IND VS ENG : ভারতীয় ব্যাটসম্যান সেজে মাঠে ঢুকলেন কে?
লর্ডসের পর হেডিংলেতেও একই ঘটনা ঘটায়, এবার প্রশ্নের মুখে ইংল্যান্ডে মাঠের নিরাপত্তা। কিভাবে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ছেন ফ্যানেরা।
হেডিংলেঃ লর্ডসের পর এবার হেডিংলে। আবার ক্রিকেট ফ্যান জার্ভোর নয়া কীর্তি। মাঠে ঢুকে পড়লেন সটান। নিরাপত্তাকর্মীদের দৃষ্টি এড়িয়ে। আবার তৈরি হল বিতর্ক। অবশেষে পাঁজা কোলে মাঠ থেকে বার করা হল জার্ভোকে। ফের একবার ক্রিকেট মাঠে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল ইংল্যান্ডে।
ঠিক কি হয়েছে এদিন? হেডিংলে টেস্টে তৃতীয় দিনের খেলা চলছে। হাফ সেঞ্চুরি করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন রোহিত শর্মা। মাঠে নামছেন অধিনায়ক বিরাট কোহলি। ঠিক তখনই আরও একব্যাটসম্যান প্যাড, গ্লাভস-হেলমেট পড়ে মাঠে নেমে পড়লেন জার্ভো।গায়ে ভারতীয় জার্সি। জার্সি নম্বর ৬৯। যার পুরো নাম ড্যানিয়েল জার্ভিস। অবাক মাঠে দাঁড়িয়ে থাকা ভারতের দুই ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। মুখে মাস্ক পড়ে স্থূলকায় জার্ভোর কীর্তি দেখে অবাক মাঠে উপস্থিত আম্পায়ার ও ক্রিকেটাররা। নিরাপত্তারক্ষীদের নজরে পড়তেই তাঁকে পাঁজা কোলে করে মাঠ থেকে বার করে আনা হয়। গোটা ঘটনায় স্তম্ভিত হেডিংলের স্টেডিয়াম।
Jarvo is at the crease #engvsindia pic.twitter.com/XlATed4vGg
— JJK (@72jjk) August 27, 2021
এই কীর্তি এই প্রথম নয় জার্ভোর। লর্ডস টেস্টেও একই কীর্তি করেছিলেন তিনি। নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে। মাঠে সেবার ভারতীয় দল লাঞ্চের পর ফিল্ডিং করতে নামছেন। বিরাটদের পেছন পেছন মাঠে নেমে পড়েন জার্ভো। মাঠে নেমেই ভারতীয় ফিল্ডারদের নির্দেশ দিতে থাকেন তিনি। হঠাৎই নজর পড়ায় তাঁকে মাঠ থেকে বার করে আনতে যান নিরাপত্তাকর্মীরা। তখন জার্ভো তাঁদের বলেছিলেন, তিনি ভারতীয় দলের সদস্য।
লর্ডসের পর হেডিংলেতেও একই ঘটনা ঘটায়, এবার প্রশ্নের মুখে ইংল্যান্ডে মাঠের নিরাপত্তা। কিভাবে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ছেন ফ্যানেরা। যেখানে মাঠে উপস্থিত হাই প্রোফাইল ক্রিকেটাররা। বারবার একই ঘটনা ঘটলে, নিরাপত্তা এবার প্রশ্নের মুখে পড়তে বাধ্য। গোটা ঘটনায় বিরক্ত ভারত। কোথায় মাঠে নিরাপত্তা? প্রশ্ন উঠতে শুরু করেছে ইংল্যান্ডে।