Sourav Ganguly: এই পাকিস্তান পাতে দেওয়ার মতো নয়! সৌরভ গঙ্গোপাধ্যায় যা বলছেন
India vs Pakistan, Asia Cup 2025: গত টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির পর এশিয়া কাপেও গ্রুপ পর্বে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম একপেশে লড়াই দেখেছে। সুপার ফোর এবং ফাইনাল মিলিয়ে আরও দু-বার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার টুর্নামেন্ট হোক কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিল, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে থাকে। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। স্বাভাবিক ভাবেই ভারত-পাকিস্তান মহারণের জন্য় অপেক্ষা করতে হয় বহুদেশীয় টুর্নামেন্টের জন্য। বিশ্বকাপের মঞ্চে ভারতের পাল্লা ভারী। একই পরিস্থিতি এসিসি-র টুর্নামেন্টেও। এ বারও তার অন্যথা হয়নি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির পর এশিয়া কাপেও গ্রুপ পর্বে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম একপেশে লড়াই দেখেছে। সুপার ফোর এবং ফাইনাল মিলিয়ে আরও দু-বার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। যদিও বর্তমান পাকিস্তান টিম নিয়ে কার্যত হতাশ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এর কারণও রয়েছে।
বাবর আজম, মহম্মদ রিজওয়ানের মতো সুপারস্টারকে ছাড়াই টিম বানিয়েছে পাকিস্তান। ভারতের তিন তারকা বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজা আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন। তবে ভারতীয় দলের শক্তি কমেনি। একঝাঁক তরুণ ক্রিকেটারই দাপট দেখাচ্ছেন। অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদবরা এশিয়া কাপে টানা দু-ম্যাচে জিতেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটের বড় ব্যবধানে জয়। যদিও ভারত-পাকিস্তান ম্যাচে যে রোমাঞ্চ প্রত্যাশা করা যায়, তার ছিটেফোটাও দেখা যায়নি।
ভারতের প্রাক্তন অধিনায়ক এ দিন ফ্যাশন দুনিয়ায় পা রাখলেন। আনুষ্ঠানিকভাবে উন্মোচন হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্র্যান্ড সৌরাগ্য। রোনাল্ডো, বেকহ্যামের পর ক্রীড়া জগতে সৌরভের ফ্যাশন ব্র্যান্ড। জমকালো পাঞ্জাবি-পায়জামা পরে র্্যাম্পেও হাঁটলেন মহারাজ। সেই অনুষ্ঠানের পরই পাকিস্তান টিম নিয়ে কথা বলেন সৌরভ। বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এখন আর কোনও উত্তেজনাই নেই। আমরা যখন খেলতাম তখন পাকিস্তান দল অনেক শক্তিশালী ছিল। সৈয়দ আনোয়ার, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসের মতো ক্রিকেটাররা খেলত। এখন পাকিস্তানকে হারানো অনেক সহজ।’
এখানেই থামেননি মহারাজ। আরও যোগ করেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ এখন একেবারে একপেশে লড়াই। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এমনকি শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো দলের সঙ্গে খেলাও অনেক প্রতিযোগিতামূলক। অনেক চ্যালেঞ্জিং।’
