IND vs PAK: বিরাটের কাছে জার্সি চেয়ে দেশে চরম বিতর্কে বাবর!

Babar Azam-Virat Kohli: এমনিতে এ বারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ছিল ব্যাপক উন্মাদনা। আমেদাবাদে ওই ম্যাচের জন্য কিছু পাকিস্তানি রিপোর্টারকে ভিসা দেওয়া হলেও সমর্থকদের দেওয়া হয়নি। যা নিয়ে চাপানউতোর কম নেই। তার মধ্যেই পাকিস্তানের লজ্জার হার এবং ওই মঞ্চে দাঁড়িয়ে বিরাটের কাছে বাবরের জার্সি চাওয়া--- পর পর জুড়ে গিয়েছে সব ঘটনা।

IND vs PAK: বিরাটের কাছে জার্সি চেয়ে দেশে চরম বিতর্কে বাবর!
বিরাটের কাছে জার্সি চেয়ে দেশে চরম বিতর্কে বাবর!Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2023 | 4:52 PM

আমেদাবাদ: যদি জানতেন, সামান্য একটা ইচ্ছের খেসারত এ ভাবে দিতে হবে তাঁকে! বিরাট কোহলির (Virat Kohli) কাছে তাঁর জার্সি উপহার চেয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক। বিরাট সঙ্গে সঙ্গে পূরণ করেছেন বাবর আজমের (Babar Azam) ইচ্ছে। সঙ্গে সইও করে দিয়েছেন। আমেদাবাদে ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচের পর মাঠেই সেই জার্সি বাবরের হাতে তুলে দিয়েছেন। এতে খুব একটা দোষের কিছু নেই। কিন্তু গ্রিন আর্মির ক্যাপ্টেন বোধহয় ভুলে গিয়েছিলেন, ম্যাচটা পাকিস্তান হেরেছে লজ্জাজনক ভাবে। দেশে মুণ্ডুপাত শুরু হয়ে গিয়েছে তাঁদের। ব্যাটিং, বোলিং কোনও বিভাগেই দাঁড়াতে পারেনি পাকিস্তান। কার্যত একতরফা জিতেছে ভারত। ওয়ান ডে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কোনও দিন জিততে পারেনি পাকিস্তান। সেই রেকর্ডও এখন বেড়ে গিয়ে ০-৮ হয়ে গিয়েছে। এমন লজ্জার দিনে বাবর কিনা প্রকাশ্যেই জার্সি নিলেন বিরাটের হাত থেকে! TV9Bangla Sports এ বিস্তারিত।

একে ম্যাচ হেরেছে পাকিস্তান, তার জল যে অনেক দূর গড়াবে, তা কি বুঝতে পারেননি বাবর? অনেকেই তুলছেন এই প্রশ্ন। পাকিস্তানের সেরা ক্রিকেটার বাবরই। সব ধরনের ক্রিকেটে দারুণ সফল। নেতা হিসেবেও দেশকে যথেষ্ট সাফল্য দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই ভারতকে প্রথমবার হারিয়েছিল পাকিস্তান। কিন্তু অতীত যে কেউই মাথায় রাখে না, বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচে, তা কেন ভুললেন বাবর, অনেকেই জানতে চাইছেন। ফুটবল মাঠে দুই ক্যাপ্টেনের জার্সি বিনিময় সৌহার্দ হিসেবে দেখা হয়। ক্রিকেট মাঠেও অনেক সময় দুই ক্যাপ্টেন জার্সি বদল করেন। তবে মাঠে এই জার্সি বদল নিয়মের আওতায় পড়ে না, বাধ্যতামূলকও নয়। ক্রিকেট মাঠে অনেক সময়ই দেখা যায়, পছন্দের তারকার জার্সি অন্য কোনও এক তারকা স্মারক হিসেবে রেখে দেন। বাবর স্মারক হিসেবেই যদি বিরাটের জার্সি চেয়ে থাকেন, কেন প্রকাশ্যে নিলেন। ড্রেসিংরুমে গিয়েও নিতে পারতেন। কিংবা অন্য সময়ও পারতেন ওই জার্সি নিতে।

এমনিতে এ বারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ছিল ব্যাপক উন্মাদনা। আমেদাবাদে ওই ম্যাচের জন্য কিছু পাকিস্তানি রিপোর্টারকে ভিসা দেওয়া হলেও সমর্থকদের দেওয়া হয়নি। যা নিয়ে চাপানউতোর কম নেই। তার মধ্যেই পাকিস্তানের লজ্জার হার এবং ওই মঞ্চে দাঁড়িয়ে বিরাটের কাছে বাবরের জার্সি চাওয়া— পর পর জুড়ে গিয়েছে সব ঘটনা। ম্যাচ জেতার পর ভারতীয় ক্রিকেটাররা যখন উৎসবে ব্যস্ত, তখনই বিরাটের কাছে গিয়েছিলেন বাবর। বাকি গল্প প্রায় দাবানলের ছড়িয়েছে ওয়াঘার ওপারে।

পাকিস্তানের প্রাক্তন পেসার সিকান্দর বখত বলেছেন, ‘বিরাটের জার্সি চাওয়ার মধ্যে কোনও দোষ নেই বাবরের। সমস্যাটা অন্যত্র। বিরাটের জার্সি নেওয়ার জন্য ও যে সময়টা বেছেছে, সেটা ঠিক ছিল না। ভারতের কাছে খারাপ ভাবে বিশ্বকাপের ম্যাচটা হেরেছে পাকিস্তান। ওই সময় মাঠে দাঁড়িয়ে বিরাটের সই করা জার্সি নিয়ে বিতর্ক তৈরি তো হবেই। বাবর কিন্তু ভারতীয় টিমের ড্রেসিংরুমে গিয়ে জার্সিটা নিলে ভালো করত।’