Marnus Labuschagne: খেলতে খেলতে ধূমপানের ইশারা! মাঠেই লাইটার জ্বালালেন ল্যাবুশেন

AUS vs SA: সিডনিতে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ চলছে। ম্যাচ চলাকালীন উদ্ভট ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব।

Marnus Labuschagne: খেলতে খেলতে ধূমপানের ইশারা! মাঠেই লাইটার জ্বালালেন ল্যাবুশেন
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2023 | 7:59 PM

সিডনি: বিপক্ষের ব্যাটারের কাছাকাছি ফিল্ডিং করতে ভালোবাসেন। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্নাস ল্যাবুশেনের (Marnus Labuschagne) মজার মন্তব্য মাঝমধ্যেই স্টাম্প মাইকে ধরা পড়ে। এছাড়া মাঠেও নানা ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাঁকে। সেসবের জন্য প্রায় খবরে থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফের উঠে এলেন শিরোনামে তাঁর অদ্ভুত কাণ্ডকারখানার জন্য। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় তথা শেষ টেস্ট চলছে। টেস্টের প্রথমদিন টস জিতে অস্ট্রেলিয়া (Australia vs South Africa) ব্যাটিং শুরু করে। ঠিক সেইসময়ই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নাটকীয় পরিস্থিতির সূচনা। তৃতীয় নম্বরে ব্যাট করতে নামা ব্যাটার মার্নাস ল্যাবুশেনের হঠাৎই প্রয়োজন পড়ে লাইটারের। ড্রেসিংরুমের দিকে ধূমপানের মতো ইশারা করতে থাকেন। অজি ক্রিকেটারের কাণ্ড দেখে এক মুহূর্তের জন্য ধন্দ্বে পড়ে গিয়েছিলেন দর্শক থেকে ধারাভাষ্যকাররা। বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার হঠাৎ করে মাঠের মধ্যে সিগারেট খাওয়ার ইশারা কেন করছেন? আসল ঘটনা তুলে ধরল TV9 bangla

দর্শকরা না বুঝলেও ল্যাবুশেন যাঁদের উদ্দেশে ইশারা করেছিলেন তাঁরা ঠিক বুঝে যান ব্যাপারটা। দেখা যায় কিছুক্ষণের মধ্যে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুম থেকে একজন লাইটার নিয়ে মাঠের দিকে যাচ্ছেন। এ বার কি সিগারেট ধরাবেন? অজি ক্রিকেটার লাইটার জ্বালালেন ঠিকই, তবে সিগারেটে নয়। দর্শকদের ভাবনাচিন্তাকে কয়েক ক্রোশ দূরে ফেলে দিয়ে লাইটারের সাহায্যে হেলমেটে আগুন দেন। আসলে, হেলমেটে সমস্যা থাকায় ঠিকভাবে বল দেখতে পাচ্ছিলেন না। নাইলন কাপড়ে লাইটার জ্বালিয়ে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেন। হাঁফ ছেড়ে বাঁচেন দর্শকরাও। ল্যাবুশেন যে মাঠে সিগারেট ধরানোর মতো কাণ্ড ঘটিয়ে বসেননি এটাই স্বস্তি দিচ্ছিল দর্শকদের। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ধারাভাষ্যকারদেরও হাসতে দেখা যায়।

ল্যাবুশেন ছাড়াও বুধবার সিডনিতে শিরোনামে রইল আলো। এদিন কেরিয়ারের ১৪তম টেস্টে অর্ধশতরান করলেন ল্যাবুশেন। পর্যাপ্ত আলো না থাকায় খেলা বন্ধ হয়ে যায়। যে কারণে ৭৩ রানে অপরাজিত রয়েছেন ল্যাবুশেন। প্রথমদিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেট হারিয়ে ১৩৮। ৫১ রান করে ক্রিজে রয়েছেন উসমান খোয়াজা। মাত্র ১০ রানে আউট হন ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার কাছে সিডনি টেস্ট বাঁচা মরার সামিল। টেস্ট হারলে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হবে। এর পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে যাওয়ার আশঙ্কা থাকবে।