IND W vs AUS W: ইংল্যান্ড বধ করে দীপ্তিদের নজরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জয়
India vs Australia Only Test: কালে-ভদ্রে টেস্ট খেলার সুযোগ পায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই অর্থে বলতে গেলে মেয়েদের ক্রিকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত ছাড়া কেউ টেস্ট খেলেই না। ভারতও দু-বছর পর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি করে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে। ইংল্যান্ডকে হারিয়ে একটা ধাপ পেরনো গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের ইতিহাসে প্রথম জয় তুলে নিতে পারলে আগামী দিনে প্রত্য়াশা করা যায়, এই ফরম্যাটে ম্যাচের সংখ্যাও বাড়বে। সেটাই লক্ষ্য ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের।
মুম্বই: দেশের মাটিতে দীর্ঘ ৯ বছর পর টেস্ট খেলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য জিতেছে। এ বার সামনে অস্ট্রেলিয়া। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে অ্যালিসা হিলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ও হরমনপ্রীত কৌরের উইমেন ইন ব্লু। ১৯৮৪ সালের পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। দু-বছর আগে শেষ বার এই ফরম্যাটে মুখোমুখি হয়েছিল দু-দল। অস্ট্রেলিয়ার মাটিতে সেই গোলাপি বলে দিন রাতের টেস্টে সেঞ্চুরি করেছিলেন স্মৃতি মান্ধানা। ম্যাচ ড্র হয়েছিল। সার্বিক রেকর্ড অবশ্য ভারতের কাছে স্বস্তির নয়। টেস্ট ক্রিকেটে ১০ বার মুখোমুখি হলেও জয়ের স্বাদ পায়নি ভারত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন স্পিনাররা। বিশেষ করে বলতে হয় দীপ্তি শর্মার কথা। ভারতের জয়ের অন্যতম কারিগর। অস্ট্রেলিয়া আরও কঠিন প্রতিপক্ষ। মেয়েদের ক্রিকেটে সফলতম অধিনায়ক মেগ ল্যানিং অবসর নিয়েছেন। অস্ট্রেলিয়ার মেয়েদের ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হচ্ছে ভারত সফর থেকেই। অতীতে নেতৃত্ব দিয়েছেন অ্যালিসা হিলি। পূর্ণ দায়িত্বে এ বারই প্রথম। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচের ওপর ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতও নির্ভর করছে।
কালে-ভদ্রে টেস্ট খেলার সুযোগ পায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই অর্থে বলতে গেলে মেয়েদের ক্রিকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত ছাড়া কেউ টেস্ট খেলেই না। ভারতও দু-বছর পর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি করে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে। ইংল্যান্ডকে হারিয়ে একটা ধাপ পেরনো গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের ইতিহাসে প্রথম জয় তুলে নিতে পারলে আগামী দিনে প্রত্যাশা করা যায়, এই ফরম্যাটে ম্যাচের সংখ্যাও বাড়বে। সেটাই লক্ষ্য ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের।
অধিনায়ক হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানা ছাড়া স্কোয়াডের বাকিদের টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা খুব বেশি নেই। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারানো আত্মবিশ্বাস বাড়িয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্য চ্যালেঞ্জও রয়েছে। অজি দল তুলনামূলক ভাবে স্পিন বোলিং ভালো খেলে। তেমনই অজি দলেও ভালো মানের স্পিনার রয়েছে। উইমেন্স প্রিমিয়ার লিগেও খেলেন অজি ক্রিকেটাররা। এখানকার পরিবেশ, পরিস্থিতিও নতুন নয়। রোমাঞ্চকর একটা টেস্টের অপেক্ষা।
ভারত বনাম অস্ট্রেলিয়া, সকাল ৯.৩০, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার