KL Rahul: কী করলে রানে ফিরবেন রাহুল? পরামর্শ দিলেন প্রসাদ…
IND vs AUS, BGT 2023: শিখর ধাওয়ান, আজিঙ্ক রাহানে মতো ক্রিকেটারদের বিদেশের মাটিতে রাহুলের তুলনায় অনেক অনেক ভালো, পরিংসখ্য়ান দিয়ে উল্লেখ করেছেন প্রসাদ। রাহুলের জন্য তাঁর পরামর্শ...
মুম্বই: ধারাবাহিক ব্য়র্থতা। ফরম্য়াট বদলালেও লোকেশ রাহুলের ফর্মে কোনও ছাপ পড়েনি। ধারাবাহিক ব্য়র্থতা চলছেই। বর্ডার-গাভাসকর ট্রফিতেও কোনও উন্নতি নেই। অথচ টানা সুযোগ দিয়ে যাওয়া হচ্ছে। নাগপুর এবং দিল্লি টেস্টে ভারত দাপটের সঙ্গে জিতলেও রাহুলের পারফরম্য়ান্স উল্লেখযোগ্য় নয়। টিম ম্য়ানেজমেন্ট অবশ্য় তাঁর পাশেই দাঁড়াচ্ছেন। মনে করা হয়েছিল টানা দুই ম্য়াচে ব্য়র্থতার জেরে বাদ পড়তে পারেন লোকেশ রাহুল। বাকি দুই টেস্টে সুযোগ দেওয়া হতে পারে ফর্মে থাকা তরুণ ওপেনার শুভমন গিলকে। বাকি দুই টেস্টের স্কোয়াডে রয়েছেন রাহুল। টিম ম্য়ানেজমেন্ট যে ভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন বাদ পড়ার সম্ভাবনা ক্ষীণ। রানে ফিরতে কী করা উচিত রাহুলের? পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। বিস্তারিত TV9Bangla-য়।
বিদেশের মাটিতে হোক কিংবা হোম সিরিজ, টেস্টে সাম্প্রতিক সময়ে জাডেজার চেয়েও ব্য়াটিং গড় কম রাহুলের। জাডেজা বোলিং অলরাউন্ডার। অথচ দলের স্পেশালিস্ট ওপেনার রাহুলের পরিস্থিতি কিছুতেই উন্নতি হচ্ছে না। শুভমন ফর্মে থাকা সত্ত্বেও সুযোগ পাচ্ছেন না। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্য়ে রাহুলকে নিয়ে অন্তোষ ক্রমশ বেড়েই চলেছে। রাহুলের ব্য়াটে শেষ শতরান দেখা দিয়েছিলেন ২০২১’র ডিসেম্বরে। দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরিয়নে সেঞ্চুরি করেছিলেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে দুই টেস্টে তাঁর মোট রান ৩৮। ব্য়াটিং গড় ১২.৬৭। এর আগেও রাহুলের মতো ওপেনারকে খেলানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। আরও একবার ক্ষোভ উগরে দিলেন তিনি।
There is a view that KL Rahul has an outstanding overseas Test record. But stats speak otherwise. He has a test avg of 30 overseas in 56 innings. He has scored 6 overseas centuries but followed it up with a string of low scores that’s why averaging 30. Let’s look at a few others pic.twitter.com/MAvHM01TcY
— Venkatesh Prasad (@venkateshprasad) February 20, 2023
সোশ্য়াল মিডিয়ায় প্রসাদ লিখেছেন, ‘অনেকেই বলে থাকে বিদেশের মাটিতে ওর ব্য়াটিং রেকর্ড খুব ভালো। পরিসংখ্য়ান কিন্তু অন্য় কথা বলছে। বিদেশে ৫৬ ইনিংসে তাঁর ব্য়াটিং গড় ৩০-র মতো। বিদেশের মাটিতে আধ ডজন সেঞ্চুরি রয়েছে। যদিও বাকি ম্য়াচ গুলিতে ব্য়র্থতার জেরেই ব্য়াটিং গড় ৩০।’ শিখর ধাওয়ান, আজিঙ্ক রাহানে মতো ক্রিকেটারদের বিদেশের মাটিতে রাহুলের তুলনায় অনেক অনেক ভালো, পরিংসখ্য়ান দিয়ে উল্লেখ করেছেন প্রসাদ। রাহুলের জন্য তাঁর পরামর্শ, ‘রাহুলকে বাকি দুই টেস্টের স্কোয়াডেও রাখা হয়েছে। ওকে যদি একাদশেও রাখা হয়, ইন্দোরে রানে ফেরাটাই তাঁর কাছে সেরা পরিস্থিতি। ইন্দোরে ভালো ইনিংস খেলতে পারলে আমার মতো বাকি সমালোচকদের মুখও বন্ধ করা যাবে। তা না হলে কাউন্টি ক্রিকেটে খেলা এবং ফর্মে ফিরেই টেস্ট স্কোয়াডে জায়গা করে নেওয়া ভালো।’