IND vs NZ 2nd Test Day 1 Highlights: মায়াঙ্কের সেঞ্চুরিতে ভর করে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২২১/৪

India vs New Zealand 2nd Test Day 1 Live Score: মুম্বইতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড।

IND vs NZ 2nd Test Day 1 Highlights: মায়াঙ্কের সেঞ্চুরিতে ভর করে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২২১/৪
মুম্বইতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি কোহলি-ল্যাথাম

মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ থেকে শুরু ভারত-নিউজিল্যান্ডের (India vs New Zealand) দুই ম্যাচের টেস্ট (Test) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। কানপুরে প্রথম টেস্ট ম্যাচে বিরাট কোহলি খেলেননি। তাঁর বদলে ভারতীয় দলের ক্যাপ্টেন্সি সামলেছিলেন আজিঙ্কা রাহানে। কানপুর টেস্ট ড্র হওয়ার পর এ বার মুম্বই টেস্টের পালা। বিশ্রাম নিয়ে দলে ফিরেছেন বিরাট কোহলি। দ্বিতীয় টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক কোহলি। চা বিরতির আগে ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেছিলেন। চা বিরতিতে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ১১১। প্রথম সেশনে যে তিনটি উইকেট হারিয়েছে ভারত সেগুলি হল- শুভমন গিল (৪৪), চেতেশ্বর পূজারা (০) ও বিরাট কোহলি (০)। তিনটি উইকেটই পেয়েছেন আজাজ প্যাটেল। দ্বিতীয় সেশনে শ্রেয়স আইয়ারের (১৮) উইকেটও তুলে নেন আজাজ। যদিও সেই আউট ঘিরে রীতিমতো বিতর্ক চলছে। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২২১। প্রথম দিনের শেষে ১২০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন মায়াঙ্ক আগরওয়াল এবং ২৫ রানে অপরাজিত রয়েছেন ঋদ্ধিমান সাহা।

দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে দুই শিবিরই চোটের কারণে বড়সড় ধাক্কা খেয়েছে। কুনুইয়ের চোটের কারণে নিউজিল্যান্ডের হয়ে খেলবেন না ক্যাপ্টেন উইলিয়ামসন। পাশাপাশি ভারতীয় দল থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাডেজা ও ইশান্ত শর্মা।

হেড টু হেডে নজর দিলে দেখা যায় এখনও পর্যন্ত মোট ৬১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ভারত জিতেছে ২১ বার ও নিউজিল্যান্ড জিতেছে ১৩ বার। ম্যাচ ড্র ২৭ বার। এ ছাড়া ভারতের মাটিতে মোট ৩৫ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। সেই সাক্ষাতে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতের মাটিতে ১৬ বার জিতেছে ভারত, মাত্র ২ বার জিতেছে নিউজিল্যান্ড এবং ম্যাচ ড্র হয়েছে ১৭ বার।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
 • 03 Dec 2021 17:35 PM (IST)

  প্রথম দিনের খেলা শেষ

  মুম্বই টেস্টের প্রথম দিনের খেলা শেষ। দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২২১। ১২০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন মায়াঙ্ক আগরওয়াল এবং ২৫ রানে অপরাজিত রয়েছেন ঋদ্ধিমান সাহা। কিউয়িদের হয়ে প্রথম দিন চারটি উইকেট পেয়েছেন আজাজ প্যাটেল।

 • 03 Dec 2021 17:34 PM (IST)

  ৭০ ওভারে ভারত ২২১/৪

  ৭০ ওভারের খেলা শেষ। ক্রিজে মায়াঙ্ক-ঋদ্ধিমান।
 • 03 Dec 2021 17:06 PM (IST)

  ৬৫ ওভারে ভারত ২০৭/৪

  দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষের দিকে। ৬৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৭ রান তুলেছে ভারত। ক্রিজে মায়াঙ্ক-ঋদ্ধিমান।

 • 03 Dec 2021 16:44 PM (IST)

  ৬০ ওভারে ভারত ১৯৮/৪

  ৬০ ওভার খেলা হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ার ওপেনার মায়াঙ্ক আগরওয়াল সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন। ৬০ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ১৯৮।
 • 03 Dec 2021 16:38 PM (IST)

  মায়াঙ্কের সেঞ্চুরি

  নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন সেঞ্চুরি পূর্ণ করে ফেললেন ভারতের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। ১৯৬ বলে শতরান করলেন মায়াঙ্ক।

 • 03 Dec 2021 16:01 PM (IST)

  ৫০ ওভারে ভারত ১৬০/৪

  মুম্বইতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা চলছে। ৪ উইকেট হারিয়ে ৫০ ওভারে টিম ইন্ডিয়া তুলেছে ১৬০ রান

 • 03 Dec 2021 15:49 PM (IST)

  শ্রেয়স আউট

  img

  আজাজ প্যাটেল ফেরালেন শ্রেয়স আইয়ারকে। ১৮ রান করে সাজঘরে ফিরলেন শ্রেয়স। চতুর্থ উইকেট হারাল ভারত।

 • 03 Dec 2021 15:34 PM (IST)

  ৪৫ ওভারে ভারত ১৪৪/৩

  ৪৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। ৩ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে ভারত।

  ১৫৬ বল খেলে ৭৬ রানে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল এবং ৩৪ বল খেলে ১২ রানে রয়েছেন শ্রেয়স আইয়ার।

 • 03 Dec 2021 15:07 PM (IST)

  চা বিরতির পর খেলা শুরু

  ক্রিজে মায়াঙ্ক আগরওয়াল ও শুভমন গিল। চা বিরতির পর ফের খেলা শুরু হল।

 • 03 Dec 2021 14:42 PM (IST)

  চা বিরতি

  চা বিরতির আগে ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন। চা বিরতিতে ভারতের স্কোর ৩ উইকেটে ১১১।

  প্রথম সেশনে যে তিনটি উইকেট হারিয়েছে ভারত সেগুলি হল- শুভমন গিল (৪৪), চেতেশ্বর পূজারা (০) ও বিরাট কোহলি (০)। তিনটি উইকেটই পেয়েছেন আজাজ প্যাটেল।

 • 03 Dec 2021 14:39 PM (IST)

  মায়াঙ্কের হাফসেঞ্চুরি

  মুম্বইতে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল।

 • 03 Dec 2021 14:35 PM (IST)

  ৩৫ ওভারে ভারত ১০৫/৩

  ৩৫ ওভারের খেলা শেষ। ৩ উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছে টিম ইন্ডিয়া। ক্রিজে মায়াঙ্ক আগরওয়াল ও শ্রেয়স আইয়ার।

 • 03 Dec 2021 14:10 PM (IST)

  বিরাট আউট

  img

  ৪ বল খেললেও কোনও রান পাননি বিরাট কোহলি। চেতেশ্বর পূজারার পর ক্যাপ্টেন কোহলিকে ফেরালেন আজাজ প্যাটেল।

 • 03 Dec 2021 14:06 PM (IST)

  পূজারা আউট

  img

  দ্বিতীয় উইকেট হারাল ভারত। ভারতের সহ-অধিনায়ক চেতেশ্বর পূজারাকে ফেরালেন আজাজ প্যাটেল।

 • 03 Dec 2021 13:55 PM (IST)

  গিল আউট

  img

  প্রথম উইকেট হারাল ভারত। টিম ইন্ডিয়ার ওপেনার শুভমন গিলকে ফেরালেন আজাজ প্যাটেল। হাফসেঞ্চুরি হাতছাড়া করে, ৪৪ রানে সাজঘরে ফিরলেন গিল।

 • 03 Dec 2021 13:25 PM (IST)

  ২০ ওভারে ভারত ৫৬/০

  ২০ ওভারের খেলা শেষ। উইকেটের খোঁজে রয়েছে নিউজিল্যান্ড। ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গিল-মায়াঙ্ক জুটি। দু’জনই ব্যাট করছেন ব্যক্তিগত ২৮ রানে।

 • 03 Dec 2021 13:09 PM (IST)

  ১৫ ওভারে ভারত ৪৫/০

  ভালো শুরু টিম ইন্ডিয়ার ওপেনিং জুটির। ১৫ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৪৫। গিল ব্যাট করছেন ২৪ রানে। মায়াঙ্ক রয়েছেন ২১ রানে।

 • 03 Dec 2021 12:44 PM (IST)

  ১০ ওভারে ভারত ২৯/০

  প্রথম ১০ ওভারের খেলা শেষ। ক্রিজে গিল-মায়াঙ্ক। ১০ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ২৯

 • 03 Dec 2021 12:24 PM (IST)

  ৫ ওভারে ভারত ২১/০

  ৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। ভালো শুরু করেছে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি। কোনও উইকেট না হারিয়ে ৫ ওভারে ভারতের স্কোর ২১।

 • 03 Dec 2021 12:01 PM (IST)

  ভারতের প্রথম ইনিংস শুরু

  ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও মায়াঙ্ক আগরওয়াল।

 • 03 Dec 2021 11:40 AM (IST)

  ভারতের প্রথম একাদশ

  ভারতের প্রথম একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক),মায়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল,জয়ন্ত যাদব, উমেশ যাদব, মহম্মদ সিরাজ।

 • 03 Dec 2021 11:39 AM (IST)

  কিউয়িদের প্রথম একাদশ

 • 03 Dec 2021 11:35 AM (IST)

  টস আপডেট

  টসে জিতলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

  টসে জিতে শুরুতে ব্যাটিং করা সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক।

 • 03 Dec 2021 10:46 AM (IST)

  ২য় টেস্টে চোটে নেই উইলিয়ামসন

  দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরের পাশাপাশি চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরেও। মুম্বইতে খেলবেন না কিউয়ি নেতা কেন উইলিয়ামসন।

  বিস্তারিত পড়ুন- India vs New Zealand: কিউয়ি শিবিরে বড়সড় ধাক্কা, কুনুইয়ের চোটে ২য় টেস্ট থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন

 • 03 Dec 2021 10:37 AM (IST)

  টস হবে ১১.৩০ মিনিটে

  মুম্বইতে টস হবে ১১টা ৩০ মিনিটে। খেলা শুরু হবে ১২টা নাগাদ। এবং ৭৮ ওভারের খেলা হবে আজ।

 • 03 Dec 2021 10:29 AM (IST)

  ভারতের তিন ক্রিকেটার ছিটকে গেলেন ২য় টেস্ট থেকে

  ওয়াংখেড়েতে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে বড় সড় ধাক্কা ভারতীয় শিবিরে।

  পড়ুন বিস্তারিত- India vs New Zealand: কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন রাহানে-জাডেজা-ইশান্ত

 • 03 Dec 2021 10:14 AM (IST)

  উইলিয়ামসনও নেই দ্বিতীয় টেস্টে

  চোটের কারণে ভারতীয় টিমের তিন ক্রিকেটারের পাশাপাশি নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও ছিটকে গেলেন দ্বিতীয় টেস্ট থেকে।

 • 03 Dec 2021 09:39 AM (IST)

  দ্বিতীয় বার হবে পিচ পরিদর্শন

 • 03 Dec 2021 09:30 AM (IST)

  চোটে ছিটকে গেলেন যারা…

  চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাডেদা, ইশান্ত শর্মা ও আজিঙ্কা রাহানে।

 • 03 Dec 2021 08:51 AM (IST)

  টসে দেরি

  মুম্বইতে পিচ পরিদর্শন হবে ৯.৩০ মিনিটে। ফলে টস হবে দেরিতে

 • 03 Dec 2021 08:34 AM (IST)

  মুম্বইতে হাজির টিম ইন্ডিয়া

  অপেক্ষার আর কিছুক্ষণ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৯.৩০ মিনিটে শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ।

Published On - 8:31 am, Fri, 3 December 21

Click on your DTH Provider to Add TV9 Bangla