IND vs NZ Highlight: ফিনিশ করলেন কুলদীপ, ৪৪ রানের জয়, সেমিতে ভারত-অস্ট্রেলিয়া
India vs New Zealand Champions Trophy 2025 Live Score in Bengali: চলতি মিনি বিশ্বকাপে রবিবার মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড। ওই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেট জানতে নজর রাখুন এই লাইভব্লগে।

দুবাই: এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) গ্রুপ-এ থেকে সেমিফাইনাল আগেই পাকা করে রেখেছিল ভারত ও নিউজিল্যান্ডের। রবিবাসরীয় লড়াইয়ে নজর ছিল, গ্রপ সেরা কে হবে। দুই দলের কাছেই এই ম্যাচ ছিল আসল পরীক্ষা। প্রথম দু-ম্যাচে সেই অর্থে ভারত কিংবা নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জের সামনে পড়তে হয়নি। শেষ ম্যাচে ভারতের শুরুটা অস্বস্তির হয়েছিল। শুরুতেই টপ থ্রি-র উইকেট হারানো। তবে শ্রেয়স, হার্দিকদের সৌজন্যে ২৫০ রানের টার্গেট দেয় ভারত। প্রতিপক্ষ নিউজিল্যান্ড স্পিন ভালো খেলে। ভারতের একাদশে চার স্পিনার ছিল। এরপরও তারা ভালো জায়গাতেই ছিল। কিন্তু ডট বলে চাপ তৈরি করেন জাডেজা-অক্ষর-কুলদীপরা। কেরিয়ারের দ্বিতীয় ওডিআই এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচেই ফাইফার বরুণ চক্রবর্তীর। কেরিয়ারের ৩০০তম ওডিআই ম্যাচে বিরাটের ব্যাটে ভালো ইনিংস এল না। তবে ভারত ৪৪ রানে জিতে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে। এবার সামনে অস্ট্রেলিয়া।
LIVE Cricket Score & Updates
-
IND vs NZ: ‘মঙ্গলের’ অপেক্ষা
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের পরীক্ষা শেষ। এ বার সেমিফাইনাল। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। দুবাইয়ে খেলা। ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা মঙ্গলে সব কিছু ‘মঙ্গল’ হবে। সেই ম্যাচের লাইভ আপডেটও পাবেন টিভি নাইন বাংলার ওয়েবসাইটে।
-
IND vs NZ: ম্যাচ রিপোর্ট
নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ৪৪ রানের বড় জয়। বরুণ চক্রবর্তীর ফাইফার। ম্যাচের বিস্তারিত পড়ুন: ‘অভিষেক’ ম্যাচেই ফাইফার, স্পিন জালে জয় ভারতের; সেমিতে সামনে অস্ট্রেলিয়া
-
-
IND vs NZ: কেন আউট
অবশেষে কেন উইলিয়ামসনের উইকেট। লাগাতার ডট বলে চাপ বাড়িয়েছিলেন ভারতের স্পিনাররা। কেন উইলিয়ামসন সেই চাপেরই শিকার। দুর্দান্ত খেলছিলেন। হয়তো সেঞ্চুরিও হয়ে যেত। রানের গতি বাড়াতে স্টেপ আউট করেছিলেন। যদিও বলের লাইন মিস করেন। সহজ স্টাম্পিং রাহুলের। ভারত ও জয়ের মাঝে তিন উইকেট। অক্ষর প্যাটেলের ঝুলিতে উইলিয়ামসনের বড় উইকেট।
-
IND vs NZ: বাধা শুধুই কেন!
বরুণ চক্রবর্তীর ঝুলিতে আরও একটা উইকেট। যদিও মাইকেল ব্রেসওয়েল রিভিউ নিলে বেঁচে যেতেন। তৃতীয় উইকেট বরুণের। আম্পায়ার মাইকেল গফ আউট দেন। রিভিউ নেননি ব্রেসওয়েল।
-
IND vs NZ: রিভার্স
রবীন্দ্র জাডেজার বোলিংয়ে রিভার্স সুইপ খেলেছিলেন টম ল্যাথাম। যদিও লাইন মিস। প্যাডে লাগে বল। লেগ বিফোর দিতে ভুল করেননি আম্পায়ার। ল্যাথামও নিশ্চিত ছিলেন, রিভিউ নেননি। কেন উইলিয়ামসনের হাফসেঞ্চুরি পার। সেটাই চাপের।
-
-
IND vs NZ: ফিল্ডিং ফাম্বল
ফিল্ডিংয়ে বাজিমাত করেছিল নিউজিল্যান্ড। ভারতের ক্ষেত্রে উল্টো পরিস্থিতি। কিপার লোকেশ রাহুল ক্যাচ ফসকেছেন। আবারও বল গলালেন। বাই চার পেল নিউজিল্যান্ড। যা ভারতীয় শিবিরে ক্রমশ অস্বস্তি বাড়াচ্ছে। বরুণ চক্রবর্তীও অস্বস্তিতে ফেলেছিলেন শুরুতে।
-
IND vs NZ: চাপ বাড়ছে ভারতের
কেন উইলিয়ামসন-ড্যারেল মিচেল জুটি মজবুত হচ্ছে। স্পিনের বিরুদ্ধে দক্ষ উইলিয়ামসন। মিডল ওভারে নিয়ন্ত্রণ করতে পারছে না ভারত। ডট বলের চাপ রাখাই লক্ষ্য।
-
IND vs NZ: ক্যাচ মিস-প্লেড অন
ওভারের প্রথম ডেলিভারিতেই বড় এজ লেগেছিল কেন উইলিয়ামসনের। যদিও গ্লাভসে জমাতে পারেননি লোকেশ রাহুল। উইল ইয়ংয়ের ডিফেন্স ভাঙল। প্লেড অন ইয়ং। বরুণের সৌজন্যে ভারতের দ্বিতীয় সাফল্য।
-
IND vs NZ: বরুণ অস্বস্তির পর উইকেট
চতুর্থ ওভারে ক্যাচ উঠেছিল। যদিও বরুণ চক্রবর্তীর পক্ষে তা নেওয়া কঠিন। কিন্তু ভুলটা করলেন অন্য জায়গায়। ক্যাচ তো মিস হলই, তাঁর পায়ে লেগে বল দ্রুতগতিতে বাউন্ডারিতে। প্রত্যেকেই অস্বস্তিতে ছিলেন। এমন সময় ওভারের শেষ ডেলিভারিতে শর্ট পিচ হার্দিকের। কাট শট খেললেও হাওয়ায়। অক্ষর প্যাটেলের সেফ হ্যান্ডসে আউট রাচিন রবীন্দ্র।
-
IND vs NZ: সামির চোট কি গুরুতর?
ভারতীয় ইনিংসের শেষ ওভারে রান নিতে দৌড়েছিলেন সামি। থ্রো এসে লাগে তাঁর ডান কাঁধে। প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাট করেন। যদিও শেষ বলে আউট। ইনিংস ব্রেকে বারবার কাঁধে হাত দিচ্ছেন। যা কিছুটা অস্বস্তিতে রাখছে। সামির চোট গুরুতর নয় তো!
-
IND vs NZ: ইনিংস ব্রেক
সেমিফাইনালে কে কার বিরুদ্ধে? ঠিক হবে এই ইনিংসের পরই। বিস্তারিত পড়ুন: কিউয়িদের অবিশ্বাস্য ফিল্ডিং, ২৫০ রানের টার্গেট দিল ভারত
-
IND vs NZ: ফাইফার
ম্যাট হেনরির ফাইফার। ফেরালেন মহম্মদ সামিকে। ইনিংসের শেষ বলে আউট। ভারতের ইনিংস থামল ২৪৯ রানে। নিউজিল্যান্ডের চাই ২৫০।
-
IND vs NZ: হার্ড-হিট
হার্দিক পান্ডিয়ার হার্ড হিট শুরু। ৪৯তম ওভারে চার ছয়ে নজর। সাফল্যও পাচ্ছেন হার্দিক। এখান থেকে ২৬০ রানের প্রত্যাশা করাই যায়।
-
IND vs NZ: সেরা ফিল্ডারের উইকেট
শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফিল্ডার রবীন্দ্র জাডেজা। তাঁকে চোখ ধাঁধানো ক্যাচে ফেরালেন কিউয়ি ব্যাটার কেন উইলিয়ামসন। পয়েন্টে বাঁ দিতে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ। গ্লেন ফিলিপস নাকি উইলিয়ামসন, কার ক্যাচ সেরা, এটা নিয়ে আলোচনা চলতেই পারে!
-
IND vs NZ: নতুন হিটম্যান!
শ্রেয়স আইয়ার নতুন হিটম্যান! কীভাবে হল! বিস্তারিত পড়ুন: ভারতের নতুন হিটম্যান, রোহিতের ‘তকমা’ ছিনিয়ে নিলেন শ্রেয়স আইয়ার!
-
IND vs NZ: সেট শ্রেয়সের উইকেট
ভারতীয় শিবিরে বড় ধাক্কা। দুর্দান্ত ব্যাট করছিলেন। আরও একটা সেঞ্চুরি যেন নিশ্চিত ছিল। কিন্তু ড্রিঙ্কস ব্রেক হয়। তাতেই মনোসংযোগে কিছুটা ব্যাঘাত। বোলিংয়ে আসেন ৬.৪ ফুটের উইল ও’রুরকি। শর্ট পিচ ডেলিভারি। প্রত্যাশার চেয়ে বেশি বাউন্স। পুল করলেও ঠিকঠাক সংযোগ হল না। টপ এজ লেগে বল উপরে। ৭৯ রানে ফিরলেন সেট শ্রেয়স আইয়ার। ক্রিজে হার্দিক পান্ডিয়া।
-
IND vs NZ: সফ্ট আউট!
শ্রেয়সের সঙ্গে জুটিতে দুর্দান্ত এগোচ্ছিলেন অক্ষর প্যাটেলও। কিন্তু রাচিন রবীন্দ্র ডেলিভারিতে সুইপ খেলতে গিয়ে ব্যাটের উপর দিকে লাগে। শর্ট থার্ডম্যানে অপ্রত্যাশিত ক্যাচ। কোনওরকমে এক হাতে তালুবন্দি করেন কেন উইলিয়ামসন। ক্রিজে লোকেশ রাহুল। ৪২ রানে ফিরলেন অক্ষর।
-
IND vs NZ: আবারও…
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স জারি রাখলেন শ্রেয়স আইয়ার। ৭৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ। তিন উইকেট হারিয়ে প্রবল চাপে ছিল ভারত। সেখান থেকে অক্ষরের সঙ্গে দুর্দান্ত জুটি। ২৮ ওভারে ১১৮ রান তুলে নিয়েছে ভারত। খেলা ঘুরছে, বলাই যায়।
-
IND vs NZ: গেম সেট ম্যাচ!
শ্রেয়স আইয়ারের ক্ষেত্রে যেন এ কথা বলাই যায়। ২০২৩ বিশ্বকাপ থেকে ধরলে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রেয়সের সর্বনিম্ন স্কোর ৩৩! বাকি সবই বড় ইনিং। এই ম্যাচেও হাফসেঞ্চুরির সামনে শ্রেয়স আইয়ার।
-
IND vs NZ: সিলেবাসের বাইরে!
কিউয়ি স্পিন আক্রমণে আলোচনা হয় মিচেল স্যান্টনারকে নিয়ে। তিনি টিমের ক্যাপ্টেনও। কিন্তু মাইকেল ব্রেসওয়েল যেন হঠাৎই সিলেবাসের বাইরে দুর্দান্ত পারফর্ম করছেন। পাকিস্তানে ব্যাটিং পিচেও কেরামতি দেখিয়েছেন। ভারতীয় ইনিংসের ১৯তম ওভারে আক্রমণে। তাঁকে নিয়ে সতর্ক থাকতে হবে।
-
IND vs NZ: গিয়ার বদল
ভারতের মাটিতে ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপ থেকে এই ফরম্যাটে দুর্দান্ত ফর্মে শ্রেয়স আইয়ার। প্রতি ম্যাচেই তার প্রমাণ দিয়েছেন। এই ম্যাচে শুরুতে পরপর উইকেট হারানোয় চাপে পড়েছিল ভারত। সতর্ক ব্যাটিং করছিলেন শ্রেয়সও। ইনিংস মেরামতির কাজটা দুর্দান্ত করছেন শ্রেয়স ও অক্ষর। ড্রিঙ্কস ব্রেকের পরই গিয়ার বদল।
-
IND vs NZ: ফ্লাইং ফিলিপস!
গ্লেন ফিলিপস কেরিয়ারে দুর্দান্ত কিছু ক্যাচ নিয়েছেন। তেমনই একটায় ফেরান বিরাট কোহলিকে। এই উইকেট বোলারের নয়, বরং ফিল্ডারের ঝুলিতেই যাওয়া উচিত! বিস্তারিত পড়ুন: ফিলিপসের অনবদ্য ক্যাচ, ‘ট্রিপল সেঞ্চুরি’র ম্যাচে ফ্লপ বিরাট কোহলির ব্যাট
-
IND vs NZ: বাউন্ডারি
এতক্ষণ ধৈর্যের পরীক্ষা দিচ্ছিলেন শ্রেয়স-অক্ষর। অবশেষে প্রায় সাড়ে আট ওভার পর বাউন্ডারি এল ভারতের ইনিংসে।
-
IND vs NZ: টস ফ্যাক্টর!
প্রথম দু-ম্য়াচেই রান তাড়া করে জিতেছে ভারত। আজ প্রথমে ব্যাট করতে হচ্ছে। এটাও ভারতের কাছে একটা বড় চ্যালেঞ্জ। ভারতীয় ব্যাটাররা কিউয়ি স্পিনারদের কীভাবে সামলায়, মিডল ওভারে স্ট্রাইক কতটা রোটেট করতে পারে, এর উপরও অনেক কিছু নির্ভর করছে।
-
IND vs NZ: চ্যালেঞ্জ অ্যাক্সেপটেড!
প্রথম দু-ম্যাচে সেই অর্থে কোনও চ্যালেঞ্জের সামনে পড়েনি ভারতীয় দল। প্রতিপক্ষ ছিল বাংলাদেশ ও পাকিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যে সমানে সমানে লড়াই হবে, জানাই ছিল। সেটাই হল। আজ ভারতের মিডল ও লোয়ার অর্ডারের পরীক্ষা।
-
IND vs NZ: কোহলি ফিরলেন সাজঘরে
- ৬.৪ ওভারে বিরাট কোহলির উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া।
- ম্যাট হেনরি নিলেন দ্বিতীয় উইকেট।
- ভারতের তৃতীয় উইকেটের পতন।
- মাত্র ১১ রান করে মাঠ ছাড়লেন বিরাট।
-
IND vs NZ: রোহিত আউট
- ষষ্ঠ ওভারে রোহিত শর্মার উইকেট হারাল ভারত।
- ১৭ বলে ১৫ রান করে মাঠ ছাড়লেন ভারত অধিনায়ক।
- কাইল জেমিসন তুলে নিলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের উইকেট।
- ক্রিজে নতুন ব্যাটার শ্রেয়স আইয়ার।
-
IND vs NZ: প্রথম উইকেটের পতন
- ২.৫ ওভারে শুভমন গিলকে ফেরালেন ম্যাট হেনরি।
- ৭ বলে মাত্র ২ রান করে মাঠ ছাড়লেন ওপেনার গিল।
- মাঠে নেমে পড়লেন বিরাট কোহলি।
-
IND vs NZ: ভারতের ইনিংস শুরু
দুবাইতে কিউয়িদের বিরুদ্ধে নেমে পড়লেন রোহিত শর্মা, শুভমন গিলরা। বোলিংয়ে সূচনায় ম্যাট হেনরি।
-
IND vs NZ: টসের পর কী বললেন রোহিত-স্যান্টনার
টস হেরেছেন ভারত অধিনায়ক। প্রথমে ব্যাটিং করবে টিম ইন্ডিয়া। ম্যাচ শুরু হওয়ার আগে জেনে নিন টসের পর কী বললেন রোহিত শর্মা এবং মিচেল স্যান্টনার।
পড়ুন বিস্তারিত – সেমিফাইনালের আগে রোহিতদের ‘পরীক্ষা’ নিতে চাইছেন কিউয়ি ক্যাপ্টেন
-
IND vs NZ: টস আপডেট
ভারত-নিউজিল্যান্ড ম্যাচে টস জিতলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন।
-
IND vs NZ: ৩০০তম ওডিআই এর আগে কী চলছে কোহলির মনে?
মরুশহরে রবিবার ৩০০তম ওডিআই ম্যাচ খেলবেন ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি। এই মাইলফলক ম্যাচের আগে কী চলছে তাঁর মনে?
পড়ুন বিস্তারিত – Virat Kohli: দিল্লি দা মুন্ডা… ৩০০তম ওডিআই ম্যাচের আগে কী বললেন বিরাট কোহলি?
-
IND vs NZ: কোহলির ‘ট্রিপল সেঞ্চুরি’র ম্যাচের আগে মুগ্ধ সতীর্থরা
আর কিছুক্ষণ পর মিনি বিশ্বকাপে দুবাইতে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ। এই ম্যাচ তাঁর জন্য খুব বিশেষ। কারণ এটি তাঁর কেরিয়ারের ৩০০তম ওডিআই ম্যাচ। তার আগে কোহলিকে নিয়ে মুগ্ধ ভারতীয় টিমের অপর ক্রিকেটাররা। তাঁরা কী বলছেন বিরাটকে নিয়ে?
পড়ুন বিস্তারিত – Virat Kohli: বিরাট কোহলির ‘ট্রিপল সেঞ্চুরি’র ম্যাচের আগে মুগ্ধ শ্রেয়স-সামি-কুলদীপরা, বললেন…
-
IND vs NZ: দুই দলের হেড টু হেড
একদিনের ক্রিকেটে অতীতে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে মোট ১১৮টি ম্যাচে। তার মধ্যে ৬০টি ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের জয় ৫০টি ম্যাচে। ১টি ম্যাচ টাই হয়েছিল। ম্যাচ অমীমাংসিত ৭টি।
-
IND vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-কিউয়ি অতীত সাক্ষাৎ কেমন ছিল?
অতীতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও নিউজিল্যান্ডের সাক্ষাৎ দেখলে নজরে পড়বে তাতে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। এই টুর্নামেন্টে ২টো টিম অতীতে ১ বারই মাত্র মুখোমুখি হয়েছিল। তাতে ২০০০ সালে নাইরোবিতে ৪ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড।
-
IND vs NZ: পড়ুন ভারত-নিউজিল্যান্ডের প্রিভিউ
রোহিতের ভারতের এবং স্যান্টনারের নিউজিল্যান্ডের এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত। রবিবারের এই ম্যাচের আগে পড়ুন প্রিভিউ।
পড়ুন বিস্তারিত – India vs New Zealand Match Preview: শীর্ষস্থানের লড়াই, দুবাইয়ে আজ ভারতের ‘আসল’ পরীক্ষা
-
IND vs NZ: ভারতের একাদশে আজ হতে পারে বদল, বিশ্রামে কি সামি?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও নিউজিল্যান্ড দু-দলেরই সেমিফাইনাল নিশ্চিত। সামিকে নিয়ে ঝুঁকি নাও নেওয়া হতে পারে। সূত্রের খবর তেমনই। পরিবর্তে একাদশে আসতে পারেন অর্শদীপ সিং। এর আরও একটা কারণ রয়েছে।
পড়ুন বিস্তারিত – Mohammed Shami: কিউয়িদের বিরুদ্ধে সামিকে বিশ্রাম, একাদশে বাঁ হাতি পেসার!
-
IND vs NZ: দুবাইতে মুখোমুখি ভারত-কিউয়িরা
এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ, রবিবার দুবাইতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মারা। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড।
Published On - Mar 02,2025 12:29 PM





