KKR, IPL 2023 : আজ কি জশের সামনে জেসনরা? আরসিবি একাদশে ফিরতে পারেন অজি ত্রাস
Josh Hazelwood : ফিল্ডিংয়ে গুরুতর চোট পেয়েছিলেন ইংল্য়ান্ডের বাঁ হাতি পেসার রিস টপলি। টুর্নামেন্ট থেকেই ছিটকে যান টপলি। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি পেসার ওয়েন পার্নেলকে সই করিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স। জশ হ্যাজলউড প্রসঙ্গে জানানো হয়েছিল, প্রথম সাত ম্যাচে অন্তত পাওয়া যাবে না অস্ট্রেলিয়ার তারকা পেসারকে। মরসুমে ইতিমধ্যেই সাতটি ম্যাচ খেলে ফেলেছে আরসিবি।
বেঙ্গালুরু : এ বারের আইপিএল শুরুর আগে বড় রকমের ধাক্কা খেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চোটর জন্য পুরো টুর্নামেন্টে জশ হ্যাজলউডকে পাওয়া নিয়ে ধোঁয়াশা ছিল। অজি পেসারের পাশাপাশি চিন্তা বাড়ে প্রথম ম্যাচেই। ফিল্ডিংয়ে গুরুতর চোট পেয়েছিলেন ইংল্য়ান্ডের বাঁ হাতি পেসার রিস টপলি। টুর্নামেন্ট থেকেই ছিটকে যান টপলি। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি পেসার ওয়েন পার্নেলকে সই করিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স। জশ হ্য়াজলউড প্রসঙ্গে জানানো হয়েছিল, প্রথম সাত ম্যাচে অন্তত পাওয়া যাবে না অস্ট্রেলিয়ার তারকা পেসারকে। মরসুমে ইতিমধ্যেই সাতটি ম্য়াচ খেলে ফেলেছে আরসিবি। আজ ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ। জেসন রয়দের বিরুদ্ধে কি পাওয়া যাবে হ্য়াজলউডকে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মঙ্গলবার চুটিয়ে অনুশীলন করেছেন জশ হ্যাজলউড। তাঁর দক্ষতা সম্পর্কে কোনও প্রশ্ন নেই। গতি এবং নিখুঁত লাইন লেন্থে ধারাবাহিক বোলিং করে যেতে পারেন জশ। এমনিতেই আরসিবির আর এক পেসার মহম্মদ সিরাজ বিধ্বংসী ফর্মে রয়েছেন। বিশেষ করে বলতে হয় সিরাজের পাওয়ার প্লে পারফরম্যান্স। তাঁর সঙ্গে নতুন বলে জশ হ্যাজলউড যোগ হলে কলকাতা নাইট রাইডার্সের সমস্যা বাড়বে। গত ম্যাচে জয়ের পর আরসিবিকে নেতৃত্ব দেওয়া বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছিলেন, কেকেআরের বিরুদ্ধে এই ম্যাচে ফিরতে পারেন জশ। ম্যাচের আগে এই ডান হাতি পেসার অনুশীলন করায় সম্ভাবনা বাড়ছে।
Round 2️⃣ ? Knight Riders
12th Man Army discusses the factors that might come into play at home, the possible lineup, and the key player battles for #RCBvKKR!
Here’s our fan preview, on @hombalefilms brings you 12th Man TV. ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 pic.twitter.com/LYkBxSWIKE
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 26, 2023
কলকাতা নাইট রাইডার্সের টপ অর্ডার এমনিতেই হতাশ করেছে এ মরসুমে। বিশেষ করে ওপেনিং জুটি। সাতটি ম্যাচে পাঁচটি ভিন্ন ওপেনিং জুটি নামিয়েছে কেকেআর। কোনও জুটিই সাফল্য পায়নি। দু-একটা ব্যক্তিগত নৈপুণ্যের ইনিংস দেখা গিয়েছে শুধু। জেসন রয়কে শেষ মুহূর্তে সাকিবের পরিবর্ত হিসেবে সই করিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দু-ম্যাচেই ভরসা দিয়েছেন রয়। গত ম্যাচে চোটের কারণে ১২ ওভারের পর মাঠ ছেড়েছিলেন জেসন। সে কারণে ওপেন করতে পারেননি। পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন। আরসিবির বিরুদ্ধে তিনি ওপেনিংয়ে ফিরছেন এটুকু নিশ্চিত। সঙ্গী বদল হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা থাকছেই। কলকাতা শিবিরে বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে জশ হ্যাজলউডের কামব্যাক।