IND vs ENG: স্পিন বনাম ‘বাজবল’, হায়দরাবাদে আজ শুরু অ্যাসিড টেস্ট
India vs England 1st Test Preview: ভারতীয় দলে মূলত দুটি প্রশ্ন। কিপারের পজিশনে শ্রীকার ভরত নাকি অভিষেক হবে ধ্রুব জুরেলের। ভরতকে অনেক সুযোগই দেওয়া হয়েছে। তাঁর ওপর যে টিম ম্যানেজমেন্টের পুরোপুরি ভরসা নেই দক্ষিণ আফ্রিকাতেই বুঝিয়ে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। সদ্য এ দলের হয়ে সেঞ্চুরি করায় একটা সম্ভাবনা তৈরি করেছেন ভরত। একাদশে জায়গা পেতে সেই সেঞ্চুরি যথেষ্ঠ কিনা, বোঝা যাবে টসের পরই। প্রবল সম্ভাবনা ধ্রুব জুরেলের টেস্ট অভিষেকের।
কলকাতা: বাজবল কে খেলবে? খেলার কথা ইংল্যান্ডেরই। তাদের খেলার ধরনকেই এই নাম দেওয়া হয়েছে। এখনও অবধি সফল বলা যায়। ব্রেন্ডন ম্যাকালাম কোচ হওয়ার পর ইংল্যান্ড কোনও টেস্ট সিরিজ হারেনি। ম্যাকালামের ডাক নাম থেকেই ‘বাজ’বলের উৎপত্তি। টেস্টেও বিধ্বংসী ব্যাটিং। তার অন্যতম কারিগর হ্যারি ব্রুক ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন এই সিরিজ থেকে। ইংল্যান্ড ব্যাটিং আক্রমণে বাজবল খেলার দক্ষতা অনেকেরই আছে। কিন্তু ভারতের পিচে কি তা সম্ভব? তারই জবাবের খোঁজ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
হায়দরাবাদ আজ শুরু ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ। ভারতীয় শিবিরেও ধাক্কা রয়েছে। ব্যক্তিগত কারণে প্রথম দু-ম্যাচে নেই বিরাট কোহলি। পরিবর্তে স্কোয়াডে যোগ করা হয়েছে রজত পাতিদারকে। তবে তাঁকে খেলানোর সম্ভাবনা ক্ষীণ। ভারতের ব্যাটিং লাইন আপ ‘সেট’ বলা যায়। রোহিত-যশস্বী ওপেনিংয়ে। তিনে শুভমন গিল। চারে বিরাটের জায়গায় দেখা যেতে পারে লোকেশ রাহুলকে। পাঁচে শ্রেয়স আইয়ার। ম্যাচের দু-দিন আগে হাতে চোট পেয়েছিলেন শ্রেয়স। একান্তই ছিটকে না গেলে রজত পাতিদারের খেলার সম্ভাবনা ক্ষীণ।
ভারতীয় দলে মূলত দুটি প্রশ্ন। কিপারের পজিশনে শ্রীকার ভরত নাকি অভিষেক হবে ধ্রুব জুরেলের। ভরতকে অনেক সুযোগই দেওয়া হয়েছে। তাঁর ওপর যে টিম ম্যানেজমেন্টের পুরোপুরি ভরসা নেই দক্ষিণ আফ্রিকাতেই বুঝিয়ে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। সদ্য এ দলের হয়ে সেঞ্চুরি করায় একটা সম্ভাবনা তৈরি করেছেন ভরত। একাদশে জায়গা পেতে সেই সেঞ্চুরি যথেষ্ঠ কিনা, বোঝা যাবে টসের পরই। প্রবল সম্ভাবনা ধ্রুব জুরেলের টেস্ট অভিষেকের। আর রোহিত তো বলেই দিয়েছেন, আর কবে সামনে তাকাবেন!
একাদশে আরও একটা আলোচনার জায়গা তৃতীয় স্পিনার। ইংল্য়ান্ড ইতিমধ্যেই একাদশ ঘোষণা করেছে। তিনজন স্পেশালিস্ট স্পিনার খেলাচ্ছে তারা। সঙ্গে জো রুট থাকছেন। পেস বোলিংয়ে সহযোগিতা লাগলে অধিনায়ক বেন স্টোকস। ভারতের বোলিং কম্বিনেশনে তিন স্পিনার দুই পেসারের সম্ভাবনা। অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের মধ্যেই মূলত ‘টস’ হবে। সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক ফর্ম এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে গত সিরিজের কথা ভাবলে অক্ষরকেই খেলানো হতে পারে। বোলিংয়ে বৈচিত্র বাড়ানোর ভাবনা থাকলে বিকল্প কুলদীপ।
এই সিরিজ দু-দলের কাছেই অ্যাসিড টেস্ট। পুরোপুরি স্পিন সহায়ক পিচ বুমেরাংও হতে পারে। এর অন্যতম কারণ, ভারত দীর্ঘ সময় র্যাঙ্ক টার্নারে খেলেনি। ফলে ভারতীয় ব্য়াটাররাও সমস্যায় পড়তে পারেন। অন্য দিকে, জো রুটের কথা ভুললে চলবে না। স্পিনের বিরুদ্ধে বিশ্বের অন্যতম দক্ষ ব্যাটার। প্রথম ম্যাচ থেকেই যেন সিরিজের চিত্র অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।