপকে আরও স্পেশাল করে তুলতে চলেছেন। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে এশিয়া কাপের ধারাভাষ্যকারদের। এ বারের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের একঝাঁক প্রাক্তন ক্রিকেটারদের ধারাভাষ্য দিতে দেখা যাবে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
দেশের একঝাঁক প্রাক্তন ক্রিকেটারকে এশিয়া কাপের কমেন্ট্রি প্যানেলে দেখা যাবে। ২০২৩ এশিয়া কাপে রবি শাস্ত্রী, সঞ্জয় মঞ্জরেকর, ইরফান পাঠান এবং দীপ দাশগুপ্তকে ধারাভাষ্য দিতে দেখা যাবে। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরও থাকছেন। এছাড়া পাকিস্তান থেকে ধারাভাষ্য দিতে দেখা যাবে ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, রমিজ রাজা ও ওয়াজিদ খানকে। রয়েছেন বাংলাদেশের প্রাক্তনীও। বাংলাদেশের আতহার আলি এবং শ্রীলঙ্কার রাসেল আর্নল্ডকে কমেন্ট্রি বক্সে দেখা যাবে। একই সঙ্গে নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার স্কট স্টাইরিসও এই কমেন্ট্র বক্সে থাকবেন। দেশ বিদেশের এই প্রাক্তন কিংবদন্তিদের বিশ্লেষণ টুর্নামেন্টকে আরও উপভোগ্য করে তুলবে।
এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ অগস্ট থেকে। পাকিস্তান মূল আয়োজক হলেও যৌথভাবে শ্রীলঙ্কাও এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। সবটাই বিসিসিআইয়ের আপত্তির কারণে। ভারতীয় দল পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে রাজি হয়নি। বিস্তর টানাপোড়েনের পর হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে এ বারের এশিয়া কাপ।