AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Team: স্টেডিয়ামে পৌঁছননি সলমনরা, এশিয়া কাপ থেকে নাম তুলল পাকিস্তান?

Asia Cup 2025: যা জানা যাচ্ছে, ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা থেকে ম্যাচ। কিন্তু পাকিস্তান টিম হোটেলেই রয়ে গিয়েছে, মাঠে এখনও পা রাখেনি। একটি সূত্র দাবি করছে, ম্যাচ এক ঘণ্টা দেরিতে নাকি শুরু হবে। সেই কারণে পাকিস্তান এখনও মাঠে আসেনি। কিন্তু এই যুক্তি কতটা সমর্থনযোগ্য, তা নিয়েও প্রশ্ন থাকছে।

Pakistan Team: স্টেডিয়ামে পৌঁছননি সলমনরা, এশিয়া কাপ থেকে নাম তুলল পাকিস্তান?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 17, 2025 | 7:36 PM
Share

দুবাই: নাটকীয় পরিস্থিতি এশিয়া কাপে। যা আশঙ্কা করা হচ্ছিল, তাই হয়তো ঘটতে চলেছে। অন্তত মিডিয়া সেই দাবিই করছে। ভারত হাত না মেলানোয় গোঁসা! এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে সম্ভবত সরে দাঁড়াচ্ছে পাকিস্তান (Pakistan)। সূত্রের খবর, ফাইনাল গ্রুপ স্টেজে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। রবিবার ভারত  বনাম পাকিস্তান ম্যাচে হাত না মেলানো নিয়ে যে বিতর্ক হয়েছিল, তাতে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা অ্যান্ডি পাইক্রফ্টকে সরানোর দাবি জানিয়েছিল পাকিস্তান। সেই দাবি পূরণ না হওয়ার পরই পাকিস্তান বয়কট করতে চলেছে এশিয়া কাপ ২০২৫।

যা জানা যাচ্ছে, ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা থেকে ম্যাচ। কিন্তু পাকিস্তান টিম হোটেলেই রয়ে গিয়েছে, মাঠে এখনও পা রাখেনি। একটি সূত্র দাবি করছে, ম্যাচ এক ঘণ্টা দেরিতে নাকি শুরু হবে। সেই কারণে পাকিস্তান এখনও মাঠে আসেনি। কিন্তু এই যুক্তি কতটা সমর্থনযোগ্য, তা নিয়েও প্রশ্ন থাকছে। সাধারণত কোনও ম্যাচ থাকলে, স্টেডিয়ামে সাড়ে তিন-চার ঘণ্টা আগে এসে পৌঁছয় টিমগুলো। ৯টা থেকে যদি ম্যাচ হয়ও, পাকিস্তান ৮টায় মাঠে এসে পৌঁছবে, এমনটা অনেকেই বিশ্বাস করছেন না। এমনও শোনা যাচ্ছে, ভারতের সঙ্গে হ্যান্ডশেক বিতর্কের পর পাকিস্তান সরকারও ঢুকে পড়েছে ইস্যুতে। দেশের সম্মান জড়িয়ে রয়েছে বলে নাকি পাকিস্তান ক্রিকেটারদের উপরে চাপ তৈরি করছে।

পাকিস্তান যদি নাম তুলে নেয় টুর্নামেন্ট থেকে কী হতে পারে? বিরাট আর্থিক জরিমানা হতে পারে। যা পাকিস্তানের ক্রিকেটের জটিলতা আরও বাড়িয়ে দেবে, এমনই মনে করছেন অনেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে গিয়ে কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে পাক বোর্ড। তিনটে স্টেডিয়ামকে বিশ্বমানের পরিকাঠামো দিতে গিয়ে বিপুল অর্থ খরচ হয়েছে। তার জের পড়েছিল ক্রিকেটারদের রোজগারেও। এই পরিস্থিতিতে যদি এশিয়া কাপ থেকে নাম তুলে নেয়, তা হলে যে জরিমানা দিতে হবে পাকিস্তানকে, তাতে ঘুরে দাঁড়ানো মুশকিল হতে পারে। পাকিস্তানের আর্থিক হালও ভালো নয়। জরিমানার অর্থ জোগাড় করাও মুশকিল হবে বলে মনে করছেন কেউ কেউ। সেই সঙ্গে ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে সুনাম ক্ষুণ্ণ হবে। যা আরও অন্ধকারে ঠেলে দিতে পারে পাকিস্তানকে।