Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC ODI World Cup 2023: ‘দেশের ছেলেমেয়েরা ফের ক্রিকেটে ফিরবে’, ইংল্যান্ডকে উড়িয়ে বলছেন আফগান কোচ

Jonathan Trott: রবিবার বিশ্বকাপের প্রথম অঘটনের সাক্ষী ছিল ক্রিকেট দুনিয়া। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের মুখোমুখি হয় আফগানিস্তান। ৬৯ রানের ব্যবধানে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্য়ান্ডকে হারিয়ে দেন রশিদ খানরা। এই ঐতিহাসিক জয়ের পর খানিকটা হলেও স্বস্তিতে আফগান শিবির। ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয়ের পর আবেগে ভাসছেন দলের কোচ জোনাথন।

ICC ODI World Cup 2023: 'দেশের ছেলেমেয়েরা ফের ক্রিকেটে ফিরবে', ইংল্যান্ডকে উড়িয়ে বলছেন আফগান কোচ
আফগান কোচ জোনাথন ট্রট
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2023 | 4:54 PM

নয়াদিল্লি:বিপর্যয়ের কবলে আফগানিস্তান। এক বার নয়, ৪৮ ঘণ্টায় জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার। তছনছ হয়ে গিয়েছে বহু ঘরবাড়ি। গৃহহারা অসংখ্য মানুষ। বিপর্যয়কে সঙ্গী করেই বিশ্বকাপে অংশ নিচ্ছে আফগানিস্তান। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইংল্যান্ডকে হারিয়ে একটু হলেও হাসি ফুটেছে আফগানদের মুখে। গত ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডেকে হারিয়ে আবেগে ভাসছেন আফগান কোচ জোনাথন ট্রট। ঐতিহাসিক জয়ের পর কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।

রবিবার বিশ্বকাপের প্রথম অঘটনের সাক্ষী ছিল ক্রিকেট দুনিয়া। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের মুখোমুখি হয় আফগানিস্তান। ৬৯ রানের ব্যবধানে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্য়ান্ডকে হারিয়ে দেন রশিদ খানরা। এই ঐতিহাসিক জয়ের পর খানিকটা হলেও স্বস্তিতে আফগান শিবির। ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয়ের পর আবেগে ভাসছেন দলের কোচ জোনাথন। তাঁর কথায়, “দলের এই জয় আফগানিস্তানের ছেলেমেয়েদের ক্রিকেটে ফেরার জন্য নতুন করে অনুপ্রাণিত করবে। দেশের মানুষ একটু হলেও খুশি হয়েছে। আফগান ছেলেমেয়েরা হয়তো আবার ব্যাট, বল হাতে তুলে নেবে।” আফগান কোচের সংযোজন, “দল জানে, এই জয় কতটা গুরুত্বপূর্ণ। ক্রিকেটাররা জানে, দেশের মানুষ কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় দাঁড়িয়ে এই জয় সত্যিই স্বস্তির।”

দলের তারকা প্লেয়ার রশিদ খানের গলায় আগেই শোনা গিয়েছিল আবেগের সুর। ইংল্যান্ডকে হারানোর পর তিনি বলেন, “একটু হলেও হয়তো হাসি ফুটবে দেশের মানুষদের মুখে। আমাদের কাছে বিশাল জয় এটা। এই ধরনের পারফরম্যান্স আমাদের আগামী ম্যাচগুলোতেও বিশ্বাস জোগাবে।” দেশের এই বিপর্যয়ে প্রিয়জন থেকে বহু দূরে তাঁরা। মন পড়ে আছে সেই দেশেই। ভূমিকম্পের খবর প্রকাশ্যে আসতেই সাহায্য়ের হাত বাড়িয়ে দেন রশিদ খান। বিশ্বকাপের সমস্ত ম্যাচ-ফি ক্ষতিগ্রস্তদের জন্য দান করার কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি। সেই সঙ্গেই আরও মানুষকে এগিয়ে আসার অনুরোধও জানান ।