Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, Zaheer Khan ভিডিয়ো: বছর কুড়ি পর…, জাহির খানকে প্রোপোজ মহিলা ফ্যানের!

IPL 2025, LSG: লখনউতে টিমের সঙ্গে যোগ দিয়েছেন মেন্টর জাহির খানও। তাঁকে আবারও প্রোপোজ মহিলা সমর্থকের। ঠিক যেন ২০ বছর আগের মুহূর্ত ফিরল। আগের বার টিভি স্ক্রিনে দেখা গিয়েছিল সেই মুহূর্ত। এ বার প্ল্যাকার্ড হাতে হাজির এক মহিলা ফ্যান।

IPL 2025, Zaheer Khan ভিডিয়ো: বছর কুড়ি পর..., জাহির খানকে প্রোপোজ মহিলা ফ্যানের!
Image Credit source: ScreenGrab
Follow Us:
| Updated on: Mar 15, 2025 | 9:13 PM

সময় পেরিয়েছে। জাহির খানের প্রতি ভালোবাসা নয়। ভারতীয় ক্রিকেটে সুপার স্টার জাহির খান। সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিমের অন্যতম ভরসা ছিলেন জাহির। ভারতের প্রাক্তন বাঁ হাতি পেসার এখন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি দলই। লখনউতে টিমের সঙ্গে যোগ দিয়েছেন মেন্টর জাহির খানও। তাঁকে আবারও প্রোপোজ মহিলা সমর্থকের। ঠিক যেন ২০ বছর আগের মুহূর্ত ফিরল। আগের বার টিভি স্ক্রিনে দেখা গিয়েছিল সেই মুহূর্ত। এ বার প্ল্যাকার্ড হাতে হাজির এক মহিলা ফ্যান। যেখানে লেখা ‘জাহির, আই লাভ ইউ’।

প্রথম ঘটনাটি ২০০৫ সালের। বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলছিল ভারতীয় দল। জায়ান্ট স্ক্রিনে দেখা যায়, এক মহিলা ফ্যানের হাতে প্ল্যাকার্ড, ‘জাহির, আই লাভ ইউ’। ভারতের ড্রেসিংরুমের মুহূ্র্তও ক্যামেরায় ধরা পড়ে। সতীর্থদের সঙ্গে বিষয়টি দেখছিলেন জাহির। ক্যামেরা দেখে জাহিরকে ফ্লাইং কিসও দিয়েছিলেন সেই সমর্থক। সতীর্থদের দাবি মেনে জাহিরও পাল্টা ফ্লাইং কিস দেন। ভারতীয় ক্রিকেটের আইকনিক মুহূর্ত হয়ে রয়েছে। এ বার সামনাসামনি আর এক সমর্থক!

লখনউ সুপার জায়ান্টসের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। দ্রুতই সেটি ভাইরাল। জাহির টিম হোটেলে ঢুকতেই তাঁকে স্বাগত জানানো হয়। সেখানে বেশ কয়েকজন সমর্থকও ছিলেন। এর মধ্যে মহিলা ফ্যানও। একজনের হাতে প্ল্যাকার্ড। যেখানে লেখাও এক। ঠিক ২০ বছর আগের সেই ফ্যানের মতোই প্ল্যাকার্ড দিয়ে মুখ ঢাকেন। সেই দুটি মুহূর্ত একসঙ্গে করেও ভিডিয়োতে রেখেছে লখনউ। জাহিরের রিয়্যাকশনও ধরা হয়। জাহির এই ঘটনায় অবাক। এভাবে এই মুহূর্ত ফিরবে, সেটা যেন কল্পনাতেও আসেনি জাহিরের।