IND vs SL Schedule: পিছিয়ে গেল গৌতম গম্ভীরের অভিষেক! জানুন ভারত-শ্রীলঙ্কা সিরিজের নতুন তারিখ

India Tour of Sri Lanka: ভারত-শ্রীলঙ্কার সাদা বলের এই সিরিজে দু-দলের কাছেই একটা দারুণ মিল রয়েছে। ভারতের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। সরকারি ভাবে তিনি দায়িত্ব নেবেন এই সিরিজেই। তেমনই শ্রীলঙ্কারও নতুন কোচ। ক্রিস সিলভারউডের বিদায়ে শ্রীলঙ্কার অন্তর্বর্তী কোচের দায়িত্বে শ্রীলঙ্কার বিশ্বজয়ী ক্রিকেটার সনৎ জয়সূর্য।

IND vs SL Schedule: পিছিয়ে গেল গৌতম গম্ভীরের অভিষেক! জানুন ভারত-শ্রীলঙ্কা সিরিজের নতুন তারিখ
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jul 13, 2024 | 8:43 PM

জাতীয় দলের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট। ভারতীয় ক্রিকেট প্রেমীরাও অপেক্ষায় রয়েছেন এই সিরিজের। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে শ্রীলঙ্কা সফরের সূচিও প্রকাশ করা হয়েছিল। গৌতম গম্ভীরের অভিষেক সিরিজ অবশ্য পিছিয়ে গেল। শ্রীলঙ্কায় তিনটি করে টেস্ট ও ওয়ান ডে খেলবে ভারত। বোর্ডের দেওয়া প্রাথমিক সূচি অনুযায়ী সিরিজ শুরুর কথা ছিল ২৬ জুলাই। যদিও একদিন পিছিয়ে গেল সিরিজ। নতুন সূচি প্রকাশ্যে এল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ২৬-এর পরিবর্তে সিরিজ শুরু হবে ২৭ জুলাই। এর কারণ হিসেবে বলা যেতে পারে, ব্রডকাস্টারের বিষয়। এই সিরিজের জন্য সম্প্রচারকারী চ্যানেল একটি প্রোমো প্রকাশ করেছিল। বেশ কিছুদিন ধরেই দেখানো হচ্ছিল সেই প্রোমো। সেখানে রয়েছে, ২৭ জুলাই থেকে সিরিজ। এর মাঝে বোর্ডের সূচি ধোঁয়াশা তৈরি করেছিল। সেই ধোঁয়াশা মিটে গিয়েছে।

শ্রীলঙ্কা সফরে ভারতের প্রথম টি-টোয়েন্টি ২৭ জুলাই। সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ২৮ ও ৩০ জুলাই। তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে পাল্লেকেলে স্টেডিয়ামে। ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। স্বাভাবিক ভাবেই ওয়ান ডে সিরিজও পিছিয়েছে। ১ অগস্ট শুরুর কথা ছিল ওয়ান ডে সিরিজ। পরিবর্তিত সূচি অনুযায়ী ২ অগস্ট শুরু ওয়ান ডে সিরিজ। বাকি দুটি ওয়ান ডে ৪ ও ৭ আগস্ট।

ভারত-শ্রীলঙ্কার সাদা বলের এই সিরিজে দু-দলের কাছেই একটা দারুণ মিল রয়েছে। ভারতের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। সরকারি ভাবে তিনি দায়িত্ব নেবেন এই সিরিজেই। তেমনই শ্রীলঙ্কারও নতুন কোচ। ক্রিস সিলভারউডের বিদায়ে শ্রীলঙ্কার অন্তর্বর্তী কোচের দায়িত্বে শ্রীলঙ্কার বিশ্বজয়ী ক্রিকেটার সনৎ জয়সূর্য।