IPL 2024, RCB: IPLএর আগে স্বস্তিতে RCB, বিরাট পেলেন নতুন ওপেনার!
আইপিএলের (IPL) প্রত্যেক মরসুমে আরসিবির (RCB) ভক্তরা আশা করেন, এ বার তাঁদের প্রিয় ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন হবে। দেখতে দেখতে আইপিএলের ১৬টা মরসুম পেরিয়ে গিয়েছে। কিন্তু কখনও খেতাব জয়ের স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলির আরসিবি এ বারের আইপিএলে সেই অধরা মাধুরী লাভের স্বপ্ন নিয়ে নামবে। আর আইপিএলের আগে আপাতত আরসিবি শিবিরে বেশ স্বস্তি।
কলকাতা: আইপিএলের (IPL) প্রত্যেক মরসুমে আরসিবির (RCB) ভক্তরা আশা করেন, এ বার তাঁদের প্রিয় ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন হবে। দেখতে দেখতে আইপিএলের ১৬টা মরসুম পেরিয়ে গিয়েছে। কিন্তু কখনও খেতাব জয়ের স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলির আরসিবি এ বারের আইপিএলে সেই অধরা মাধুরী লাভের স্বপ্ন নিয়ে নামবে। আর আইপিএলের আগে আপাতত আরসিবি শিবিরে বেশ স্বস্তি। কারণ বিরাট কোহলি পেলেন দুরন্ত ওপেনিং সঙ্গী। আরসিবির হয়ে বিরাট কোহলি ও ক্যাপ্টেন ফাফ ডু’প্লেসি ওপেন করেন। আগামী আইপিএলে কোহলির সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে ইংল্যান্ডের তরুণ ওপেনারকে। কারণ, বর্তমানে দক্ষিণ আফ্রিকার মাটিতে চলতি SA20 লিগে দুরন্ত ছন্দে রয়েছেন উইল জ্যাকস (Will Jacks)। তিনি প্রোটিয়াদের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন।
প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে SA20 লিগে খেলেন ইংল্যান্ডের ২৫ বছরের ব্যাটার উইল জ্যাকস। ডারবান সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনি ৪২ বলে ১০১ রান করেছেন। তাঁর ব্যাটে এই দ্রুততম শতরানের পথে এসেছে ৮টি চার এবং ৯টি ছয়। বল হাতেও ডারবানের বিরুদ্ধে জোড়া উইকেট তুলে নিয়েছেন উইল জ্যাকস। এই ম্যাচে ৯ উইকেট হারিয়ে ২০৪ রান তুলেছিল উইল জ্যাকসের প্রিটোরিয়া ক্যাপিটালস। রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৮৭ রানে থেমে যায় ডারবান। ফলে ১৭ রানে শেষ অবধি প্রিটোরিয়া ক্য়াপিটালস জিতে নেয় ওই ম্যাচ।
২০২৩ সালের আইপিএলের নিলামে ৩.২ কোটি টাকায় ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসকে কিনেছিল আরসিবি। কিন্তু চোটের কারণে তাঁর খেলা হয়নি। উইলের বদলে কিউয়ি অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে আইপিএল টিমে নেয় আরসিবি। এ বারের আইপিএলের নিলামের আগে বিরাটের আরসিবি উইল জ্যাকসকে রিটেইন করে রেখেছিল। ফলে চব্বিশের আইপিএলে তাঁকে আরসিবি জার্সিতে খেলতে দেখা যাবে। এমনটাও হতে পারে তাঁকে ওপেনিংয়ে বিরাটের সঙ্গে দেখা যেতে পারে।