Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs England 2021: ঘুরে দাঁড়ানোর লড়াই কোহলিদের

দীর্ঘদিন রানের মধ্যে নেই বিরাট কোহলি (Virat Kohli)। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২ ম্যাচে শূন্য রানে আউট। দ্বিতীয় টি-টোয়েন্টিতে (2nd T20I) ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ভারত অধিনায়কের। প্রথম টি-টোয়েন্টিতে ভারতের টপ অর্ডার একদমই ব্যর্থ।

India vs England 2021: ঘুরে দাঁড়ানোর লড়াই কোহলিদের
ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Mar 13, 2021 | 6:29 PM

আমদাবাদ: হারের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই রবিবার ফের মাঠে নামছে ভারত। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার। চলতি বছরেই দেশের মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে কুড়ি-বিশের ফরম্যাটে নিজেদের আরও ধারালো করে তুলতে চান কোহলিরা। প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ধাওয়ান, রাহুল ,কোহলিরা। বোলিং ব্যর্থতার সঙ্গে ব্যাটিং ব্যর্থতাও চোখে পড়েছে। রবিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দেখেই বাড়ি ফিরবেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই বোর্ড সভাপতির সামনেও একটা দুর্দান্ত পারফর্ম করতে মুখিয়ে কোহলিরা।

আরও পড়ুন: কোহলির আউট নিয়ে রসিকতা, বিতর্কে উত্তরাখণ্ড পুলিশ

দীর্ঘদিন রানের মধ্যে নেই বিরাট কোহলি (Virat Kohli)। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২ ম্যাচে শূন্য রানে আউট। দ্বিতীয় টি-টোয়েন্টিতে (2nd T20I) ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ভারত অধিনায়কের। প্রথম টি-টোয়েন্টিতে ভারতের টপ অর্ডার একদমই ব্যর্থ। আর্চার-উডদের আগুনে বোলিংয়ে ছারখার হয়ে যান কোহলিরা। রোহিত শর্মাকে না খেলানো নিয়েও সমালোচনার মুখে পড়েছেন কোহলি। শুক্রবারই বিরাট জানিয়েছিলেন, প্রথম দুটো টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিতকে। সেক্ষেত্রে রবিবারও হয়তো ওপেনিং জুটিতে কোনও বদল আনবে না টিম ম্যানেজমেন্ট। ধাওয়ান-রাহুল জুটিই নামবেন শুরুতে। তিনে আসবেন বিরাট কোহলি। গত ম্যাচে শ্রেয়স আয়ার মিডল অর্ডারে একা ভরসা জুগিয়েছেন। ব্যাটিং ব্যর্থতা ঢাকতে রবিবার হয়তো খেলানো হতে পারে সূর্যকুমার যাদবকে। ভাবনায় রয়েছে রাহুল তেওয়াটিয়াও। কারণ রিস্ট স্পিনার তেওয়াটিয়ার বোলিংটাও ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে মোতেরার পিচে। সূর্যকুমার যাদব আর রাহুল তেওয়াটিয়া আইপিএলে সাড়া জাগানোর পরই জাতীয় দলে ডাক পেয়েছেন। টিম ইন্ডিয়ার জার্সিতেও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত এই দুই ক্রিকেটার। ওয়াশিংটন সুন্দর আর অক্ষর প্যাটেলের মধ্যে যে কোনও একজনকে বসাতে পারে থিঙ্ক ট্যাঙ্ক। আবার তিন পেসারে যাওয়ার ভাবনাও রয়েছে টিম ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে সুন্দর আর অক্ষরকে বসিয়ে একজন ব্যাটসম্যান আর একজন পেসারকে খেলানো হতে পারে।

আরও পড়ুন: বুমরাকে টপকে গেলেন চাহাল

এ দিকে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে আত্মবিশ্বাসী ইংল্যান্ড। ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই প্রথম ম্যাচে ভারতকে টেক্কা দিয়েছেন মর্গ্যানরা। ভারতের স্পিন অ্যাটাক সামলাতে নেট সেশনে আদিল রাশিদের বলে বেশি অনুশীলন করেছেন জনি বেয়ারস্টো। তাই চাহল-অক্ষর-সুন্দরদের খেলতে কোনও অসুবিধে হয়নি তাঁর। টেস্ট টিমের চেয়েও ইংল্যান্ডের টি-টোয়েন্টি টিম অনেক বেশি শক্তিশালী। জেসন রয়, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান, মালানের মতো বিগ হিটাররা সীমিত ওভারের ক্রিকেটে অনেক বেশি বিপজ্জনক। সঙ্গে বেন স্টোকস, সাম ক্যুরানের মতো অলরাউন্ডাররা রয়েছেন দলে। তবে আইপিএল খেলার অভিজ্ঞতাকেই কাজে লাগাচ্ছে ইংল্যান্ড দল। টেস্ট সিরিজ হারের জ্বালা টি-টোয়েন্টিতেই মেটাতে মরিয়া স্টোকস-আর্চাররা। প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও উইকেটের চরিত্র একই থাকছে। রাতে ম্যাচ হওয়ায় শিশিরও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। সব কিছুকে মাথায় রেখেই ইংল্যান্ড বধের পরিকল্পনা সাজাচ্ছে টিম ইন্ডিয়া।