ICC ODI World Cup 2023: এই বিশ্বকাপেই ছাপিয়ে যাবে বিরাট… কে করলেন এমন ভবিষ্যদ্বাণী?
Sachin Tendulkar On Virat Kohli: ক্রিকেট কেরিয়ারে ৭৯তম সেঞ্চুরি করতে বিরাটের লাগল ১১৯ বল। কঠিন পিচ। স্পিনারদের বাইশ গজ দখলের মধ্যেও বিরাট উজ্জ্বল। অপ্রতিরোধ্য। দায়বদ্ধতা আর স্বপ্নকে মেলানোর নতুন উদাহরণ যেন। ১৪ বছর পর ইডেনে আবার ওয়ান ডে সেঞ্চুরি এল বিরাটের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সেঞ্চুরি বিরাটকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে দিয়ে গেল। তাঁর প্রজন্মের ক্রিকেটাররা বলতেই শুরু করেছেন, সর্বকালের সেরা ক্রিকেটার বিরাটই। তাতে নিজেই যেন সিলমোহর দিয়ে গেলেন।
কলকাতা: কীর্তির মধ্যে দিয়েই স্মরণীয় থেকে যান কেউ কেউ। যেমন ডন ব্র্যাডম্যান রয়েছেন। যাঁরা টেস্ট গড় আজও অক্ষত। হয়তো চিরকাল থেকে যাবে। যেমন স্কালক্যাপ পরে একের পর এক সেঞ্চুরির জন্য সুনীল গাভাসকর লিটলমাস্টার হয়ে গিয়েছিলেন। সেঞ্চুরির সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) হয়ে গিয়েছেন মাস্টার ব্লাস্টার। বিরাট কোহলিকে (Virat Kohli) কী বলে ডাকা হবে এর পর? মাইকেল ভন তো তাঁকে ক্রিকেটের মেসি বলেই দিয়েছেন। তবে এই বিরাটের নামের সঙ্গে কিং কোহলিই মানায়। কেন তিনি রাজা, ইডেনে ৩৫তম জন্মদিনে প্রমাণ করে দিলেন। মুম্বইয়ে সচিনের খাসতালুকে সেঞ্চুরি করতে পারতেন। ৮৮ করে ফিরেছিলেন। এ বার আর সেই ভুল করলেন না। জন্মদিনে ইডেনকে ভরিয়ে দিলেন। এ ভাবেও নিজের জন্মদিন পালন করা যায়, বিরাট উদাহরণ থেকে গেলেন। ওয়ান ডে ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরির আসনে বিরাটকে দেখে কী বললেন সচিন তেন্ডুলকর? TV9Bangla Sportsএ বিস্তারিত।
ক্রিকেট কেরিয়ারে ৭৯তম সেঞ্চুরি করতে বিরাটের লাগল ১১৯ বল। কঠিন পিচ। স্পিনারদের বাইশ গজ দখলের মধ্যেও বিরাট উজ্জ্বল। অপ্রতিরোধ্য। দায়বদ্ধতা আর স্বপ্নকে মেলানোর নতুন উদাহরণ যেন। ১৪ বছর পর ইডেনে আবার ওয়ান ডে সেঞ্চুরি এল বিরাটের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সেঞ্চুরি বিরাটকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে দিয়ে গেল। তাঁর প্রজন্মের ক্রিকেটাররা বলতেই শুরু করেছেন, সর্বকালের সেরা ক্রিকেটার বিরাটই। তাতে নিজেই যেন সিলমোহর দিয়ে গেলেন।
বিরাট যে কোনও দিন ৪৯তম সেঞ্চুরি করবেন, জানতেন সচিন। যে কোনও দিন তাঁকে ছাপিয়ে যাবেন, তাও জানেন। সচিন টুইটারে লিখেছেন, ‘দারুণ খেলেছ বিরাট। ৪৯ থেকে ৫০এ যেতে আমার ৩৬৫ দিন সময় লেগেছে। আমার বিশ্বাস তুই ৪৯ থেকে ৫০এ যেতে, আমার রেকর্ড ভাঙতে সময় নেবে না। কয়েক দিনের মধ্যেই সেটা করে ফেলবে।’ সচিনের কথাতেই পরিষ্কার, এই বিশ্বকাপেই সচিনের রেকর্ড ভেঙে ফেললেন।