MI, IPL 2024: আইপিএলের আগে MI এর ‘নয়া মালিঙ্গা’র হ্যাটট্রিক, স্বস্তি হার্দিক-রোহিতের
Mumbai Indians: আসন্ন আইপিএলে শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে মুম্বইয়ের বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে। হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স অবশ্য এ বারের আইপিএলে এক নতুন মালিঙ্গাকে নিয়ে মাঠে নামবে। তিনি আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হওয়ার আগে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক নিয়ে শিরোনামে এসেছেন।
কলকাতা: শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা দীর্ঘদিন আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সে ক্রিকেটার হিসেবে সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে দলের মেন্টর, বোলিং কোচের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। আসন্ন আইপিএলেও তাঁকে মুম্বইয়ের বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে। হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অবশ্য এ বারের আইপিএলে এক নতুন মালিঙ্গাকে নিয়ে মাঠে নামবে। তিনি আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হওয়ার আগে আন্তর্জাতিক টি-২০ (T20I) ক্রিকেটে হ্যাটট্রিক নিয়ে শিরোনামে এসেছেন।
কথা হচ্ছে, দুবাইতে হওয়া আইপিএল নিলামে ৪.২ কোটিতে মুম্বই ইন্ডিয়ান্সের কেনা ক্রিকেটার নুয়ান থুশারাকে নিয়ে। লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার সঙ্গে তাঁর বোলিং অ্যাকশনের মিল থাকায় শ্রীলঙ্কার এই ক্রিকেটারকে বলা হয় নতুন মালিঙ্গা। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে হ্যাটট্রিক নিয়েছেন নুয়ান থুশারা। ফলে স্বাভাবিকভাবেই ক্রিকেট মহলে তাঁকে নিয়ে আলোচনা চলছে। অনেকেই বলছেন, আইপিএলের আগে নুয়ানের এই ফর্ম আশা জাগাবে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে।
Nuwan Thushara’s 𝓱𝓪𝓽-𝓽𝓻𝓲𝓬𝓴 moment: on 𝓻𝓮𝓹𝓮𝓪𝓽 🔄 🫶#OneFamily #MumbaiIndianspic.twitter.com/TDrgw9F6W5
— Mumbai Indians (@mipaltan) March 10, 2024
বাংলাদেশের মাটিতে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। তৃতীয় টি-২০তে টস জিতে প্রথমে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৭৪ রান তোলে শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় টাইগার্সরা। চতুর্থ ওভারে হ্যাটট্রিক নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেন নুয়ান থুশারা। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে নুয়ানের প্রথম শিকার বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এরপর পরপর দুই বলে তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লার উইকেট নেন নুয়ান।
হ্যাটট্রিক নিয়েই থেমে থাকেননি শ্রীলঙ্কার তারকা নুয়ান থুশারা। পরে আরও ২টি উইকেট তুলে নেন নতুন মালিঙ্গা। তাঁর ৪ ওভারে ৫ উইকেটের সুবাদে ২ বল বাকি থাকতে অলআউট হয় বাংলাদেশ। ২৮ রানে ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা।