KKR vs LSG, IPL 2023 : প্রেরণার আর এক নাম, মহসিনকে বিরাট সার্টিফিকেট মর্কেলের

Kolkata Knight Riders vs Lucknow Super Giants : গত বারের আইপিএলে ৯ ম্যাচে সুযোগ পেয়েছিলেন মহসিন। নিয়েছিলেন ১৪টি উইকেট। ইকোনমি ৬-এরও কম। এর থেকেই প্রমাণিত কতটা ভালো পারফর্ম করেছিলেন মহসিন।

KKR vs LSG, IPL 2023 : প্রেরণার আর এক নাম, মহসিনকে বিরাট সার্টিফিকেট মর্কেলের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2023 | 9:37 PM

দীপঙ্কর ঘোষাল : রুদ্ধশ্বাস একটা ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্সের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে শেষ ওভারে ১১ রান ডিফেন্ড করতে হত। সামনে সেট ব্যাটার টিম ডেভিড। সঙ্গে রয়েছেন আর এক বিধ্বংসী ব্যাটার ক্যামেরন গ্রিন। শেষ ওভারে মাত্র পাঁচ রান দেন মহসিন। লখনউ সুপার জায়ান্টস ৫ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয়। ব্যক্তিগত জীবনের নানা সমস্যা থাকলেও পারফরম্যান্সে তার ছাপ পড়তে দেননি। ম্যাচ শেষে জানিয়েছিলেন অনেক কথা। বাবা আইসিইউতে। ছেলে দলের দায়িত্ব পালন করেছেন। ম্যাচটা বাবার জন্যই খেলছিলেন, এমনটাও বলেন মহসিন। শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে লখনউ সুপার জায়ান্টস। জিতলেই প্লে-অফ নিশ্চিত তাদের। শুধুমাত্র ক্রিকেটপ্রেমীরাই নন, লখনউ শিবিরও প্রেরণা খুঁজছেন মহসিনের মধ্যে। কেকেআর ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে আসেন লখনউ সুপার জায়ান্টসের বোলিং কোচ মর্নি মরকেল। তিনিও বিরাট সার্টিফিকেট দিলেন মহসিন খানকে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চাপের মুহূর্তে শেষ ওভারে ১১ রান ডিফেন্ড করা সহজ নয়। গত আইপিএলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মহসিন। এরপর চোটের কারণে হারিয়ে যেতে বসেছিলেন। এ বারও শুরুর দিকে খেলতে পারেননি। যেটুকু সুযোগ এসেছে, কাজে লাগিয়েছেন মহসিন। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত মরকেল বলছেন, ‘মহসিন রত্ন। ভবিষ্যৎ তারকা। ওকে দেখে রাখতে হবে।’ গুরুতর অস্ত্রোপচারের পর এক বছর মাঠের বাইরে ছিলেন মহসিন। এই প্রসঙ্গ যোগ করে মরকেল আরও বলেন, ‘ওর যা পরিস্থিতি ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তই অনেক বড় পদক্ষেপ।’

মহসিনকে নিয়ে উচ্ছ্বসিত মরকেল আরও বলেন, ‘এক বছর ক্রিকেটের বাইরে থাকা। ঠিকঠাক প্রস্তুতির সুযোগ পায়নি। আইপিএলে এসেই যেভাবে ঠান্ডা মাথায় দুর্দান্ত পারফর্ম করল, তা অনবদ্য। মহসিনকে নিয়ে আমি অভিভূত। চোটের কারণে প্রায় হাত খোঁয়াতে বসেছিল। এ ভাবে প্রত্যাবর্তন সকলের কাছেই প্রেরণা জোগানোর মতোই।’ গত বারের আইপিএলে ৯ ম্যাচে সুযোগ পেয়েছিলেন মহসিন। নিয়েছিলেন ১৪টি উইকেট। ইকোনমি ৬-এরও কম। এর থেকেই প্রমাণিত কতটা ভালো পারফর্ম করেছিলেন মহসিন।