KL Rahul : মসীহা রাহুল! কর্নাটকের এক ছাত্রর উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন কেএল
ঊচ্চশিক্ষার ইচ্ছে থাকলেও মহালিঙ্গপুরের এক ছাত্র আর্থিক অস্বচ্ছলতার কারণে সেই পথে এগোতে পারছিলেন না। ওই প্রতিভাবান ছাত্রটির নাম অম্রুত মাভিনকাট্টি। নিজের শহরের এমন এক তরুণের কথা জানার পর তাঁর কলেজে পড়ার দায়িত্ব নিয়েছেন লোকেশ রাহুল (KL Rahul)।
নয়াদিল্লি : অদম্য ইচ্ছে ও পড়াশুনা করার তাগিদ রয়েছে। কিন্তু লেখাপড়া চালিয়ে যাওয়ার আর্থিক সামর্থ্য নেই। ঊচ্চশিক্ষার ইচ্ছে থাকলেও মহালিঙ্গপুরের এক ছাত্র আর্থিক অস্বচ্ছলতার কারণে সেই পথে এগোতে পারছিলেন না। ওই প্রতিভাবান ছাত্রটির নাম অম্রুত মাভিনকাট্টি। কর্নাটকের হাবুলির কেএলএ কলেজে বি.কম কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছে ছিল অম্রুতের। কিন্তু অর্থের অভাবে সে ওই কলেজে ভর্তি হতে পাচ্ছিল না। স্থানীয় এক বাসিন্দা মঞ্জুনাথ হেবসুর এরপর এর বন্ধুর মারফত যোগাযোগ করেন ভারতের উইকেট-কিপার ব্যাটারের সঙ্গে। নিজের শহরের এমন এক তরুণের কথা জানার পর তাঁর কলেজে পড়ার দায়িত্ব নিয়েছেন লোকেশ রাহুল (KL Rahul)। কিন্তু কীভাবে অম্রুতের কথা জানতে পারলেন রাহুল? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
উচ্চশিক্ষার পথে আর্থিক সমস্যায় পড়া অম্রুতের কথা কীভাবে জানলেন লোকেশ রাহুল?
আসলে অম্রুত মাভিনকাট্টির এক বন্ধু জনসাধারণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় এমন এক ব্যক্তি মঞ্জুনাথের সঙ্গে দেখা করেন। এবং জানান অম্রুত নামে তাঁর এক বন্ধু পড়াশুনায় খুব ভালো। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকার কারণে তিনি লেখাপড়া চালিয়ে যেতে পারছেন না। অম্রুত পিইউসি পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেয়েছিলেন। মা নেই তাঁর। বাবার কাছেই মানুষ। বি.কম পড়ার ইচ্ছে থাকলেও উপায় পাচ্ছিলেন না। এমন সময় কেএল রাহুল মসীহা হয়ে এসেছেন তাঁর কাছে। আসলে মঞ্জুনাথ বলে যে ব্যক্তির সঙ্গে অম্রুতের বন্ধু নীতীন যোগাযোগ করেছিল তিনি সময় নষ্ট না করে তাঁর কলেজের বন্ধু অক্ষয়কে পুরো বিষয়টি জানান। ওই ব্যক্তি মুম্বইয়ে এক বিজ্ঞাপন কোম্পানিতে কাজ করেন। এবং মাঝে মাঝেই তিনি লোকেশ রাহুল, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজার সঙ্গে বিজ্ঞাপনের কাজও করেন। মঞ্জু কর্নাকটের অম্রুতের কথা অক্ষয়কে জানানোর পর তিনি সটান ফোন করেন কেএল রাহুলকে। এই বিষয়টি রাহুল জানতে পারার পর অম্রুতের পড়াশুনার খরচ দিতে রাজি হয়ে যান।
রাহুলের আর্থিক সহায়তায় অম্রুত কর্নাটকের হুবলি কলেজে বি.কম অর্নাস নিয়ে ভর্তি হয়েছেন। শুধু তাই নয়। লোকেশ রাহুল তাঁর প্রথম বর্ষের ডিগ্রির জন্য যত খরচ হবে তা বহন করবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে অম্রুতকে বইপত্র ও খাবার-দাবার কেনার জন্যও আর্থিক সহায়তা করবেন বলে জানিয়েছেন রাহুল। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে। সকলেই রাহুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। লোকেশ রাহুল, মঞ্জুনাথ হেবসুর, অক্ষয় ও তাঁর বন্ধু নীতীককে ধন্যবাদ জানিয়েছেন অম্রুত।
KL Rahul has financially helped a deserving (95%) student named Amrut Mavinkatti, who lost his mother from Mahalingapura to study B. Com at Hubballi’s KLE College through Akshay Sir.pic.twitter.com/bs36i3RlqJ
— Lordgod? (@LordGod188) June 11, 2023