Pakistan Cricket Team: ভারতের বিরুদ্ধে নামার আগে মনোবিদের ক্লাসে পাকিস্তান!
India vs Pakistan, Asia Cup 2025: ড্রেসিংরুমে ঢুকে দরজাও বন্ধ করে দেন। কেন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি, পুরস্কার বিতরণে তা পরিষ্কার করে দেন সূর্যকুমার যাদব। সুপার ফোরে আজ ফের ভারত-পাক। মহারণের আগে মনোবিদের ক্লাসে পাকিস্তান ক্রিকেট টিম!

এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ ভারতের বিরুদ্ধে নামছে পাকিস্তান। মাঠের বাইরের ঘটনায় বিধ্বস্ত পাকিস্তান টিম। গ্রুপের ম্যাচে ভারতের কাছে দুরমুশ হয়েছিল। কিন্তু অন্য ঘটনায় অপমানিত সলমন আলি আঘারা। টসের সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব হাত মেলাননি পাকিস্তান ক্যাপ্টেনের সঙ্গে। এখানেই শেষ নয়, ম্যাচ জিতিয়ে সটান মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব ও শিবম দুবে। ভারতের প্লেয়াররা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ম্যাচ শেষেও হাত মেলাননি। ড্রেসিংরুমে ঢুকে দরজাও বন্ধ করে দেন। কেন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি, পুরস্কার বিতরণে তা পরিষ্কার করে দেন সূর্যকুমার যাদব। সুপার ফোরে আজ ফের ভারত-পাক। মহারণের আগে মনোবিদের ক্লাসে পাকিস্তান ক্রিকেট টিম!
ভারতের বিরুদ্ধে ম্যাচে হাত মেলানো বিতর্কে অ্যান্ডি পাইক্রফ্টকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ম্যাচ রেফারি কোনও দায়িত্ব পালন করেননি এমনই মত পাকিস্তানের। এশিয়া কাপ থেকে অ্যান্ডি পাইক্রফ্টের অপসারণ চেয়ে আইসিসির কাছে দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা পিসিবির এই দাবিকে পাত্তা দেয়নি। আরব আমির শাহির বিরুদ্ধে ম্যাচে এক ঘণ্টা দেরিতে পৌঁছেছিল পাক টিম। ম্যাচও ঘন্টাখানেক দেরিতে শুরু হয়। আরও একবার আইসিসির কাছে একই দাবি জানালেও ধোপে টেকেনি। আজকের ম্যাচেও পরিচালনার দায়িত্বে থাকছেন অ্যান্ডি পাইক্রফ্ট।
সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে সুপার ফোর ম্যাচের আগে মোটিভেশনাল স্পিকার নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্লেয়াররা যাতে মানসিক ভাবে তরতাজা হয়ে নামতে পারেন সে কারণেই মনোবিদের স্পেশাল ক্লাস। মাঠের বাইরের ঘটনায় পাক টিম উদ্যোগী হলেও পারফরম্যান্স বেশি চিন্তার। ভারতের কাছে হার। বাকি দুই ম্যাচে জিতলেও সার্বিক ভাবে পারফরম্যান্স আশা জাগানোর মতো নয়। যা চিন্তায় রাখছে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে।
