KL Rahul: ফর্মে ফিরতে মরিয়া কেএল রাহুল কাঁপাচ্ছেন নেট, রয়েছে গুরু গম্ভীরের ভরসার হাত

Nov 12, 2024 | 6:35 PM

Watch Video: বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে রোহিত শর্মা না খেললে, একাদশে সুযোগ পেতে পারেন লোকেশ রাহুল। এমন কথাও শোনা গিয়েছে গুরু গম্ভীরের মুখে। এ বার তার জন্যই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিলেন রাহুল।

KL Rahul: ফর্মে ফিরতে মরিয়া কেএল রাহুল কাঁপাচ্ছেন নেট, রয়েছে গুরু গম্ভীরের ভরসার হাত
ফর্মে ফিরতে মরিয়া কেএল রাহুল কাঁপাচ্ছেন নেট, রয়েছে গুরু গম্ভীরের ভরসার হাত

Follow Us

কলকাতা: টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) নিজেদের মেলে ধরার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ১০ ও ১১ নভেম্বর ২টো গ্রুপে অস্ট্রেলিয়ায় গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সেখানে গিয়ে কোনও সময় নষ্ট করছেন ঋষভ, যশস্বী, রাহুলরা। লোকেশ রাহুল (KL Rahul) অবশ্য ভারতের সিনিয়র ক্রিকেটারদের টিমের আগেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছিলেন। তিনি মেলবোর্নে অস্ট্রেলিয়া এ টিমের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টেও খেলেছেন। সেখানে তাঁর ব্যাটে রানের খরা দেখা গিয়েছে। নিজেকে প্রমাণ করার সেই অর্থে সুযোগও পাননি। কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফিতে নিজেকে মেলে ধরতে মরিয়া রাহুল। যে কারণে পারথ টেস্টের আগে নেট কাঁপানো শুরু করে দিলেন।

অস্ট্রেলিয়ায় আসার আগে ভারতের কোচ সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, লোকেশ রাহুলের উপর আস্থা রয়েছে তাঁর। রাহুল যেহেতু যে কোনও পজিশনে ব্যাটি করতে পারেন, তাই তিনি মনে করেন অন্য দেশের কাছে তাঁর মতো প্লেয়ার কমই রয়েছে। ব্যাট হাতে সময়টা খুব একটা কিন্তু ভালো কাটছে না রাহুলের। ঘরের মাঠে তিনি বাংলাদেশের বিরুদ্ধে ২টো টেস্টেই খেলার সুযোগ পেয়েছিলেন। তাতে প্রথম টেস্টে করেন ১৬ ও ২২*। দ্বিতীয় টেস্টে ৬৮। এরপর বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এক ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে ১২ রান করেন। এরপর ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেন। অজি এ টিমের বিরুদ্ধে তিনি দুই ইনিংসে যথাক্রমে ৪ ও ১০ রান করেন। তাঁকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। এ বার তিনি সেই সব সমালোচনার জবাব ব্যাট হাতে দিতে চান।

বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে রোহিত শর্মা না খেললে, একাদশে সুযোগ পেতে পারেন লোকেশ রাহুল। এমন কথাও শোনা গিয়েছে গুরু গম্ভীরের মুখে। এ বার তার জন্যই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিলেন রাহুল। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নেটে ভালো ছন্দে দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় তাঁর নেটে ব্যাটিংয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে।

লোকেশ রাহুলের টেস্ট অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে। ২০১৪-১৫ সালের ভারতের অজি সফরে। কেরিয়ারের দ্বিতীয় টেস্টে রাহুল ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর অবশ্য সে দেশে ৬টি ইনিংসে একটিও হাফসেঞ্চুরি পাননি। এ বার ছবিটা বদলায় কিনা, তাই দেখার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।

Next Article
Ravichandran Ashwin: অকশনার অশ্বিন নিজেকে বিক্রি করলেন! রাহুলকে নিয়ে কাড়াকাড়ি KKR ও DC-র
Rishabh Pant: মেগা নিলামে ইয়েলোব্রিগেডের ফোকাসে ঋষভ পন্থ? CSK সিইও পরিষ্কার জানালেন…