ICC World Cup: ভারতকে হারাবে নেদারল্যান্ডস!!! ভারতীয় বংশোদ্ভূত ডাচ প্লেয়ার যা বলছেন…

ICC world cup 2023, India vs Netherlands: তেইশের বিশ্বকাপে চমক নেদারল্যান্ডস। দীর্ঘ এক যুগ পর ওয়ান ডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। ২০১১ সালে ভারতেই শেষ বার খেলেছিল। সে বার অবশ্য একটিও ম্যাচ জিততে পারেনি ডাচরা। তেইশের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন নেদারল্যান্ডসের। ইডেন গার্ডেন্সে তারা হারিয়েছিল বাংলাদেশকে। প্রথম আট ম্যাচে নেদারল্যান্ডসের সাফল্য এটুকুই। তাদের নিরিখে অনেকটাই বেশি। তাই বলে অপ্রতিরোধ্য ভারতকে হারানো সম্ভব?

ICC World Cup: ভারতকে হারাবে নেদারল্যান্ডস!!! ভারতীয় বংশোদ্ভূত ডাচ প্লেয়ার যা বলছেন...
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Nov 09, 2023 | 8:30 AM

তেইশের বিশ্বকাপে সবচেয়ে ধারাবাহিক দল ভারত। আটটি ম্যাচ খেলে সবকটিতেই জয়। পুরো টুর্নামেন্টের পারফরম্যান্স বিচার করলে হাতে গোনা কয়েক ওভারের জন্য চাপে দেখিয়েছে টিম ইন্ডিয়াকে। চাপ থেকে বেরোতেও কোনও সমস্যা হয়নি। ভারতীয় ব্যাটিং বিশ্বকাপে সবচেয়ে ধারাবাহিক। ইংল্যান্ড ম্যাচে ব্যাটাররা সাময়িক চাপে পড়েছিল। বোর্ডে বিশাল রানও ওঠেনি। বিধ্বংসী বোলিংয়ে সহজেই সেই ম্যাচ জিতেছে ভারত। লিগ পর্বে ভারতের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তার আগে ভারতকে কি চ্যালেঞ্জ করলেন নেদারল্যান্ডসের অলরাউন্ডার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

তেইশের বিশ্বকাপে চমক নেদারল্যান্ডস। দীর্ঘ এক যুগ পর ওয়ান ডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। ২০১১ সালে ভারতেই শেষ বার খেলেছিল। সে বার অবশ্য একটিও ম্যাচ জিততে পারেনি ডাচরা। তেইশের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন নেদারল্যান্ডসের। ইডেন গার্ডেন্সে তারা হারিয়েছিল বাংলাদেশকে। প্রথম আট ম্যাচে নেদারল্যান্ডসের সাফল্য এটুকুই। তাদের নিরিখে অনেকটাই বেশি। তাই বলে অপ্রতিরোধ্য ভারতকে হারানো সম্ভব?

ক্রিকেটে অঘটন হয়, নানা মজার ঘটনাও! আফগানিস্তানের বিরুদ্ধে ৯১ রানে ৭ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। ৯৯ শতাংশ ক্রিকেট প্রেমীই ধরে নিয়েছিলেন আফগানিস্তানই জিতবে। এমনকি আগাম সেলিব্রেশনও শুরু হয়ে যায় আফগান ড্রেসিংরুমে। গ্লেন ম্যাক্সওয়েল অতিমানবীয় একটা দ্বি-শতরানের ইনিংসে সব হিসেব পাল্টে দেন। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল নেদারল্যান্ডস। টানা হারতে থাকা ইংল্যান্ডকে সাময়িক চাপে ফেললেও ১৬০ রানের বিশাল ব্যবধানে হেরেছে ডাচরা। ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচ প্রসঙ্গে ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার কিন্তু বিশ্বাস করছেন, বিধ্বংসী ফর্মে থাকা ভারতকে হারানো সম্ভব।

নেদারল্যান্ডসের অলরাউন্ডার তেজা নিদামানুরু। হায়দরাবাদের নিকটবর্তী শহর বিজয়ওয়াড়ায় জন্ম। ভারতীয় বংশদ্ভূত তেজা খেলেন নেদারল্যান্ডসের হয়ে। বিশ্বকাপেও খেলছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দলের ভরাডুবিতেও অপরাজিত ৪১ রান করেছেন। ভারতের বিরুদ্ধে রবিবারের ম্যাচ প্রসঙ্গে বলছেন, ‘পয়েন্ট টেবলের শীর্ষে। তর্কাতীত ভাবেই বিশ্বকাপের সেরা দল ভারতই।’

এরপরই সাংবাদিকদের পাল্টা প্রশ্ন এবং বিস্তারিত বলেন, ‘তবে খেলাটা ক্রিকেট, তাই না? সুতরাং, ভারতকে হারানো সম্ভব। নিজেদের দক্ষতা অনুযায়ী খেলব। আমাদের দলে অনেকেই রয়েছে যারা স্পিনের বিরুদ্ধে ভালো খেলে। প্রতিপক্ষর উইকেট নেওয়ার মতো বোলারও রয়েছে। ভারতের মতো দলকে হারানোর জন্য ভাগ্য সঙ্গে থাকা প্রয়োজন। কোনও সন্দেহ নেই ভারত খুবই শক্তিশালী দল। ক্রিকেটে কিন্তু মজার ঘটনাও ঘটে। অপ্রত্যাশিত কিছু হতেই পারে।’