IPL 2023, KKR vs PBKS : ‘মিস্ট্রি স্পিন’ নিয়ে রহস্যে ডুবে পঞ্জাব কিংস
Kolkata Knight Riders vs Punjab Kings : সুনীল নারিন ধারাবাহিক না হলেও তাঁকে নিয়েও ভাবনায় পঞ্জাব কিংস শিবির। যে কোনও দিনই ভয়ঙ্কর পারফর্ম করতে পারেন কেকেআরের এই অভিজ্ঞ স্পিনার। ওয়াসিম জাফর বলছেন...
দীপঙ্কর ঘোষাল : গত ম্য়াচে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের মাঠে শেষ ওভারে মাত্র ৯ রানের পুঁজি ছিল কলাকাতার। শার্দূল ঠাকুরকে শেষ ওভারে আনার ভাবনা থাকলেও সিদ্ধান্ত বদলান অধিনায়ক নীতীশ রানা। দায়িত্ব দেন বরুণ চক্রবর্তীকে। অধিনায়কের সিদ্ধান্তের ভরসা রাখেন বরুণ। কেকেআরের এই স্পিনারের সঙ্গে রয়েছেন তরুণ সূয়াশ শর্মাও। সঙ্গে সুনীল নারিন। শেষের জন যদিও ফর্মে নেই। তবে বরুণ চক্রবর্তীকে নিয়ে বেশ কিছুটা চিন্তায় পঞ্জাব কিংস শিবির। সোমবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। তার আগে কী বলছে দুই শিবির, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পঞ্জাব কিংসের তরফে সাংবাদিক সম্মেলনে ছিলেন ব্য়াটিং কোচ ওয়াসিম জাফর। সূয়াশ শর্মা এবং বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিন নিয়ে জাফর বলেন, ‘বরুণ বরাবরই রহস্য স্পিনার। মিস্ট্রি বলতে আমরা অনেক কিছুই বুঝি যেমন ক্য়ারম বল, গুগলি। সাদা বলের ক্রিকেটে আমরা দেখেছি, যারা ভালো লেগ স্পিন কিংবা গুগলি করতে পারেন, তাদের বিরুদ্ধে ব্য়াটিং খুবই কঠিন। এখনও অবধি বরুণ-সূয়াশ, দুই স্পিনারই অনবদ্য পারফর্ম করেছে।’ জাফরের কথাতেই পরিষ্কার, এই স্পিনজুটিকে নিয়ে যথেষ্ঠ চিন্তিত পঞ্জাব কিংস শিবির।
সুনীল নারিন ধারাবাহিক না হলেও তাঁকে নিয়েও ভাবনায় পঞ্জাব কিংস শিবির। যে কোনও দিনই ভয়ঙ্কর পারফর্ম করতে পারেন কেকেআরের এই অভিজ্ঞ স্পিনার। ওয়াসিম জাফর বলছেন, ‘ওর সম্পর্কেও সমস্ত তথ্য রয়েছে। ওকে যত বেশি খেলবে, সহজ হবে। কয়েক মরসুম খেলার পর আর মিস্ট্রি থাকে না। তবে সুনীল নারিনকে কৃতিত্ব দিতেই হবে। এত বছর ধরে খেলার পরও ওকে বোঝা কঠিন। এই মরসুমটা হয়তো সেরা কাটেনি, কিন্তু ওর দক্ষতা সম্পর্কে কোনও সন্দেহ নেই। আইপিএলের অন্যতম সেরা স্পিনার সুনীল নারিন।’