India vs England 2021: ভারতীয় ব্যাটসম্যান সাজার বড়সড় শাস্তি, জরিমানা ও আজীবন নির্বাসিত জার্ভো
একই সিরিজে (India vs England) এই নিয়ে দু'বার একই কাণ্ড ঘটালেন ইউটিউবার (Youtuber) ড্যানিয়েল জার্ভিস।
হেডিংলে: জার্ভোকে (Jarvo) এ বার ভারতপ্রীতির শাস্তি ভোগ করতে হচ্ছে। লর্ডস টেস্টের (Lord’s Test) পর লিডস টেস্টেও (Leed’s Test) টিম ইন্ডিয়ার (Team India) জার্সি পরে মাঠে নেমে পড়েন ক্রিকেট (Cricket) ফ্যান (Fan) জার্ভো। নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে মাঠে ঢুকে সোজা পৌঁছে যান ক্রিজে। তার কারণে খেলায় ছন্দপতন ঘটেছে। ফলে তাকে আজীবন নির্বাসিত করল ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব (Yorkshire County Cricket Club)।
Funny but need more strict protocols here
⭕️ You just cannot go to the pitch
⭕️ It’s a serious high class historic ? match you might have damaged the pitch #indiavsEngland #IndvsEng #ENGvIND #INDvENG #Kohli #jarvo #jarvo69
#CheteshwarPujara pic.twitter.com/nVQrFHVMqT
— Halo akash (@AkashHalo) August 28, 2021
নিরাপত্তাবিধি ভাঙার জন্য জার্ভোকে আর কোনওদিন লিডসের গ্যালারিতে ঢুকতে দেবে না ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব। এখানেই শেষ নয়, কাউন্টি ক্লাবের পক্ষ থেকে ভারতের এই ‘শ্বেতাঙ্গ ক্রিকেটার’কে (জার্ভো নিজেকে ভারতের শ্বেতাঙ্গ ক্রিকেটার বলে জানান নিজের ইউটিউব চ্যানেলে) আর্থিক জরিমানাও করা হচ্ছে। ইয়র্কশায়ার ক্রিকেটের মুখপাত্র এ ব্যাপারে বলেন, “হ্যাঁ, ড্যানিয়েল জার্ভিসকে হেডিংলে থেকে সারা জীবনের জন্য নির্বাসিত করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার জন্য তাকে আর্থিক জরিমানাও দিতে হবে।”
India's new captain jarvo #jarvo #ENGvIND pic.twitter.com/8gP3YdYYGi
— Professionalsportsfans (@Profess89591464) August 14, 2021
একই সিরিজে (India vs England 2021) এই নিয়ে দু’বার একই কাণ্ড ঘটালেন ইউটিউবার (Youtuber) ড্যানিয়েল জার্ভিস। লর্ডসে তাঁকে নিরাপত্তারক্ষীরা স্বাভাবিকভাবে বলে মাঠ থেকে বের করে দিলেও লিডসে তাকে মাঠ থেকে বের করতে রীতিমতো ঝক্কি পোয়াতে হয়েছে নিরাপত্তাকর্মীদের। ইংল্যান্ডের মাঠের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছিলেন জার্ভো। যার ফলে তাকে বড় সড় শাস্তিস্বরূপ আজীবন নির্বাসিতই করে দিল ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব।
আরও পড়ুন: IND VS ENG : ভারতীয় ব্যাটসম্যান সেজে মাঠে ঢুকলেন কে?