Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: ‘যদি এক পায়েও…’, বিশ্বকাপ নিয়ে বড় বার্তা সুনীল গাভাসকরের

ICC MEN’S T20 WC 2024: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কিপার ব্যাটার হিসেবে খেলেছিলেন জীতেশ শর্মাও। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজেও। হয়তো আফগানিস্তানের বিরুদ্ধেও তাঁকেই খেলানো হবে। সুনীল গাভাসকর জানিয়েছেন, বিশ্বকাপে ঋষভ পন্থকে একান্তই পাওয়া না গেলে অবশ্যই খেলানো উচিত লোকেশ রাহুলকে। তার কারণ, রাহুল যেমন ওপেন করতে পারবেন, তেমনই মিডল অর্ডার ব্যাটিংও। ফলে টিমে ভারসাম্য আসবে।

Rishabh Pant: 'যদি এক পায়েও...', বিশ্বকাপ নিয়ে বড় বার্তা সুনীল গাভাসকরের
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 11, 2024 | 7:00 AM

কলকাতা: আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ শুরু হচ্ছে ভারত-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই বিশ্বকাপের আগে ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ। ফলে বিশ্বকাপের পরিকল্পনা গুছিয়ে নেওয়ার শেষ সুযোগও বলা যায়। প্রথম ম্যাচে খেলবেন না বিরাট কোহলি। স্কোয়াড বাছাইয়ের ক্ষেত্রে অবশ্য কিছু প্রশ্ন এবং কৌতুহল দেখা গিয়েছে। ভারতের গত কয়েকটি সিরিজে কিপার হিসেবে সুযোগ পেয়েছেন লোকেশ রাহুল। টি-টোয়েন্টিতে কিপিং করেছেন ঈশান কিষাণ, জীতেশ শর্মা। আফগানদের বিরুদ্ধে চমক সঞ্জু স্যামসন। তাহলে কি বিশ্বকাপের ভাবনায় রয়েছেন? লোকেশ রাহুল কেন আফগানিস্তান সিরিজে নেই! এমন নানা জল্পনাই রয়েছে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরের ভাবনা অবশ্য অন্য। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত কয়েক সিরিজের দিকে নজর দিলে একটা বিষয়ে ধারনা হতে পারে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও হয়তো কিপার ব্যাটার হিসেবে প্রথম চয়েস লোকেশ রাহুলই। ওয়ান ডে বিশ্বকাপে এই ভূমিকায় ছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ক্রিকেটেও প্রথমবার কিপিং করেন লোকেশ রাহুল। ২০২২ সালের শেষে গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। রিহ্যাব চলছে তাঁর। সব কিছু ঠিক থাকলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঋষভের প্রত্যাবর্তন দেখা যেতে পারে। এখনই বলা কঠিন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কি ফুল ফিট হয়ে উঠবেন পন্থ? প্রশ্ন এখন সেটাই।

ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর মনে করছেন, ঋষভ পন্থ যদি এক পায়ে খেলার মতোও পরিস্থিতিতে থাকেন, বিশ্বকাপে তাঁকেই খেলানো উচিত। লোকেশ রাহুলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম চয়েস ভাবতে নারাজ সানি। স্টারস্পোর্টসে গেমপ্ল্যান শো-তে সুনীল গাভাসকর বলেন, ‘লোকেশ রাহুল কিপার হিসেবে মন্দ নয়। তাকে অবশ্যই বিকল্প হিসেবে রাখছি। আগে একটা বিষয় বলতে চাই, ঋষভ পন্থ যদি এক পায়েও খেলার মতো জায়গায় থাকে, ওকেই টিমে নেওয়া উচিত। যে কোনও ফর্ম্যাটেই ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে পন্থ। আমি নির্বাচক হলে, প্রথমে ওর নাম লিখে তালিকা বানাবো।’

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কিপার ব্যাটার হিসেবে খেলেছিলেন জীতেশ শর্মাও। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজেও। হয়তো আফগানিস্তানের বিরুদ্ধেও তাঁকেই খেলানো হবে। সুনীল গাভাসকর জানিয়েছেন, বিশ্বকাপে ঋষভ পন্থকে একান্তই পাওয়া না গেলে অবশ্যই খেলানো উচিত লোকেশ রাহুলকে। তার কারণ, রাহুল যেমন ওপেন করতে পারবেন, তেমনই মিডল অর্ডার ব্যাটিংও। ফলে টিমে ভারসাম্য আসবে।