KKR vs CSK Highlights, IPL 2025: শেষ ওভারে জয় সিএসকের; লাস্ট ওভার বল বাই বল আপডেট
Kolkata Knight Riders vs Chennai Super Kings Live Score in Bengali: প্লে-অফের দৌড়ে থাকতে কেকেআরের পয়েন্ট চাই। একটা হার মানেই খাদের কিনারায়। আইপিএলে (IPL) আজ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও চেন্নাই সুপার কিংস (Rajasthan Royals) ম্যাচের যাবতীয় তথ্যের জন্য নজর রাখুন TV9 Bangla-র এই লাইভব্লগে।

ঘরের মাঠে আরও একটা নতুন দিন, লক্ষ্য ছিল সেই এক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ ইডেন গার্ডেন্সে আরও একটা নকআউটে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আশা জাগিয়েও জেতা হল না। এখনও প্লে-অফে একশো শতাংশ নিশ্চিত নয় কোনও দলেরই। ১৬ পয়েন্টও ম্যাজিক ফিগার হবে কি না, তার জন্যও অপেক্ষা। চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের পর প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদও। আজ চেন্নাই সুপার কিংসকে হারাতে পারলে দৌড়ে ভালোভাবেই থাকত কেকেআর। প্রথম লেগে চেন্নাইকে দুরমুশ করেছিল কেকেআর। তবে ধোনির নেতৃত্বে সিএসকের তরুণ ব্রিগেড ভালো খেলছে। এই ম্যাচেও পার্থক্য গড়ে দিলেন তরুণ ডিওয়াল্ড ব্রেভিস। আইপিএল কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। খাদের কিনারায় কেকেআর। আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচের যাবতীয় তথ্যের জন্য নজর রাখুন TV9 Bangla-র এই লাইভব্লগে।
LIVE Cricket Score & Updates
-
KKR vs CSK Live Score: ম্যাচ রিপোর্ট
একটা ওভার, ক্যাচ, রান আউটের সুযোগ। একঝাঁক ভুল। আত্মতুষ্টি? ম্যাচ রিপোর্ট বিস্তারিত পড়ুন: পাওয়ার প্লে-তে পাঁচ উইকেট নিয়েও হার! ক্যালকুলেটর হাতে কেকেআর
-
KKR vs CSK Live Score: শেষ ওভারে চাই মাত্র ৮ রান
১৯তম ওভারে রিঙ্কু সিংয়ের জোড়া ক্য়াচ। রুদ্ধশ্বাস পরিস্থিতিতে ম্যাচ। শেষ ওভারে চাই ৮ রান।
- স্ট্রাইকে ধোনি প্রথম বলেই ছয়।
- দ্বিতীয় বলেও স্ট্রাইক রাখলেন নিজের কাছেই। উল্টোদিকে অংশুল কম্বোজ।
- ৪ বলে ২ রান চাই। এবার সিঙ্গল নিলেন। স্কোর লেভেল।
- এখান থেকে দুটো উইকেট নেওয়া ছাড়া বিকল্প নেই। কেকেআরের দরজা হাফবন্ধ। স্ট্রাইকে অংশুল কম্বোজ। বোলিংয়ে রাসেল। তিন বলে ১ রান দরকার। দুটো উইকেট পড়লে সুপার ওভার।
- বাউন্ডারি মেরে ম্যাচ ফিনিশ করলেন অংশুল কম্বোজ।
- এখান থেকে কেকেআরের জন্য মিরাকল ছাড়া কোনও আশা নেই। নিজেদের জিততেই হবে। অন্য় দলের উপরও নির্ভর করবে কেকেআরের ভাগ্য়।
-
-
KKR vs CSK Live Score: ফের রিঙ্কু
শিবম দুবে দুর্দান্ত ব্যাট করছিলেন। বৈভব অরোর বোলিংয়ে আরও একটা ৬ মারেন। ৯ বলে মাত্র ১০ রানের টার্গেট দাঁড়ায়। পরের ডেলিভারিতেই হাই ক্যাচ। রিঙ্কু সিং ভুল করেননি। রুদ্ধশ্বাস পরিস্থিতিতে ম্যাচ।
-
KKR vs CSK Live Score: চাপ কমালেন রিঙ্কু
আগের ওভারেই ৩০ রান তুলেছেন বেবি এবি। ক্যাচও ফসকেছে। দ্রুতই ভুল শুধরে নিল কেকেআর। ত্রাতা সেই রিঙ্কু সিং। তাঁর ফিল্ডিং বরাবরই অনবদ্য়। নতুন ওভারের শুরুতে লং অনে ক্যাচ নেন রিঙ্কু। আর তারপরই আগ্রাসী সেলিব্রেশন। ক্রিজে মহেন্দ্র সিং ধোনি।
-
KKR vs CSK Live Score: ২২ বলে হাফসেঞ্চুরি
বেবি এবির ঝড়। বৈভব অরোরার ওভারে লং অফ বাউন্ডারিতে তাঁর ক্যাচের একটা সুযোগ ছিল। ইনিংসের একাদশতম ওভার। ক্যাচটি মিস হয় রঘুবংশীর। সঙ্গে ছয়ও। এই ওভারে তিনটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি! এক ওভারেই ৩০ রান। মাত্র ২২ বলে হাফসেঞ্চুরি বেবি এবি ডিওয়াল্ড ব্রেভিসের। আইপিএল কেরিয়ারে তাঁর প্রথম হাফসেঞ্চুরি।
-
-
KKR vs CSK Live Score: স্পিন অ্যাটাক
উর্ভিল প্যাটেলের স্বপ্নের উড়ান থামতেই পরপর উইকেট। ৬০ রানেই পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে চেন্নাই সুপার কিংস। ক্রিজে এলেন সিএসকে-র ইমপ্যাক্ট প্লেয়ার শিবম দুবে। কেকেআরের কাছে দুর্দান্ত সুযোগ বড় ব্যবধানে জিতে নেট রান রেটও বাড়িয়ে নেওয়ার।
-
KKR vs CSK Live Score: উর্ভিল উড়ান
চেন্নাইয়ের সামনে টার্গেট ১৮০। ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতেই সিলভার ডাক আয়ুষ মাহত্রে। উইকেট নেন বৈভব অরোরা। তিনে প্রবেশ আইপিএলে অভিষেক ম্যাচ খেলতে নামা চেন্নাইয়ের তরুণ কিপার-ব্যাটার উর্ভিল প্যাটেল। ডট বলের পর ছয় মেরে আইপিএল কেরিয়ারে রানের অ্যাকাউন্ট খুললেন উর্ভিল প্যাটেল।
-
KKR vs CSK Live Score: রিভার্স পরিস্থিতি
রাহানের সৌজন্যে ম্যাচে অ্যাডভান্টেজ ছিল কেকেআর। দুর্দান্ত খেলছিলেন। সাধারণত ফ্যান্সি শট খেলেন না। আগের ডেলিভারিতে রান আউট থেকে বেঁচেছেন। হঠাৎই রিভার্স সুইপ। একেবারে কনওয়ের হাতে ক্যাচ। ক্রিজে রাসেল।
-
KKR vs CSK Live Score: রাহানের ৫ হাজার পার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচ হাজার রানের মাইলফলক পার রাহানের। জোড়া ধাক্কার পর ক্রিজে প্রবেশ মণীশ পান্ডের।
-
KKR vs CSK Live Score: মাহি মিস্টেক করেননি
আউটফিল্ডে দুটো ক্যাচ ফসকেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু জোড়া ধাক্কা। স্টেপ আউট করেছিলেন নারিন। বল প্যাডে লেগে উইকেটের দিকে যায়নি। সুনীল নারিন খেয়াল করেননি বল কোথায়। যতক্ষণে বুঝেছেন, ক্রিজে ঢুকতে পারেননি। স্টাম্পিং বা বলা ভালো রান আউটে ভুল করেননি ধোনি। এরপরই নুর আহমেদের বোলিংয়ে দুর্দান্ত একটা ক্যাচে অংকৃষ রঘুবংশীকেও ফেরালেন ধোনি।
-
KKR vs CSK Live Score: টেস্টকে বিদায় রোহিতের
আইপিএলের মাঝেই বড় ঘোষণা। টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা। আইপিএল শেষেই ইংল্যান্ড সফর। সেখান থেকেই নতুন টেস্ট ক্যাপ্টেন ভারতের। দৌড়ে শুভমন গিল। কী বলেছেন রোহিত? বিস্তারিত পড়ুন: চাপের কাছে নতি স্বীকার? টেস্ট থেকে হঠাৎই অবসর রোহিত শর্মার!
-
KKR vs CSK Live Score: ইডেনে আজ ন্যাশনাল অ্যান্থেম
আইপিএলের প্রতি ম্যাচে এমনটা দেখা যায় না। তবে ইডেনে আজ দেখা যাবে। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্য। ইডেনে জাতীয় সঙ্গীত বাজবে। জনগণমন-তে সম্মান জানানো হবে ভারতীয় সেনাকে।
-
KKR vs CSK Live Score: একাদশ আপডেট
কলকাতা নাইট রাইডার্স একাদশ: রহমানুল্লা গুরবাজ, মণীশ পান্ডে, অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, অংকৃষ রঘুবংশী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মইন আলি, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট অপশন: অনরিখ নর্টজে, মায়াঙ্ক মার্কন্ডে, হর্ষিত রানা, অনুকূল রায়, লাভনীত সিসোদিয়া
চেন্নাই সুপার কিংস একাদশ: আয়ুষ মাহত্রে, উর্ভিল প্যাটেল, ডেভন কনওয়ে, রবীন্দ্র জাডেজা, ডিওয়াল্ড ব্রেভিস, রবিচন্দ্রন অশ্বিন, মহেন্দ্র সিং ধোনি, অংশুল কম্বোজ, নুর আহমেদ, খলিল আহমেদ, মাতিসা পাথিরানা।
ইমপ্যাক্ট অপশন: শিবম দুবে, দীপক হুডা, জেমি ওভার্টন, কমলেশ নাগরকোটি, রামকৃষ্ণ ঘোষ
-
KKR vs CSK Live Score: দু-দলেই পরিবর্তন
কেকেআর টিমে আজ নেই ভেঙ্কটেশ আইয়ার। ক্যাপ্টেন জানালেন, ভেঙ্কির হাতে চোট রয়েছে। তাঁর পরিবর্তে মণীশ পান্ডেকে সুযোগ দেওয়া হচ্ছে। অন্য দিকে চেন্নাই সুপার কিংস, শেখ রশিদ ও স্যাম কারানকে বিশ্রাম দিচ্ছে। অশ্বিন এসেছেন, সঙ্গে অভিষেক হচ্ছে তরুণ কিপার ব্যাটার উর্ভিল প্যাটেলের।
-
KKR vs CSK Live Score: টস আপডেট
গত দুটো ম্যাচেই প্রথমে ব্যাট করে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। এ দিনও টস জেতায় ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দ্বিধা করলেন না অজিঙ্ক রাহানে। গত ম্যাচের মতো ড্রাই পিচ মনে করছেন। অন্য দিকে, মহেন্দ্র সিং ধোনি জানালেন এখানে নতুন প্লেয়ারদের সুযোগ দিতে পারছেন। টিমেও পরিবর্তন।
-
KKR vs CSK Live Score: আইপিএলে প্রভাব পড়বে!
দেশের বর্তমান পরিস্থিতি প্রভাব আইপিএলে পড়বে? কী বলছে বোর্ড? বিস্তারিত পড়ুন: যুদ্ধের আবহ, আইপিএলে কি প্রভাব পড়বে? বোর্ড কী বলছে?
-
KKR vs CSK Live Score: বন্ধ ধরমশালার বিমান পরিষেবা
দেশের নিরাপত্তার কারণে, বেশ কিছু বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এই তালিকায় ধরমশালাও। আর এখানেই ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সেরও। বিস্তারিত পড়ুন: ধরমশালার বিমান পরিষেবা বন্ধ, পঞ্জাব ম্যাচের আগে হার্দিকদের পরিকল্পনায় বদল!
-
KKR vs CSK Live Score: অপারেশন সিঁদুর, কী বলছেন ক্রিকেটাররা?
অপারেশন সিঁদুর নিয়ে কী বলছেন সচিন, বীরু, গম্ভীররা? বিস্তারিত পড়ুন: ‘পাথর ছুড়লে, ফুল ছোড়ো, তবে গামলার সঙ্গে…’, অপারেশন সিঁদুর নিয়ে কী বলছেন ভারতের ক্রিকেটাররা?
-
KKR vs CSK Live Score: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য কম্বিনেশন
চেন্নাই সুপার কিংসে বংশ বেদীর পরিবর্তে যোগ দিয়েছেন উর্ভিল প্য়াটেল। আজই কি অভিষেক? কেকেআর বনাম সিএসকে ম্যাচ প্রিভিউ বিস্তারিত পড়ুন : আরও একটা ‘নকআউট’ কেকেআরের, সামনে একঝাঁক তরুণ
-
KKR vs CSK Live Score: মাহি নামবেন তো?
মনে করা হচ্ছে এটিই আইপিএলে ধোনির শেষ মরসুম। আর তা হলে ইডেনে শেষ বারের জন্য খেলোয়াড় হিসেবে দেখা যাবে। কিন্তু মাহি নামবেন তো? ম্যাচের আগের দু-দিনই প্র্যাক্টিসে আসেননি। বিস্তারিত পড়ুন: প্র্যাক্টিসে নেই, ধোনি খেলবেন তো? সিএসকে কোচ বললেন…
-
KKR vs CSK Live Score: ইডেনে কী অপেক্ষা?
লিগ পর্বে ইডেন গার্ডেন্সে শেষ হোম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। ফাইনালও ইডেন গার্ডেন্সের। এর জন্য আগে প্লে-অফে জায়গা করে নিতে হবে। অনেকটা পথ বাকি কেকেআরের। এখন সব ম্যাচই নকআউট। আজ ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। লাইভ আপডেটের জন্য নজর রাখুন এখানে।
Published On - May 07,2025 5:30 PM
