Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Harry Brook : হ্যারির ‘ব্রুট’ ইনিংস, এ বারের আইপিএলে প্রথম সেঞ্চুরি, কেকেআরের সামনে বিশাল লক্ষ্য

IPL 2023 : অথচ ঘরের মাঠে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে সাফল্য় এসেছিল। হঠাৎ কেন পরিকল্পনায় বদল!

Harry Brook : হ্যারির 'ব্রুট' ইনিংস, এ বারের আইপিএলে প্রথম সেঞ্চুরি, কেকেআরের সামনে বিশাল লক্ষ্য
Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2023 | 9:39 PM

দীপঙ্কর ঘোষাল : হয়তো একেই বলে ব্রুট ইনিংস! প্রথম বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন ইংল্য়ান্ডের তরুণ ব্য়াটার হ্য়ারি ব্রুক। প্রথম আইপিএলে ছাপ ফেলার জন্য় ইডেন গার্ডেন্সকেই বেছে নিলেন। ঐতিহ্যের ইডেনে কেকেআরের বিরুদ্ধে অনবদ্য় ইনিংস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নীতীশ রানা। অথচ ঘরের মাঠে প্রথম ম্য়াচে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে সাফল্য় এসেছিল। হঠাৎ কেন পরিকল্পনায় বদল! তার কারণ হতে পারে, ভিন্ন পিচে খেলা হওয়ায় পরিস্থিতি বুঝে নিতে চাইছিলেন নীতীশ রানা। সেটাই বুমেরাং হবে না তো! এ বারের আইপিএলের প্রথম শতরানে যেন সেই ইঙ্গিতই দিলেন হ্য়ারি ব্রুকও। বিস্তারিত TV9Bangla-য়।

সানরাইজার্স ইনিংসের পঞ্চম ওভার। আন্দ্রে রাসেল এই ওভারে জোড়া উইকেট নিয়ে সানরাইজার্সকে চাপে ফেলেছিলেন। যদিও হ্য়ারি ব্রুক এক দিক আগলে রাখেন। শুধু তাই নয়, অধিনায়ক এইডেন মার্করামকে সঙ্গে নিয়ে অনবদ্য একটি জুটিও গড়লেন। সানরাইজার্স অধিনায়ক এইডেন মার্করামও অর্ধশতরান করেন। তিনি আউট হতেই অভিষেক শর্মার সঙ্গে আরও একটা জুটি। শেষ অবধি তাঁর শতরান এবং মার্করাম, অভিষেকদের সাপোর্টিং ইনিংসে ২২৮ রানের বিশাল স্কোর গড়ল সানরাইজার্স হায়দরাবাদ।

কলকাতা নাইট রাইডার্সের এ মরসুমে সবচেয়ে বড় সমস্য়া টপ অর্ডার। মূলত ওপেনিং নিয়ে বেশি সমস্য়া। এ বারের তিন ম্যাচে ভিন্ন জুটি দেখা গিয়েছে। সাফল্য়ের ভাঁড়ার শূন্য়। মিডল এবং লোয়ার অর্ডার ব্য়াটারদের ওপরই বাড়তি চাপ পড়ছে। গত ম্য়াচে ভেঙ্কটেশ আইয়ারের অনবদ্য় ইনিংস এবং শেষ ওভারে পাঁচ ছক্কায় ম্য়াচ জেতান রিঙ্কু সিং। কিন্তু প্রতি ম্য়াচেই কি তেমনটা সম্ভব! ২২৯ রানের লক্ষ্য় কেকেআরের জন্য় বিশাল। এ বারের আইপিএলে এটিই সর্বাধিক দলগত স্কোর। এর জন্য় চাই ভালো শুরু। এখন দেখার, ওপেনিং জুটি কতটা ভরসা দিতে পারে। কেকেআরের হয়ে বল হাতে এ-ম্য়াচে সবচেয়ে সফল আন্দ্রে রাসেল। তেমনই চিন্তাও রাসেল। তিন উইকেট নিলেও চোটে মাঠ ছেড়েছেন।