IND vs ENG: ভারত সফরে নতুন ‘অস্ত্র’ নিয়ে হাজির ইংল্যান্ডের ‘বুড়ো’ পেসার!

India vs England Test Series: টেস্টে সর্বাধিক উইকেটের তালিকায় তৃতীয় স্থানেই রয়েছেন ইংল্যান্ডের তারকা পেসার। তাঁর রয়েছে ৭৯০টি উইকেট। ভারতের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ। আর ১০ উইকেট প্রয়োজন তাঁর। ভারতের মাটিতে ভালো পারফর্ম করতে পারলে শেন ওয়ার্নের সংখ্যাও ছাপিয়ে যেতে পারেন। সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এই সিরিজের জন্য বোলিং রান আপেও নাকি পরিবর্তন করেছেন জিমি! শুধু তাই নয়, এখানকার পিচ-পরিস্থিতি অনুযায়ী বোলিংয়ে বৈচিত্রও বাড়িয়েছেন।

IND vs ENG: ভারত সফরে নতুন 'অস্ত্র' নিয়ে হাজির ইংল্যান্ডের 'বুড়ো' পেসার!
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 22, 2024 | 9:00 AM

কলকাতা: বয়স শুধুই সংখ্যা মাত্র। বহু ব্যবহারে ক্লিশে। অনেকের ক্ষেত্রে বারবার ব্যবহার করতেও ক্ষতি নেই। ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনই যেমন! ৪০-এর পর কোনও পেসার খেলছেন, বিরল দৃশ্য। ভারত সফরে এসেছেন ইংল্যান্ডের তারকা পেসার অ্যান্ডারসন। এই নিয়ে তাঁর ষষ্ঠ সফর। সবচেয়ে গুরুত্বপূর্ণও বলা যায়। ভারতের মাচিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ২৫ জানুয়ারি থেকে শুরু প্রথম টেস্ট। আজ হায়দরাবাদে প্র্যাক্টিসে নামবে ইংল্যান্ড ক্রিকেট দলও। ভারত সফরের জন্য বোলিংয়ে বিশেষ কিছু পরিবর্তনও করেছেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ঘরের মাঠে অ্যাসেজের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি জেমস অ্যান্ডারসনকে। এ বার ইংল্যান্ড বোলিংয়ে নেতা তিনিই। অ্যাসেজ সিরিজেই তাঁর দীর্ঘ দিনের বোলিং সঙ্গী স্টুয়ার্ট ব্রড অবসর নিয়েছেন। আর ভারতের মাটিতে কীর্তি গড়ার পথে ৪১-এর অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে মাত্র দু-জন বোলার ৭০০-র বেশি উইকেট নিয়েছেন। সবার ওপরে মুথাইয়া মুরলিধরন। তাঁর রয়েছে ৮০০ উইকেট। এরপরই অজি কিংবদন্তি প্রয়াত শেন ওয়ার্ন। কিংবদন্তি এই লেগ স্পিনারের রয়েছে ৭০৮ উইকেট। প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেটের ক্লাবে ঢুকতে পারেন জিমি অ্যান্ডারসন।

টেস্টে সর্বাধিক উইকেটের তালিকায় তৃতীয় স্থানেই রয়েছেন ইংল্যান্ডের তারকা পেসার। তাঁর রয়েছে ৭৯০টি উইকেট। ভারতের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ। আর ১০ উইকেট প্রয়োজন তাঁর। ভারতের মাটিতে ভালো পারফর্ম করতে পারলে শেন ওয়ার্নের সংখ্যাও ছাপিয়ে যেতে পারেন। সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এই সিরিজের জন্য বোলিং রান আপেও নাকি পরিবর্তন করেছেন জিমি! শুধু তাই নয়, এখানকার পিচ-পরিস্থিতি অনুযায়ী বোলিংয়ে বৈচিত্রও বাড়িয়েছেন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে অ্যান্ডারসন বলেন, ‘আমার রান আপের গতি ঠিক ছিল না। বছরের পর বছর যেটা পেরেছি, এখন আর সেই রান আপে ভরসা করা যাবে না। সে কারণেই গতি বাড়াতে কিছু বদল করেছি। এখন প্রত্যাশা অনুযায়ী গতিতে বোলিং করতে পারছি।’