কলকাতা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী সংস্করণের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী আইপিএলের (IPL 2024) জন্য রিটেনশন তালিকা আগেই জমা দিয়েছিল দশটি ফ্র্যাঞ্চাইজি। ট্রেডিংয়ের মাধ্যমেও প্লেয়ার নেওয়া হয়েছে। এ বার সব দলের নজর ছিল ফাঁক পূরণ করায়। দুবাইয়ে মিনি অকশনে রেকর্ড দরে টিম পেলেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক। আর সেই রেকর্ড গড়ল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে এত দিন নিলামে সবচেয়ে বেশি দরে দল পাওয়ার রেকর্ড ছিল স্যাম কারানের দখলে। এ দিন সানরাইজার্স হায়দরাবাদ সেই রেকর্ড ভেঙে দেয়। প্যাট কামিন্সকে ২০.৫ কোটি টাকায় নেয় সানরাইজার্স। যদিও সেই রেকর্ড দীর্ঘস্থায়ী হয়নি। কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্ককে নিয়েছে ২৪.৭৫ কোটি টাকায়। নিলামে এ দিন সর্বাধিক ৭৭ জনের স্লট ছিল। দল পেলেন ৭২ জন ক্রিকেটার। এর মধ্যে ৩০ জনের বিদেশি স্লট ফুল হল। সব মিলিয়ে খরচ হল ২৩০ কোটি ৪৫ লক্ষ টাকা। কী হচ্ছে নিলামে, প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লিঙ্কে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি অকশনে বেশ কয়েকজন প্লেয়ার নিয়েছে গুজরাট টাইটান্স। হার্দিকের বিকল্প কি পাওয়া গেল? বিস্তারিত পড়ুন: মাত্র ৫০ লাখেই হার্দিক পান্ডিয়ার বিকল্প পেয়ে গেল গুজরাট টাইটান্স!
সুদূর ওয়েস্ট ইন্ডিজ থেকে নিলামের খোঁজখবর রেখেছিলেন ইংলিশ ক্রিকেটার ফিল সল্ট। কিন্তু তিনি দুবাইতে হওয়া আইপিএল নিলামে অবিক্রিত রয়ে গিয়েছেন। তারপরই জ্বলে উঠেছে তাঁর ব্যাট।
পড়ুন বিস্তারিত – IPL 2024 Auction: আইপিএল নিলামে আনসোল্ড, সেঞ্চুরি হাঁকিয়ে রাগ মেটালেন ফিল সল্ট!
মাহির পাঠশালায় নতুন ছাত্র হতে চলেছেন সমীর রিজভি। কারণ, মরুশহরে আইপিএল নিলামে আনক্যাপড সমীর রিজভিকে ৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনেছে সিএসকে।
পড়ুন বিস্তারিত – IPL 2024 Auction: মাহির পাঠশালায় ‘ডানহাতি রায়না’, IPL নিলামে পেলেন ৮.৪০ কোটি
আগামী আইপিএলের মিনি অকশন শেষ। কাল থেকে শুরু ট্রেডিং। প্রতিটি দলই নিজেদের মতো দল গুছিয়ে নিয়েছে। যা কিছু গ্যাপ, সুযোগ থাকবে ট্রেডিংয়ের মাধ্যমে তা পূরণ করার। বাংলা ক্রিকেটের জন্য এ বারের নিলাম হতাশায় কাটল। নিলাম পর্ব শেষ, অপেক্ষা টুর্নামেন্ট শুরুর। নজর থাকবে একঝাঁক তরুণ ক্রিকেটারের ওপর।
মিচেল স্টার্ককে নিতেই ২৪.৭৫ কোটি খরচ কেকেআরের। কেমন দল গড়ল কেকেআর? বিস্তারিত পড়ুন: নিলাম থেকে স্টার্ক-মণীশ সহ ৬ ক্রিকেটার, টিম কেমন হল KKRএর?
অ্যাক্সেলেরেটেড অকশনে তরুণ পেসার সাকিব হুসেনকে নিল কলকাতা নাইট রাইডার্স। মাত্র ১৯ বছর বয়স। ডান হাতি পেসারে বিনিয়োগ কলকাতা নাইট রাইডার্সের। বেস প্রাইস ২০ লক্ষ টাকায় তাঁকে নিল কেকেআর।
অ্যাক্সেলেরেটেড অকশনে দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি পেসার নান্দ্রে বার্গারকে নিল রাজস্থান রয়্যালস। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে ভালো বোলিং করেন বার্গার। এরপরই শেষ বাজারে টিম পেলেন নান্দ্রে বার্গার।
অ্যাক্সেলেরেটেড অকশনে তরুণ বিধ্বংসী ব্যাটার স্বস্তিক চিকারাকে নিল দিল্লি ক্যাপিটালস। বেস প্রাইস ২০ লক্ষ টাকায় তাঁকে নিলেন সৌরভরা।
অ্যাক্সেলেরেটেড অকশনে বোলিং আক্রমণে কিছুটা ধার বাড়াল কেকেআর। ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনকে নিল কলকাতা নাইট রাইডার্স। ১ কোটির বেস প্রাইসেই তাঁকে পাওয়া গেল।
অ্যাক্সেলেরেটেড অকশনে আফগান স্পিনার মুজিব উর রহমানকে নিল কলকাতা নাইট রাইডার্স। বেস প্রাইস ২ কোটিতে তাঁকে নিল কেকেআর।
অ্যাক্সেলেরেটেড অকশনে লকি ফার্গুসনকে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সে ছিলেন।
বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় শেষ সুযোগে নিলামে মণীশ পান্ডেকে নিল কলকাতা নাইট রাইডার্স। অ্যাক্সেলেরেটেড অকশনে তাঁকে নিল কেকেআর। ২০১৪ সালে চ্যাম্পিয়ন নাইট টিমের সদস্য।
আর মাত্র কয়েকজন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে। নিলামে এখনও অবধি বাংলার ঝুলিতে হতাশাই। প্রত্যেকটা টিমের কাছে কিছু নাম চাওয়া হয়েছে। তাঁদের নিয়েই হবে অ্যাক্সেলেরেটেড অকশন।
অ্যাক্সেলেরেটেড অকশনে প্রত্যাশা ছিল মহম্মদ কাইফকে নিয়ে। বাংলার হয়ে দুরন্ত পারফরম্যান্স করছেন এই পেসার। মহম্মদ সামির ভাই আইপিএলে টিম পেলেন না।
অ্যাক্সেলেরেটেড অকশনে সুমিত কুমারের জন্য নামল। পেস বোলিং অলরাউন্ডার। যদিও ফের টাকার জন্য নিতে পারল না। ১ কোটিতে সুমিত কুমারকে নিল দিল্লি ক্যাপিটালস।
অ্যাক্সেলেরেটেড অকশনে শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারার জন্য চেষ্টা করে কলকাতা নাইট রাইডার্স। যদিও পার্সে কম টাকা থাকায় দ্রুতই লড়াই থেকে সরে দাঁড়ায় কেকেআর। মুম্বই, আরসিবি লড়াইয়ে নামে। ৪.৮ কোটিতে তাঁকে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
অ্যাক্সেলেরেটেড অকশনে অজি পেসার ঝাই রিচার্ডসনকে নিয়ে লড়াই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস চেষ্টা করে। বাজি জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। ৫ কোটিতে ঝাই রিচার্ডসনকে নিল দিল্লি।
অ্যাক্সেলেরেটেড অকশনে মহেন্দ্র সিং ধোনির টিমে বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। তাঁকে নিয়ে লড়াই করতে হয়নি। গত মরসুমে দিল্লিতে ছিলেন মুস্তাফিজুর।
অ্যাক্সেলেরেটেড অকশনে স্পেন্সার জনসনের জন্য ঝাঁপিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আমেরিকার মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে খেলেছেন অস্ট্রেলিয়ার বাঁ হাত পেসার। যদিও দ্রুতই হাত তুলে নেয় কেকেআর। এরপর গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াই। বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। ১০ কোটিতে তাঁকে নিল গুজরাট টাইটান্স।
অ্যাক্সেলেরেটেড অকশনে টম কারানকে বেস প্রাইস ১.৫ কোটিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত সংস্করণে দল পাননি টম। অথচ ভাই স্যাম কারান রেকর্ড দর পেয়েছিলেন।
অ্যাক্সেলেরেটেড অকশনে শেরফান রাদারফোর্ডকে ১.৫ কোটিতে নিল কলকাতা নাইট রাইডার্স।
অ্যাক্সেলেরেটেড অকশন শুরু। সংক্ষিপ্ত তালিকা তৈরি। সেই অনুযায়ী দ্রুত নিলাম শেষ করা হবে।
আইপিএল নিলামে প্রথম বার দর্শক। তেমনই নিলামেও অংশ নিলেন। লাকি এক সমর্থককে ডেকে নেওয়া হয়েছিল অকশন মঞ্চে। আইপিএলে দর্শক নিয়ে বিস্তারিত দেখুন: নিলামে প্রথম বার দর্শক, IPLএ পুনর্জন্ম স্টার্কের
৭.২০ কোটিতে ঝাড়খণ্ডের কুমার কুশাগ্রকে কিনে নিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএলের অভিষেক কুশাগ্রর।
৭.৪ কোটিতে গুজরাট টাইটান্সে গেলেন শাহরুখ খান। পঞ্জাব কিংস তাঁকে রিলিজ করে দিয়েছিল। ফের নিলাম ঘরে শাহরুখের জন্য ঝাঁপিয়েছিলেন প্রীতি। তবে অবশেষে টাকার লড়াইয়ে জিতে শাহরুখকে দলে নিল গিলের গুজরাট।
শুরুতেই সমীর রিজভির জন্য ঝাঁপিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। অবশেষে লটারি পেলেন সমীর। ২০ বছর বয়সেই হয়ে গেলেন ৮.৪ কোটি টাকার মালিক। এ বার ধোনির সঙ্গে আইপিএলের মঞ্চে বাজিমাত করবেন তিনি।
বিদর্ভের তরুণ বিধ্বংসী ব্যাটার শুভম দুবে। বেস প্রাইস মাত্র ২০ লক্ষ। তাঁকে নিয়ে লড়াইয়ের প্রত্যাশা ছিল। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে বাংলার বিরুদ্ধে রেকর্ড রান তাড়ায় ২০ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। তাঁকে নিতে রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালসের লড়াই দীর্ঘস্থায়ী হয়। ৫.৮ কোটিতে তাঁকে নিল রাজস্থান রয়্যালস।
আইপিএল নিলামের মাঝে দারুণ খবর কলকাতা নাইট রাইডার্স শিবিরে। তেমনই ভারতীয় ক্রিকেটের জন্যও। টি-টোয়েন্টিতে নজর কেড়েছেন তরুণ ব্যাটার রিঙ্কু সিং। প্রোটিয়া সফরেই প্রথম বার ওয়ান ডে স্কোয়াডে জায়গা পেয়েছিলেন রিঙ্কু। বেরহায় দ্বিতীয় ম্যাচে ওডিআই অভিষেক হচ্ছে রিঙ্কু সিংয়ের।
মুজিব উর রহমান, তাবরাইজ শামসিরা অবিক্রিত রইলেন। বিরতির পর আনক্যাপড প্লেয়ারদের নিলাম শুরু হবে। নজরে থাকবেন প্রচুর তরুণ ভারতীয় ক্রিকেটার।
বিশ্বকাপজয়ী অজি পেসার মিচেল স্টার্কের জন্য লড়াই হবে, এমনটাই প্রত্যাশিত ছিল। ২ কোটির বেস প্রাইসে নাম লিখিয়েছিলেন মিচেল স্টার্ক। দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের লড়াই। দিল্লির হয়ে প্যাডল তুলছিলেন ঋষভ পন্থ। স্টার্ককে নিতে কতটা মরিয়া লড়াইয়েই পরিষ্কার। হঠাৎই ৯.৮ কোটিতে স্টার্কের জন্য লড়াইয়ে ঢুকে পড়ল কলকাতা নাইট রাইডার্স। মুম্বই সরে দাঁড়ায়। ১০ কোটিতে লড়াইয়ে গুজরাট টাইটান্স। এরপর লড়াইয়ে কেকেআর ও টাইটান্স। আইপিএলের মক অকশনে ১৮.৫ কোটি দর উঠেছিল স্টার্কের। আসল লড়াইয়ে সেটা ছাপিয়ে গিয়েছে। ২০ কোটি দর তোলে গুজরাট। কেকেআর হাল ছাড়ার মেজাজে ছিল না। প্যাট কামিন্সের ২০.৫ কোটি ছাপিয়ে গেলেন স্টার্ক। ২১ কোটি দর উঠতেই চিন্তায় কলকাতা ও টাইটান্স। ফের শুরু হয় দর কষাকষি। ২৪ কোটি দর ওঠে। সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে গম্ভীর আলোচনায় কেকেআর মেন্টর গৌতম। ২৪.৭৫ কোটিতে তাঁকে নিল কেকেআর।
তরুণ পেসার শিবম মাভির জন্য নিলামে লড়াই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্ট। বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। গত মরসুমে গুজরাট টাইটান্সে ছিলেন শিবম। তাঁকে রিটেন করেনি টাইটান্স। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্যকে নিতে নিলামে তাঁকে নিতে অলআউট ঝাঁপাল দু-দলই। শেষ অবধি ৬.৪০ কোটিতে লখনউ সুপার জায়ান্ট নিল শিবমকে।
কলকাতা নাইট রাইডার্স রিটেন করেনি পেসার উমেশ যাদবকে। ২ কোটির বেস প্রাইসে নাম লিখিয়েছিলেন ভারতীয় পেসার। তাঁকে নিয়ে দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্সের লড়াই চলল। নেহরাজি ৫.৮ কোটিতে নিলেন উমেশকে।
ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসার আলজারি জোসেফের জন্য লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস। আরসিবি আগেই জানিয়েছিল পেসার চাই তাদের। আইপিএলে অভিষেক ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন আলজারি। গত মরসুমে গুজরাট টাইটান্সে খেলেছেন। এ বার আরসিবিতে ১১.৫ কোটিতে আলজারি জোসেফ।
বোলিং অ্যাকশনে সন্দেহ। তাঁর জন্য ঝাঁপাল কলকাতা! বেস প্রাইস ৫০ লক্ষতে বাঁ হাতি পেসার চেতন সাকারিয়াকে নিল নাইট রাইডার্স।
বেস প্রাইস ৫০ লক্ষতে শ্রীকার ভারতকে নিল কেকেআর। নাইট রাইডার্সে বিদেশি কিপার ব্যাটার হিসেবে আফগানিস্তানের গুরবাজ রয়েছেন। এ বার এক ভারতীয় কিপারকে নেওয়া হল। গত মরসুমে গুজরাট টাইটান্সে ছিলেন। এক ম্যাচেও সুযোগ পাননি।
বেস প্রাইস ৫০ লক্ষ। গত বার মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন এই প্রোটিয়া তরুণ। দিল্লি ক্যাপিটালস বিড শুরু করল। বেস প্রাইসেই তাঁকে পেল দিল্লি।
এ বার উইকেট কিপারদের সেট। রয়েছেন ভারতীয় টেস্ট দলের কিপার শ্রীকার ভারত। নজর থাকবে অজি কিপার জশ ইংলিশের দিকে। বিশ্বকাপে অনবদ্য খেলেছেন জশ। ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে সেঞ্চুরিও করেছেন। এই সেটে রয়েছেন ফিল সল্টও। গত সংস্করণে দিল্লি ক্যাপিটালসে ছিলেন। তাঁকে রিটেন করেনি দিল্লি।
ইংল্য়ান্ড পেসার ক্রিস ওকসের জন্য নিলাম শুরু। কলকাতা নাইট রাইডার্সের বিদেশি পেসার চাই। সে কারণেই ক্রিস ওকসের জন্য ঝাঁপাল কেকেআর। তাদের মূল লড়াই পঞ্জাব কিংসের সঙ্গে। যদিও ৪.২ কোটিতে দান ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাব কিংস নিল ওকসকে।
দর বাড়ল কিউয়ি তারকা ড্যারল মিচেলের। বেস প্রাইস ছিল ১ কোটি। অবশেষে ১৪ কোটিতে ধোনির চেন্নাইয়ে গেলেন মিচেল।
বেস প্রাইস ছিল ২ কোটি। অবশেষে বহু লড়াইয়ের পর ১১.৭৫ কোটিতে হর্ষল প্যাটেলকে দলে নিল পঞ্জাব। ডান হাতি পেসার গত কয়েকটা আইপিএলের সবচেয়ে সফল বোলার। যে কারণে হর্ষলকে পেতে মরিয়া হয়ে উঠেছিল পঞ্জাব।
৫ কোটিতে প্রোটিয়া তারকা কোয়েটজিকে কিনল নীতা আম্বানির মুম্বই।
ইতিহাস গড়লেন কামিন্স। অজি অধিনায়ক প্যাট কামিন্সের জন্য শুরুতেই ঝাঁপিয়েছিল সিএসকে ও নীতা আম্বানির মুম্বই। মাঝে ঢুকে পড়ে আরসিবি ও হায়দরাবাদ। অবশেষে ২০.৫ কোটিতে কামিন্সকে কিনল হায়দরাবাদ। আইপিএলে এতদিন সবচেয়ে দামি প্লেয়ার ছিলেন স্যাম কারান। ১৮.৫ কোটিতে তাঁকে কিনেছিল পঞ্জাব কিংস। সব রেকর্ড চুরমার করে দিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
পড়ুন বিস্তারিত – রেকর্ড ভেঙে চুরমার, কামিন্সই এখন আইপিএলে সবচেয়ে দামি
শার্দূল ঠাকুরকে ৪ কোটিতে দলের নিল ধোনির চেন্নাই সুপার কিংস।
ওডিআই বিশ্বকাপেই নজর কেড়েছিলেন তরুণ কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্র। ফসল পেলেন আইপিএলে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১.৮ কোটিতে রাচিনকে দলে নিল ধোনির সিএসকে।
ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ১.৫ কোটিতে কিনল সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলে ক্রমশ ব্রাত্য হয়ে পড়ছেন স্টিভ স্মিথ। সাদা বলের ক্রিকেটে তেমন পারফরম্যান্স নেই। নিলামে তাই স্মিথে আগ্রহ দেখাল না কেউই। অবিক্রিত থাকলেন অজি ক্রিকেটার।
অজি তারকা ব্রুকের জন্য ঝাঁপিয়েছিল সিএসকে ও সানরাইজার্স হায়াদ্রাবাদ। অবশেষে ৬.৮ কোটিতে হেডকে দলে নিল হায়াদ্রাবাদ।
জলের দরে হ্যারি ব্রুককে কিনল দিল্লি ক্যাপিটালস। সৌরভের দুরন্ত ক্যাপটেন্সি। শুরুতেই ছক্কা হাঁকালেন মহারাজ। ৪ কোটিতে ব্রুককে কিনল দিল্লি।
পড়ুন বিস্তারিত- সৌরভের দুরন্ত ক্যাপ্টেন্সি, জলের দরে হ্যারি ব্রুক দিল্লিতে
শুরুতেই রোভম্যান পাওয়েলের জন্য লড়াই শুরু করল কেকেআর ও রাজস্থান রয়্যালস। অবশেষে ৭.৪০ কোটিতে ওয়েস্ট ইন্ডিজ তারকাকে দলে নিল রাজস্থান। পাওয়েল গত বার খেলেছেন দিল্লিতে। আইপিএলে একসময় তাঁর পুরনো দল ছিল কেকেআর।
ভরে উঠেছে নিলাম ঘর। কী রয়েছে ক্রিকেটারদের ভাগ্য? অপেক্ষার অবসান। হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়, ঋষভ পন্থ থেকে প্রীতি জিন্টারা।
নামেই মিনি অকশন। এই ছোট নিলামে নজর কেড়ে নিল অভিনব কিছু উদ্যোগ। এতদিন নিলাম মানে শুধু টিমগুলোর প্রতিনিধিরা হাজির থাকা। আইপিএলের নিলাম এ বার দরজা খুলে দিল দর্শকদের জন্য। আইপিএল সারা বিশ্বে ব্যতিক্রমী এবং সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লিগ। অনেক নতুনের মধ্যে দর্শকদের আগমন নিশ্চিতভাবেই নিলামের গ্ল্যামার বাড়াল।
হাতুড়ি নিয়ে তৈরি নিলামকারী মল্লিকা সাগর। আর কয়েক মিনিটের অপেক্ষা মাত্র।
এক বছর মাঠের বাইরে ছিলেন। অবশেষে ফিরছেন পন্থ। দিল্লি ক্যাপিটালসের হয়ে নিলাম ঘরে থাকবেন তিনি। পাশে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
তৈরি কেকেআর। সেরাদের বেছে নিতে দুবাইয়ে হাজির কেকেআরের নতুন মেন্টর গৌতম গম্ভীর।
তৈরি দুবাই। নিলাম ঘরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।