Asian Games-Cricket : এশিয়ান গেমসে ক্রিকেট আছে, দল পাঠাচ্ছে না ভারত!

BCCI : এর আগে একই সঙ্গে দুই দেশে দুটি সিরিজ খেলেছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। ২০২১ সালে বিরাট কোহলি, রোহিত শর্মারা যখন যুক্তরাজ্য সফরে, সেসময় শিখর ধাওয়ানের নেতৃত্বে আর একটি দল শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের সিরিজে অংশ নিয়েছিল। বহু আগে, ১৯৯৮ সালে ভারতীয় পুরুষ ক্রিকেট দল কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিল, একইসঙ্গে আরও একটি দল টরন্টোয় পাকিস্তানের সঙ্গে সাহারা কাপে খেলেছিল।

Asian Games-Cricket : এশিয়ান গেমসে ক্রিকেট আছে, দল পাঠাচ্ছে না ভারত!
Image Credit source: twitter FILE
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2023 | 2:26 PM

নয়াদিল্লি : ভারতে ক্রিকেট কতটা জনপ্রিয়? এ আবার কোনও প্রশ্ন হতে পারে নাকি! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হোক বা জাতীয় দলের খেলা। ক্রিকেট নিয়ে মাতামাতি অন্তহীন। সারা বিশ্বেই খেলাটাকে ছড়িয়ে দেওয়ার ভাবনা আইসিসির। তেমনই অলিম্পিকেও ক্রিকেটের অন্তর্ভূক্তি নিয়ে তোড়জোড় চলছে দীর্ঘ সময় ধরেই। এ বছর এশিয়ান গেমসেও রয়েছে ক্রিকেট। কিন্তু সেখানে থাকছে না ভারতের প্রতিনিধিত্ব! ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চিনের হ্যাংঝৌতে হতে চলেছে এশিয়ান গেমস। স্বাভাবিক ভাবেই এই মাল্টি স্পোর্টস ইভেন্ট থেকে যত বেশি পদক জয়েই নজর ভারতের। ক্রিকেট থাকলে পদক সংখ্য়া বাড়তো, এ বিষয়ে অনেকটাই নিশ্চিত হওয়া যায়। ২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ফিরেছে ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্য়াটে মেয়েদের ক্রিকেট ছিল। ফাইনালেও উঠেছিল ভারতীয় দল। অল্পের জন্য় সোনার পদক হাতছাড়া। তবে ক্রিকেটের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল কমনওয়েলথ গেমসে এই খেলার ফেরা। প্রথম বার মহিলা ক্রিকেট, ভারত রূপোর পদক নিয়ে ফিরেছে। এশিয়ান গেমসে ক্রিকেটে কেন নেই ভারত? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এশিয়ান গেমসের মতো মেগা ইভেন্টে ভারতের পুরুষ কিংবা মহিলা দলের অংশ না নেওয়ার কারণ হিসেবে বোর্ডের তরফে দাবি করা হয়েছে, এফটিপিতে অনেক টুর্নামেন্ট দ্বিপাক্ষিক সিরিজই আগে থেকে ঠিক হয়েছিল। এর ফলে এশিয়ান গেমসে পুরুষ কিংবা মহিলা ক্রিকেট দল পাঠানো যাচ্ছে না। এশিয়ান গেমসে ভারতের শেফ দে মিশন ভুপেন্দর বাজওয়া ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘এশিয়ান গেমসে সব খেলাতেই আমরা অংশ নিচ্ছি। শুধুমাত্র ক্রিকেট টিম যাচ্ছে না। ওরা বলেছে, আগে থেকেই সূচি ঠিক হয়ে রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রায় ৩-৪টি ই-মেল করা হয়েছে, এশিয়ান গেমস আয়োজকদের চূড়ান্ত তালিকা পাঠানোর সময় জানানো হয়, ক্রিকেট টিম পাঠানো সম্ভব হচ্ছে না।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে নিশ্চিত করা হয়েছে, ইন্ডিয়ান অলিম্পিক সংস্থা থেকে তাদের ই-মেল করা হয়েছিল। সঙ্গে পাল্টা দাবি করা হয়েছে, ডেডলাইনের এক দিন আগে বিষয়টি জানানো হয়েছে। বোর্ডের এক কর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘নাম নথিভূক্তকরণের এক দিন আগে আমরা অলিম্পিক সংস্থার মেইল পেয়েছি। একইসঙ্গে বলতে চাই, বিসিসিআই আগে থেকেই এফটিপি (ফিউচার টুর প্রোগ্রাম) করেছে। এশিয়ান গেমসের সময় আমাদের মহিলা ক্রিকেট টিমের অন্য টুর্নামেন্ট রয়েছে।’

বোর্ডের এফটিপি অনুযায়ী, সে সময় দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের। আর পুরুষ ক্রিকেট দল খেলবে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। কিন্তু প্রশ্ন উঠছে অন্য় জায়গায়। এর আগে একই সঙ্গে দুই দেশে দুটি সিরিজ খেলেছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। ২০২১ সালে বিরাট কোহলি, রোহিত শর্মারা যখন যুক্তরাজ্য সফরে, সেসময় শিখর ধাওয়ানের নেতৃত্বে আর একটি দল শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের সিরিজে অংশ নিয়েছিল। বহু আগে, ১৯৯৮ সালে ভারতীয় পুরুষ ক্রিকেট দল কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিল, একইসঙ্গে আরও একটি দল টরন্টোয় পাকিস্তানের সঙ্গে সাহারা কাপে খেলেছিল। তাহলে এশিয়ান গেমসেও কি দ্বিতীয় একটি দল পাঠানো যেত না? ক্রিকেটে ভারতের বেঞ্চ কতটা শক্তিশালী এ নিয়ে বিভিন্ন দেশই ঈর্ষা করে। তরুণ ক্রিকেটারদের নিয়ে আরও একটা দল যে গড়া যেতেই পারতো, এমনটা প্রত্যাশা করাই যায়।