IND vs ENG: রাহুর দশা চলছে… জ্যোতিষীর কাছে যাওয়া উচিত লোকেশ রাহুলের? কে বলছেন এমন কথা
India vs England, KL Rahul: ব্যাট হাতে লোকেশ রাহুল যত না ধারাবাহিক, তাঁর থেকে ধারাবাহিক তাঁর চোট! এত চোট পান কেন? তদন্ত হওয়া উচিত? মেডিক্যাল বোর্ড বসানো উচিত? নাকি জ্যোতিষী দেখানো উচিত? প্রাক্তন এক ক্রিকেটার যা ইঙ্গিত দিচ্ছেন, তাতে জ্যোতিষীর কাছেই যাওয়া উচিত রাহুলের। কপাল খারাপ না হলে গুরুত্বপূর্ণ সময়ে কেন টিম থেকে ছিটকে যাবেন চোটের কবলে পড়ে? ওই প্রাক্তন কী বলছেন?

কলকাতা: টাইমলাইন বলছে, ২০২১ সালে পাঁচবার চোট পেয়েছেন। ২০২২ সালে একবার। ২০২৩ সালে চারবার। আর ২০২৪ সালে? সবে শুরু হয়েছে বছর। এরই মধ্যে একবার ভারতীয় টিম থেকে ছিটকে দিয়েছে চোট। বলা যেতেই পারে, ব্যাট হাতে লোকেশ রাহুল যত না ধারাবাহিক, তাঁর থেকে ধারাবাহিক তাঁর চোট! এত চোট পান কেন? তদন্ত হওয়া উচিত? মেডিক্যাল বোর্ড বসানো উচিত? নাকি জ্যোতিষী দেখানো উচিত? প্রাক্তন এক ক্রিকেটার যা ইঙ্গিত দিচ্ছেন, তাতে জ্যোতিষীর কাছেই যাওয়া উচিত রাহুলের। কপাল খারাপ না হলে গুরুত্বপূর্ণ সময়ে কেন টিম থেকে ছিটকে যাবেন চোটের কবলে পড়ে? ওই প্রাক্তন কী বলছেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আকাশ চোপড়া কমেন্ট্রি বক্সে যেমন চাঁচাছোলা কথা বলেন। নিজের ইউটিউবেও তেমন। সোমবারই চোট পেয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন রাহুল। তাঁকে নিয়ে পরে আকাশ বলেছেন, ‘আমার তো মনে হচ্ছে, ওর এখন রাহুল দশা চলছে। কিছু তো একটা আছে। যখনই ভালো চলে সব কিছু, তখনই কিছু না কিছু হয়ে যায় ভাইয়ের।’ ভুল বলেননি আকাশ। রাহুল যখনই ফর্মে, তখনই চোট পেয়ে ছিটকে যান মাঠ থেকে। হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগেল বেশি। থাই মাসলে চোট থেকে কবজির চোট, কিছুই বাদ নেই। গত বছর ওয়ান ডে বিশ্বকাপের আগেও তাঁকে নিয়ে চিন্তা ছিল। চোট সারিয়ে ফিরে টিমকে টেনেছিলেন। আবার চোট পেলেন ইংল্যান্ড সিরিজে।
আকাশ বলে দিচ্ছেন, ‘লোকেশ রাহুলের ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওর চোট আঘাত। গুরুত্বপূর্ণ সময়ে ও চোট পেয়ে বসে। সব যখন ঠিক চলে, তখনই চোট পায়।’ ভারতীয় টিমের কাছে বেশ চিন্তার বিষয় হয়ে উঠেছেন রাহুল। কেউ কেউ তাঁকে ভবিষ্যতের ক্যাপ্টেন ভাবতে শুরু করেছিলেন। কিন্তু চোট-আঘাতে জর্জরিত কোনও ক্রিকেটারই যতই প্রতিভাবান হোন না কেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকুক না কেন, তাঁকে নেতা হিসেবে দেখার সম্ভাবনা কমে যায়। রাহুলের ক্ষেত্রেও তাই হলে অবাক হওয়ার কিছু থাকবে না।





