Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cricket Retro Story: ব্র্যাডম্যানের ‘অভিষেক’, মাস্টারের জন্ম, ওডিআইতে প্রথম ডাবল সেঞ্চুরিয়ন

Greatest Moments on This Day: যদি প্রশ্ন করা হয়, ওডিআই ক্রিকেটে সবার প্রথম ডাবল সেঞ্চুরি কে করেছিলেন, খুব বেশিক্ষণ হয়তো ভাবতে হবে না ক্রিকেট প্রেমীদের। এই প্রশ্নটাই যদি KBC-তে এক কোটির প্রশ্ন হয়, এত দ্রুত উত্তর দেবেন? সন্দেহ জাগবে, এক কোটির পুরস্কারে এত সহজ প্রশ্ন! নিশ্চয়ই এর মধ্যে কোনও জটিলতা রয়েছে। ঠিকই ধরেছেন। ওডিআই-তে যিনি প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন, আজ তাঁর জন্মদিন।

Cricket Retro Story: ব্র্যাডম্যানের 'অভিষেক', মাস্টারের জন্ম, ওডিআইতে প্রথম ডাবল সেঞ্চুরিয়ন
Image Credit source: X
Follow Us:
| Updated on: Dec 16, 2023 | 10:00 AM

ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি কার? বর্তমান প্রজন্ম কয়েক সেকেন্ডেই উত্তর দিয়ে দেবে। এ আবার কী কঠিন প্রশ্ন! অবশ্যই রোহিত শর্মা। ওডিআইতে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে রোহিতের। এমনকি ওডিআই ফর্ম্যাটে ইনিংসেক সর্বাধিক রানের রেকর্ডও রোহিতের দখলেই। কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রানের অভাবনীয় ইনিংস খেলেছিলেন রোহিত। যদি প্রশ্ন করা হয়, ওডিআই ক্রিকেটে সবার প্রথম ডাবল সেঞ্চুরি কে করেছিলেন, খুব বেশিক্ষণ হয়তো ভাবতে হবে না ক্রিকেট প্রেমীদের। এই প্রশ্নটাই যদি KBC-তে এক কোটির প্রশ্ন হয়, এত দ্রুত উত্তর দেবেন? সন্দেহ জাগবে, এক কোটির পুরস্কারে এত সহজ প্রশ্ন! নিশ্চয়ই এর মধ্যে কোনও জটিলতা রয়েছে। ঠিকই ধরেছেন। ওডিআই-তে যিনি প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন, আজ তাঁর জন্মদিন। আজকের দিনে এমন পাঁচটি সেরা ঘটনা সম্পর্কে জানতে হলে TV9Bangla Sports-এর এই প্রতিবেদনটি একটু সময় খরচ করে পড়ে দেখুন।

প্রশ্ন যদি হয়, পুরুষদের ক্রিকেটে সবচেয়ে প্রথম ওডিআই ডাবল সেঞ্চুরি কে করেছিলেন, উত্তরটা সচিন তেন্ডুলকর। যদিও প্রশ্নটা ছিল ওডিআই ক্রিকেটে। পুরুষ কিংবা মহিলা ক্রিকেট আলাদা করে বলা হয়নি। যাই হোক, খোলসা করা যাক। ওডিআই ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্ক। আজকের দিনে মুম্বইতে এই রেকর্ড গড়েছিলেন তিনি। ১৯৯৭ মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে ডেনমার্কের বিরুদ্ধে মাত্র ১৫৫ বলে ২২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন অজি কিংবদন্তি। ওডিআইতে এটিই ছিল সর্বাধিক স্কোর। ২০১৪ সালে যা ছাপিয়ে যান রোহিত শর্মা।

১৮৮২ সালে আজকের দিনে জন্ম হয়েছিল মাস্টারের। সাল দেখেই বুঝতে পারছেন, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর কিংবা লিটল মাস্টার সুনীল গাভাসকরে কথা বলা হচ্ছে না। এখানে মাস্টার বলতে জ্যাক হবস। প্রথম শ্রেনির ক্রিকেটে সর্বাধিক রান স্কোরার। তাঁর ঝুলিতে ৬১,৭৬০ রান! প্রথম শ্রেনির ক্রিকেটে সেঞ্চুরি ১৯৯টি। এই রেকর্ড এখনও অক্ষত। হয়তো এ ভাবেই থেকে যাবে।

১৯২৭- আজকের দিন বিশ্ব ক্রিকেট পেয়েছিল সর্বকালের সেরা ব্যাটার কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে। আজ ব্র্যাডম্যানের জন্মদিন নয়। ১৯৭২ সালের এই দিনে প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেক হয়েছিল ডনের। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেই যে শুরু, এর পর একের পর কীর্তি গড়েছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। এমন অনেক রেকর্ড গড়েছেন, যা হয়তো কোনও দিনই ভাঙা যাবে না।

১৯৫২ সালে আজকের দিনেই জন্ম হয়েছিল ‘পাখির’। উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি। প্রতিপক্ষ ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন। ক্যারিবিয়ান কিংবদন্তি জোয়েল গার্নার। ম্যালকম মার্শাল-মাইকেল হোল্ডিং-জোয়েল গার্নার পেসত্রয়ী মাঠে নামা মানেই শিরোনামে জায়গা করে নেওয়া। জোয়েল গার্নার অবসর নিয়েছেন তিন দশক পেরিয়ে গিয়েছে। ওয়ান ডে ফরম্যাটে সেরা ইকোনমির রেকর্ড এখনও তাঁর দখলেই। ৯৮টি ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচ খেলা গার্নারের ইকোনমি মাত্র ৩.০৯! তাঁর নিখুঁত ইয়র্কারের কথা না বললেই নয়। ১৯৭৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১১ বলের মধ্যে মাত্র ৪ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন গার্নার। এর মধ্যে চার উইকেট ক্লিন বোল্ড। আর এই চারটির মধ্যে তিনটি বোল্ড ইয়র্কারে।

১৯১০- পেরুতে জন্ম হয়েছিল ইংল্যান্ডের এক অধিনায়কের! অবাক লাগছে? ফ্রেডি ব্রাউন। তাঁর বাবা ব্যবসা ছিল পেরুর শহর লিমায়। সেখানেই জন্ম হয়েছিল ফ্রেডি ব্রাউনের। এই মিডল অর্ডার ব্যাটারের ট্রেডমার্ক শট ছিল স্ট্রেট ড্রাইভ। লেগস্পিনার হিসেবেও কার্যকরী ছিলেন। যদিও পরবর্তীতে মিডিয়াম পেসার হন ফ্রেডি। ইংল্যান্ড জাতীয় দলকে ১৯৫০-১৯৫৩ অবধি নেতৃত্বও দিয়েছেন। পেরুতে জন্ম নেওয়া, ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া। কৃতিত্বটা খুব কম কি?

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'