Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC ODI World Cup 2023: ‘ম্যাচের মধ্যেই একে অপরের দিকে আঙুল তোলে আফগানরা’, বিস্ফোরক দাবি গ্লেন ম্যাক্সওয়েলর

Glenn Maxwell: আফগানদের বিরুদ্ধে ১২৮ বলে ২০১ রান করে অপরাজিত থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। অজিদের এই জয়ের নেপথ্য নায়ক আর কেউ নন তিনি ছাড়া। ক্রিজে টিকে থেকে একাই দলকে জয় এনে দিয়েছিলেন ম্যাক্সি। রান তাড়া করতে নেমে যখন ব্যর্থ অস্ট্রেলিয়ার টপ অর্ডার তখন আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো মাঠে হাজির হন ম্যাক্সি। এ বার সেই ম্যাচের কথা বলতে গিয়ে জানালেন, আফগানরা নাকি মাঠের মধ্যেই একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করে।

ICC ODI World Cup 2023: 'ম্যাচের মধ্যেই একে অপরের দিকে আঙুল তোলে আফগানরা', বিস্ফোরক দাবি গ্লেন ম্যাক্সওয়েলর
গ্লেন ম্য়াক্সওয়েল
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 10:51 AM

নয়াদিল্লি: বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়েছে আফগানিস্তানের। এ বার দেশে ফেরার পালা। আশা ছিল শেষ ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে হয়তো আত্মবিশ্বাসের সঙ্গে এ বারের বিশ্বকাপ শেষ করবে আফগানরা। তবে শেষ রক্ষা হয়নি। দক্ষিণ আফ্রিকার কাছে হেরেই বিশ্বকাপ সফর শেষ হয়েছে আফগানিস্তানের। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছেও হার। ওই ম্যাচেই বিধ্বংসী ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। এ বার প্রতিপক্ষ আফগানদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ম্যাক্সির। চাপে পড়তেই নাকি একে অপরকে দোষারোপ করতে শুরু করেন আফগান ক্রিকেটাররা। এই প্রসঙ্গে আর কী বললেন ম্যাক্সওয়েল? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আফগানদের বিরুদ্ধে ১২৮ বলে ২০১ রান করে অপরাজিত থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। অজিদের এই জয়ের নেপথ্য নায়ক আর কেউ নন তিনি ছাড়া। ক্রিজে টিকে থেকে একাই দলকে জয় এনে দিয়েছিলেন ম্যাক্সি। রান তাড়া করতে নেমে যখন ব্যর্থ অস্ট্রেলিয়ার টপ অর্ডার তখন আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো মাঠে হাজির হন ম্যাক্সি। এ বার সেই ম্যাচের কথা বলতে গিয়ে জানালেন, আফগানরা নাকি মাঠের মধ্যেই একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করে। অজিদের প্রথম ১৫-২০ ওভারে পর-পর উইকেট পড়তে শুরু করে। এরপর থেকে আফগানদের ছন্দপতন হয়। ঝামেলার সূত্রপাত সেখানেই। ক্রমে আত্মবিশ্বাস হারাতে শুরু করে আফগানিস্তান। অস্ট্রেলিয়ার ‘ক্লাব প্রেইরি ফায়ার’-এর পডকাস্টে ম্য়াক্সি দাবি করেছেন উইকেটের জন্য মরিয়া হয়ে উঠছিলেন আফগানরা। ম্যাক্সওয়েল বলেন, “উইকেটের জন্য মরিয়া হয়ে উঠেছিল আফগানরা। মাঠের মধ্যে কার্যত দৌড়াদৌড়ি শুরু করে দেয় ওরা। ভেবেছিলাম আবেগে ভেসে গিয়ে কয়েকটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে। কয়েকটা ডিআরএস নষ্ট করবে। আমি এই আবেগ-অনুভূতিগুলোরই সুবিধা নিতে শুরু করেছিলাম।”

এখানেই শেষ নয়, ম্যাক্সি আরও জানান,ক্যাচ মিস করতেই একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করে আফগানরা। ম্যাচ যত হাতছাড়া হতে শুরু করে মেজাজ হারাতে শুরু করে আফগানিস্তান। এমনকি হাত তুলে অসন্তোষ প্রকাশ করতেও দেখা দিয়েছে আফগানদের। ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে অজিরা। আজ, শনিবার পুনেতে বাংলাদেশের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। তবে চোটের কারণে আজকের ম্য়াচে বিশ্রাম দেওয়া হয়েছে ম্যাক্সওয়েলকে।